ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
চট্টগ্রামে কেন্দ্রে যাননি ৮২ শতাংশ ভোটার

আগ্রহ নেই ভোটারের

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

১০ মে ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১০ মে ২০২৪, ১২:১৫ এএম

বিএনপি না আসায় প্রতিদ্বন্দ্বিতা জমেনি : আ. লীগ
জনগণ আবারো সরকাকে লাল কার্ড দেখিয়েছে : বিএনপি
ভোটে আগ্রহ নেই ভোটারের। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের তিনটি উপজেলায় নির্বাচনে ৮২ শতাংশ ভোটার কেন্দ্রে যাননি। সাধারণ ভোটারের পাশাপাশি সরকারি দল আওয়ামী লীগের সমর্থকদেরও ভোটের প্রতি আগ্রহ কমে গেছে। বিগত ৭ জানুয়ারি আমি আর ডামি নির্বাচনের চেয়ে কম ভোট পড়েছে উপজেলার ভোটে।
আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি অংশ না নেওয়ায় প্রতিদ্ব›িদ্বতা জমেনি তাতে ভোটারের হার কমেছে। আর বিএনপি বলছে মানুষ প্রহসনের নির্বাচন বর্জন করে সরকার ও নির্বাচন কমিশনকে আরো একবার লাল কার্ড দেখিয়েছে।
এদিকে সরকার দলীয় সংসদ সদস্যদের অনুগতরাই বিজয়ী হয়েছেন তিনটি উপজেলায়। অন্য প্রার্থীদের বেশির ভাগই জামানত হারিয়েছেন। কম ভোটের রেকর্ড নিয়ে উপজেলা পরিষদের মতো স্থানীয় সরকারের দায়িত্বে আসছেন আওয়ামী লীগের নেতারা।
চট্টগ্রামে বুধবার মীরসরাই, স›দ্বীপ ও সীতাকুÐে ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের হিসাবে তিনটি উপজেলা ভোট পড়েছে গড়ে ১৮ শতাংশ। যা এ যাবতকালের মধ্যে সবচেয়ে কম। দেশের অন্য এলাকার চেয়েও এখানে ভোটার উপস্থিতি ছিল কম। তবে ভোটের এই হার নিয়েও প্রশ্ন উঠেছে। ভোটারেরা বলছেন, প্রায় প্রতিটি কেন্দ্র ছিল ফাঁকা। হাতে গোনা কিছু ভোটার ভোট দিতে আসেন। অভিযোগ রয়েছে, বিকেলের পর কিছু কিছু কেন্দ্রে ব্যাপক হারে জাল ভোট প্রদান করা হয়। তাতে ভোট গ্রহণের হার কিছুটা বেড়ে যায়। বিএনপিসহ দেশের বেশিরভাগ রাজনৈতিক দলের বর্জনের ফলে উপজেলা নির্বাচন হয়ে পড়ে একতরফা। প্রার্থীরা সরকারি দলের। তবে স্থানীয় সংসদ সদস্যের অনুগতরাই সবকিছুতে প্রভাব বিস্তার করেন। শেষ পর্যন্ত তারাই বিজয়ী হন। অন্য প্রার্থীরা আওয়ামী লীগের নেতা হলেও ছিলেন কোণঠাসা। পরাজিত হওয়ার পর তারা আড়ালেই চলে গেছেন।
মীরসরাই উপজেলায় ১১৩ কেন্দ্রে ভোটার সংখ্যা তিন লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে ১৭ শতাংশ ভোট পড়েছে। নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ প্রতীক) প্রাপ্ত ভোট ৩৩ হাজার ১৭। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৭৬৭ ভোট। ফেরদৌস হোসেন আরিফ (আনারস প্রতীক) পয়েছেন ৩ হাজার ৪৩৪ ভোট, উত্তম কুমার নাথ (দোয়াত কলম) ৩ হাজার ৩৪৬ ও মো. মোস্তফা (মোটর সাইকেল) ৬৬৫ ভোট পেয়েছেন। সব প্রার্থীর প্রাপ্ত ভোট ৬১ হাজার ২২৬টি।
গত ৭ জানুয়ারির নির্বাচনে এই আসনে বিজয়ী আওয়ামী লীগের মাহবুবুর রহমান রুহেল ও বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিনের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল এক লাখ ৪২ হাজার ৬৭। সে হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন এমন ৮০ হাজার ৮৫৩ জন ভোটার এবারের উপজেলায় ভোট বর্জন করেছেন। স›দ্বীপ ও সীতাকুÐেও ভোটারের উপস্থিতি ছিল কম। স›দ্বীপে দুই লাখ ৪৫ হাজার ছয় শত ৭৬ জন ভোটারের মধ্যে শতকরা ১৮ দশমিক ৪৬ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেন। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ হাজার ৩৮৮ ভোট।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন মিশন কাপ পিরিচ প্রতীকে দুই হাজার ৫৩১ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী মিলে ভোট পেয়েছেন ৪৪ হাজার ৭৬৭ ভোট। এই উপজেলায় বিগত সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী প্রার্থী মাহফুজুর রহমান মিতা ও তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মিলে ভোট পেয়েছেন ৮২ হাজার ৮২৬ ভোট। সেই হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন এমন ৩৪ হাজার ৫৯জন ভোটার উপজেলা নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন।
সীতাকুÐ মোট ভোটার তিন লাখ ২০ হাজার ১৯৩। চেয়ারম্যান পদে বিজয়ী আরিফুল আলম চৌধুরী রাজু (আনারস প্রতীক) পেয়েছেন ৫৯ হাজার ৭৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ›িদ্ব মহিউদ্দিন আহমেদ মঞ্জু (দোয়াত-কলম)-১১ হাজার ১৮৬ ভোট পেয়েছেন। এই উপজেলায় ভোট ভোটার তিন লাখ ২৪ হাজার ২৪০ জন। ভোট দিয়েছেন ৭২ হাজার ৬৩০ জন। ভোট পড়েছে ২২.৪০ শতাংশ।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, সাধারণ মানুষ বিএনপির আহŸানে সাড়া দিয়ে ফ্যাসিবাদী সরকারের প্রহসনের নির্বাচন বর্জন করেছে। একইভাবে তারা সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনকেও লাল কার্ড দেখিয়ে দিয়েছে। তিনি বলেন, ভোটার উপস্থিতি কম হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল ধান কাটার দোহাই দেন অথচ তার নিজ এলাকা স›দ্বীপ কোন ধান কাটা নেই। সিইসির বাড়ির সামনে কাজী আফাজ উদ্দিন স্কুল কেন্দ্রে ভোটার ছিল ৩০১২ জন। সেখানে ভোট দিয়েছেন মাত্র ২২১ জন। তা নিয়ে তার গোষ্টির লোকজনও হাসাহাসি করছে। ইসি সচিব বলছেন বৃষ্টির কথা, কিন্তু সেখানে বৃষ্টিও ছিল না। আসলে এদেশের মানুষ বুঝে নির্বাচনের নামে এখন প্রহসন হচ্ছে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, বিএনপি নির্বাচনে না আসায় উপজেলা ভোট প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ হয়নি। তারা ভোটে আসলে ভোটারদের উপস্থিতি আরো বাড়ত। ভোটে যেহেতু কোন প্রতিদ্ব›িদ্বতা নেই সেহেতু ভোটারদের মধ্যেও আগ্রহ কম ছিল এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। মূলত বিএনপির অনুপস্থিতির কারণেই ভোটারের উপস্থিতি কম হয়েছে।
চট্টগ্রামে ১৫টি উপজেলায় নির্বাচন হচ্ছে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২১ মে। ওইদিন রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানে ভোট। তবে এমপিদের ইশারায় রাঙ্গুনিয়া ও রাউজানে একক প্রার্থী থাকায় ওই দুই উপজেলায় ভোট হবে না। দ্বিতীয় ধাপে ভোট হবে শুধু হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায়। তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া ও চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচন। চতুর্থ ধাপে বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় আগামী ৫ জুন ভোটগ্রহণ হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত,আহত   ১

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত,আহত ১

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১