ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
শক্তি সঞ্চয় করলে পরিণত হবে ঘূর্ণিঝড় ‘রেমাল’

ঘনীভূত হচ্ছে নিম্নচাপ

Daily Inqilab শফিউল আলম

২৪ মে ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ২৪ মে ২০২৪, ১২:১৬ এএম

ভ্যাপসা গরমে দুর্বিষহ জীবন : প্রায় সব জেলায় তাপপ্রবাহ : সর্বোচ্চ তাপমাত্রা পাবনায় ৩৮.৫, ঢাকায়ও ৩৮ ডিগ্রি : রোববারের দিকে স্বস্তির বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভ‚ত হয়ে গতকাল বৃহস্পতিবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভ‚ত হতে চলেছে। আবহাওয়া বিভাগ বিশেষ বুলেটিনে জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি কিছুটা উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভ‚ত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপক‚লের কাছাকাছি এসে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে। তবে আপাতত সমুদ্র বন্দর এবং নদী বন্দরসমূহকে কোন সতর্ক সঙ্কেত দেখানো হচ্ছে না।

সুস্পষ্ট লঘুচাপটি গতকাল রাতে অথবা আজ শুক্রবার নাগাদ পরবর্তী ধাপে নিম্নচাপে পরিণত হতে পারে। সুস্পষ্ট লঘুচাপ সংলগ্ন এলাকায় সমুদ্র উত্তাল-অশান্ত রয়েছে। লঘুচাপের প্রভাবে প্রায় সারা দেশে বিশেষত দেশের উপক‚লীয় অঞ্চলে অসহনীয় ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিভাগ জানায়, সুস্পষ্ট লঘুচাপটি যদি পরবর্তী ধাপে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং পরে আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তখন এর নাম হবে ‘রেমাল’। ‘রেমাল’ ওমানের দেয়া নাম। এটি আরবি শব্দ। যার অর্থ বালু। তাছাড়া ‘রেমাল’ নামে আফগানিস্তানে একটি শহর আছে।

সাধারণত এপ্রিল, মে ও জুন মাসে বঙ্গোপসাগরে শক্তিশালী সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে। চলতি মে মাসের সমুদ্রে লঘুচাপ-নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে মর্মে আবহাওয়া বিভাগ দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানায়। চলতি বছর ২০২৪ সালে বঙ্গোপসাগরে এখন পর্যন্ত নিম্নচাপ-ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে গতকাল থেকে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় সমুদ্র উত্তাল থেকে অধিকতর উত্তাল হয়ে উঠছে। সমুদ্রের উত্তাল অবস্থা অব্যাহত থাকবে, এমনকি বৃদ্ধি পেতে পারে।
ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের (ইসিএমডবিøউএফ) এক ঘোষণায় এর আগে বলা হয়, ‘বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আবহ বা ক্ষেত্র প্রস্তুত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ঘূর্ণিঝড় বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের কাছে ২৬ থেকে ২৭ মে আঘাত হানতে পারে।’ তবে এতে আরো বলা হয়েছে, ‘ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি সব সময় ঠিক থাকে না। এর গতিপথ ও গতি পরিবর্তিত হতে পারে’।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, লঘুচাপটি আরও অন্তত দুইটি ধাপে ঘনীভ‚ত হলে আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদ এটি সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ রূপ নিতে পারে। এরপর উপক‚লে আঘাত বা আছড়ে পড়তে পারে। এর আগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি বঙ্গোপসাগরে ঘনীভ‚ত হয়ে নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘রেমাল’ সৃষ্টি হলে তার সম্ভাব্য গতিপথ বাংলাদেশ, মিয়ানমার কিংবা ভারতের পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপক‚লীয় অঞ্চলের দিকে হতে পারে। এর পরে ২৬ থেকে ২৮ মে নাগাদ সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ রূপ নিতে পারে। তবে বর্তমান প্রায় প্রাথমিক পর্যায়ে এর গতিপ্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস দেয়া যায় না। ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, এটি ক্রমেই উত্তর-পূর্ব দিকে চলমান থাকবে।

সারা দেশে তাপপ্রবাহ : ভ্যাপসা গরম : জ্যৈষ্ঠের তাপদাহের সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের অনেক জায়গায় ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অনেক জায়গায় রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রাও ২৬ থেকে ২৮ সেলসিয়াসের ডিগ্রির ঘরে উঠে গেছে। এ অবস্থায় দিনে-রাতে গরমের ভোগান্তি। দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনা জেলার ঈশ^রদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮ এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সে.। আবহাওয়া বিভাগের সারা দেশে ৪৪টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে গতকাল ৪৩টিতেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে) বয়ে যায়। অর্থাৎ সবক’টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ছিঁটেফোঁটা (মাত্র এক মি.মি.) বৃষ্টি ছাড়া দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া পূর্বাভাস মতে, রোববারের দিকে দেশে স্বস্তির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিন দিনের আবহাওয়া পূর্বাভাস : আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ঢাকা, চট্টগ্রামসহ দেশের সবক’টি বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে। বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমে-ঘামে জনজীবনে অস্বস্তি বৃদ্ধি পেয়েছে। গতকাল সকালে রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা তথা জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৮৮ শতাংশ, এমনকি সন্ধ্যায়ও তা ছিল ৬৪ শতাংশ। যা অস্বাভাবিক বেশি।

আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল রোববার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর ও ময়মনসিংহ অনেক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর পরের ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চৌগাছায় প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা

চৌগাছায় প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা

মজিব সভাপতি, সাইফুল সম্পাদক নাঙ্গলকোট প্রেসক্লাবের কমিটি গঠন

মজিব সভাপতি, সাইফুল সম্পাদক নাঙ্গলকোট প্রেসক্লাবের কমিটি গঠন

রাজধানীতে ট্রাফিক আইনে একদিনে ৮৭০ মামলা, জরিমানা ৩৫ লাখ ৮০ হাজার

রাজধানীতে ট্রাফিক আইনে একদিনে ৮৭০ মামলা, জরিমানা ৩৫ লাখ ৮০ হাজার

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

দর্শনায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ

দর্শনায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ

কেপিএম নতুন এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ যোগদন

কেপিএম নতুন এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ যোগদন

কালীগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

কালীগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

চীনের মধ্যাঞ্চলের সেতুতে দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ৭

চীনের মধ্যাঞ্চলের সেতুতে দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ৭

শপথ নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে

শপথ নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে

নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণ পরীক্ষায় কমিটি

নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণ পরীক্ষায় কমিটি

সিলেটের সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি সাবেক ওসি মঈন গ্রেপ্তার

সিলেটের সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি সাবেক ওসি মঈন গ্রেপ্তার

‘নতুন বাংলাদেশকে’ জাতিসংঘে উপস্থাপন করবেন ড. ইউনূস

‘নতুন বাংলাদেশকে’ জাতিসংঘে উপস্থাপন করবেন ড. ইউনূস

দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর-উপদেষ্টা বি:.জে:.(অব:) ড.এম সাখাওয়াত হোসেন

দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর-উপদেষ্টা বি:.জে:.(অব:) ড.এম সাখাওয়াত হোসেন

শ্রীনগরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আটক, হত্যা মালা দায়ের।

শ্রীনগরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আটক, হত্যা মালা দায়ের।

কারখানা ভাঙচুর চেষ্টার অভিযোগে গাজীপুরে ৬ জন আটক

কারখানা ভাঙচুর চেষ্টার অভিযোগে গাজীপুরে ৬ জন আটক

কিশোরগঞ্জে তীব্র তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

কিশোরগঞ্জে তীব্র তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

খাগড়াছড়ি-রাঙামাটিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আ.লীগ

খাগড়াছড়ি-রাঙামাটিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আ.লীগ

শ্যামল দত্তকে, কারাগারে প্রেরণ

শ্যামল দত্তকে, কারাগারে প্রেরণ

আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির

আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন: জেলেনস্কি

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন: জেলেনস্কি