মালয়েশিয়া : ৩১ মে  ডেড লাইন !

টিকিটের দাম ১ লাখ ২ হাজার টাকা

Daily Inqilab শামসুল ইসলাম

২৪ মে ২০২৪, ১২:২৬ এএম | আপডেট: ২৪ মে ২০২৪, ১২:২৬ এএম

টিকিট সিন্ডিকেটের  রমরমা বাণিজ্য ! 

৩ মাসের সময় বৃদ্ধির আবেদন-প্রবাসী মন্ত্রণালয়


আর মাত্র ৭ দিন বাকি। স্বপ্নের দেশ মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা ৩১ মে’র মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। অপেক্ষমান কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার হিরিক পড়েছে। সময় বৃদ্ধি না করা হয়ে প্রায় ৩০ হাজার অপেক্ষমান কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। বিমানের সিটের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে সিÐিকেট চক্র মালয়েশিয়ার ৩০ হাজার টাকার ওয়ানওয়ে টিকিটের দাম এখন ১ লাখ ২ হাজার টাকা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে এসব দেখার কেউ নেই। এ ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিরব ভ‚মিকা পালন করছে।  খোঁজ নিয়ে জানা গেছে, নির্ধারিত এক শত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এফডবিøউ সিএমএস  প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের সবশেষ সময়সীমা বেঁধে দেয়া হয়েছে ৩১ মে। মালয়েশিয়া সরকারের অনুমোদিত বাংলাদেশি কর্মীদের আগামী ৩১ মের মধ্যে দেশটিতে প্রবেশের ডেড লাইন নির্ধারণ করা হয়েছে। এতে অপেক্ষমান কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার হিরিক পড়েছে। এ সুবাদে টিকিট সিÐিকেটের পরামর্শে বিভিন্ন এয়ারলাইন্সগুলো ঢাকা-কুয়ালালামপুর রুটে ওয়ানওয়ে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। চড়া দাম দিয়েও হাজার হাজার মালয়েশিয়াগামী কর্মী টিকিট পাচ্ছে না। চড়া দামের টিকিটের অতিরিক্ত টাকা যোগাতে যাত্রীরা হিমসিম খাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার নয়া পল্টনস্থ একাধিক রিক্রুটিং এজেন্সিতে সরেজমিনে পরিদর্শনকালে অপেক্ষমান মালয়েশিয়াগামী কর্মী এ অভিমত ব্যক্ত করেন।
 টিকিট সিÐিকেটের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে মালয়েশিয়ার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ওহিদুর রহমান গতকাল রাতে কুয়ালালামপুর থেকে ইনকিলাবকে বলেন, মালয়েশিয়াগামী কর্মীদের টিকিট কয়েকটি এয়ারলাইন্স  গতকাল থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে মাত্র ৩০ হাজার হাজার টাকার টিকিটের দাম অস্বাভাবিক বাড়িয়েছে। ইউএস বাংলা ঢাকা-কুয়ালালামপুর ওয়ানওয়ে টিকিট ১ লাখ ২ হাজার টাকায় বিক্রি করছে। এটা ¯্রফে ডাকাতি ছাড়া কিছু নয়। মালয়েমিয়াগামী কর্মীদের ওয়ানওয়ে টিকিট কিনতে চরম দুর্ভোগ  পোহাতে হচ্ছে।  টিকিট বিক্রির সিÐিকেট চক্র বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট কিনে বøক করে রেখেছে। যাতে ৩১ মে’র মধ্যে যাত্রীদের জিম্মি করে গলাকাটা হারে ভাড়া আদায় করতে পারে। তিনি বলেন, বিমান ঢাকা-কুয়ালালামপুর রুটের টিকিট ৯২ হাজার টাকায় , মালিন্দোএয়ার ৭৬ হাজার টাকায়, এয়ার এশিয়া ৭৬ হাজার টকায় এবং মালয়েশিয়ান এয়ার ৬২ হাজার টাকায় টিকিট বিক্রি করছে। এক প্রশ্নের জবাবে প্রবাসী ব্যবসায়ী ওহিদুর রহমান বলেন, বিদেশগামী কর্মীদের টিকিটের মূল্য নিয়ন্ত্রণের কোনো সংস্থা কি নেই ? যদি থাকে তা’হলে তারা কি নাক ডেকে ঘুমাচ্ছেন। তিনি বলেন, যেসব কর্মী ভিটেমাটি বিক্রি এবং ঋণ করে বিদেশে যাচ্ছেন তাদের লেবার ফেয়ার নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে। তিনি টিকিট সিÐিকেট চক্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।   
নানামুখী জটিলতায় ভুগছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে কর্মী পাঠানো বন্ধ হবে না বলে আশ্বাস প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর। নতুন করে কোটা পেতে দেশটির সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া। প্রতিবছর লাখ লাখ কর্মীর কর্মসংস্থানের মাধ্যমে রেমিট্যান্সের যোগান আসছে দেশটি থেকে। গেল ৫ বছরে এসেছে কোটি ডলার। ২০২১ সালে দেশটির সাথে পারস্পারিক সমঝোতা চুক্তির পর আবারও চালু হয় কর্মী পাঠানোর কার্যক্রম। ২০২২ সালের ৮ আগস্ট থেকে নিয়মিতভাবে কর্মী যাওয়া চলমান থাকলেও পরিস্থিতি পুনরায় দোলাচলে। ২০২২ সাল থেকে এ যাবত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ কর্মী গেছে।  অভিযোগ রয়েছে, প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয় করে চাকরি লাভ করেছে কর্মীরা। বিএমইটি জানায়, গত ১ মে থেকে গত ২০ মে পর্যন্ত ২১ হাজার ৮২৩৩ জন কর্মী মালয়েশিয়ায় বর্হিগমন লাভ করেছে। সম্প্রতি দেশটির নানা বাধ্যবাধকতায় কর্মী পাঠানো নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নানা প্রতিবন্ধকতায় মালয়েশিয়ার শ্রমবাজারে হুমকির মুখে বাংলাদেশসহ ১৫টি কর্মী প্রেরণকারী দেশ। গেল ৩১ মার্চ কর্মীদের ভিসার আবেদন জমার তারিখ ঠিক করে দেয়া হয়। যাদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় ৩১ মে। এরপর আর কোন কর্মী প্রবেশ করতে পারবে না। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে তৎপরতা বাড়িয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। যার অংশ হিসেবে সম্প্রতি একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা। যাতে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের ৭৮ হাজার ৯৯০ টাকা ব্যয় নির্ধারণ করে যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়। মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বন্ধ হচ্ছে কি না? এমন প্রশ্নে আশঙ্কা উড়িয়ে দেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, 'মালয়েশিয়া সরকারকে চিঠি দিয়ে সময়সীমা বাড়ানোর আলোচনা চলমান আছে। আমরা এ ব্যাপারে কাজ করছি। প্রয়োজনে আমরা নিজেরা সেখানে যাবো। সরকার টু সরকার আলাপ হবে। মালয়েশিয়ার শ্রমবাজার ধরে রাখতে চেষ্টা করবো।
গতকাল ইস্টার্ন গ্র্যান্ড পাওয়ার এসডিএন বিএইচডি ও ইস্টার্ন বিজনেস এসোসিয়েট লিমিটেডের চেয়ারম্যান ড. ওয়ালী উল্লাহ (জাহিদ) ইনকিলাবের সাথে আলাপকালে বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রচুর চাহিদা রয়েছে। দেশটিতে এখন কর্মরত আছেন প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী।  দেশটিতে কর্মরত বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন। তিনি বলেন, আর মাত্র ৭দিন পরেই দেশটির শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে। এ সুযোগে সিÐিকেট চক্র ওয়ানওয়ে টিকিটের দাম ৯৫ হাজার টাকা থেকে ১ লাখ ২ হাজার টাকা বৃদ্ধি করে কালো টাকার মালিক হচ্ছে। এক প্রশ্নের জবাবে ড.ওয়ালী উল্লাহ জাহিদ বাংলাদেশি কর্মীদের স্বার্থ এবং মালয়েশিয়ার শ্রমবাজার ধরে রাখার স্বার্থে কর্মী প্রেরণের সময়সীমা ৩১ মে’ পরিবর্তে আরো তিন মাস বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন।  


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পুরো জাতিকে হতাশ করায় অনুতপ্ত ম্যাথিউস

পুরো জাতিকে হতাশ করায় অনুতপ্ত ম্যাথিউস

ঈদে ভ্যাপসা গরম, কোথাও কোথাও বৃষ্টিপাতের আভাস

ঈদে ভ্যাপসা গরম, কোথাও কোথাও বৃষ্টিপাতের আভাস

ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্ব

ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্ব

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা

প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী চৌকস বাহিনী হিসেবে বিশ্ব-দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে : সেনা প্রধান

প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী চৌকস বাহিনী হিসেবে বিশ্ব-দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে : সেনা প্রধান

ঈদুল আজহাকে কেন্দ্র করে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

ঈদুল আজহাকে কেন্দ্র করে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

কোপায় অর্জেন্টিনা চূড়ান্ত দলে কারা

কোপায় অর্জেন্টিনা চূড়ান্ত দলে কারা

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট

পিকআপ ভ্যানের পানের ঝুঁড়িতে ৫৪ হাজার ইয়াবা, আটক ১

পিকআপ ভ্যানের পানের ঝুঁড়িতে ৫৪ হাজার ইয়াবা, আটক ১

নেপাল বাধা টপকে সুপার এইটে যেতে মরিয়া বাংলাদেশ

নেপাল বাধা টপকে সুপার এইটে যেতে মরিয়া বাংলাদেশ

সউদী আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে অর্ধশতাধিক পরিবারের ঈদুল আজহা উদযাপন

সউদী আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে অর্ধশতাধিক পরিবারের ঈদুল আজহা উদযাপন

ডিএনসিসির নির্ধারিত স্থানে গরু কোরবানি দিলে ১ হাজার টাকা প্রণোদনা : মেয়র আতিকুল ইসলাম

ডিএনসিসির নির্ধারিত স্থানে গরু কোরবানি দিলে ১ হাজার টাকা প্রণোদনা : মেয়র আতিকুল ইসলাম

ঈদের সকালে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে : ডিএমপি

ঈদের সকালে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে : ডিএমপি

ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামছে ফ্রান্স

ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামছে ফ্রান্স

প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান, সকাল ৯টায় শুরু হবে ঈদের জামাত

প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান, সকাল ৯টায় শুরু হবে ঈদের জামাত

ঈদের দিনে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন নেতাকর্মীরা

ঈদের দিনে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন নেতাকর্মীরা

ঝালকাঠিতে গাড়ি চাপায় সিএনজি চালকসহ নিহত ২

ঝালকাঠিতে গাড়ি চাপায় সিএনজি চালকসহ নিহত ২

পর্তুগালে ইউরোপের সর্ববৃহৎ ঈদুল আযহা উদযাপিত

পর্তুগালে ইউরোপের সর্ববৃহৎ ঈদুল আযহা উদযাপিত

আসুন ঈদুল আজহার ত্যাগের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি: প্রধানমন্ত্রী

আসুন ঈদুল আজহার ত্যাগের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি: প্রধানমন্ত্রী

ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু