ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

উপজেলা নির্বাচন : চতুর্থ ধাপে চেয়ারম্যান হলেন যারা

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৭ জুন ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ০৭ জুন ২০২৪, ১২:১৩ এএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে গত বুধবার ৬০টি উপজেলায় ভোট হয়। ভোট গণনা শেষে বিভিন্ন উপজেলায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফল ঘোষণা শুরু করেন। ৪৭টি উপজেলার ফলে দেখা গেছে, জয়ী প্রার্থীরা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

রাজশাহী জানায়, রাজশাহীর চারঘাটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান (মামুন) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাঘা উপজেলায় নির্বাচিত হয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. লায়েব উদ্দীন।

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন খায়রুল হুদা চপল। তিনি মটর সাইকেল প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আনারস প্রতীক নিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ পেয়েছেন ২৫ হাজার ২৫৪ ভোট। বিজয়ী খায়রুল হুদা চপল জেলা যুব লীগের আহŸায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের আপন ছোট ভাই।শান্তীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সাদাত মান্নান অভি। তিনি আনারস প্রতীকে ৪১ হাজার ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাইকেল প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ৩৮৬ ভোট। বিজয়ী সাদাত মান্নান অভি সাবেক পরিকল্পনা মন্ত্রী ও বর্তমান সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের ছেলে। মধ্যনগর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তিনি মটর সাইকেল প্রতীক নিয়ে ১২ হাজার ৮৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কাপ-পিরিচ প্রতীক নিয়ে সাইদুর রহমান পেয়েছেন ৯ হাজার ৯১৭ ভোট।

নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক। মহাদেবপুরে উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাসুদুর রহমান এবং মান্দা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

সখীপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ আজাদ। তিনি সখীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কাজী অলিদ ইসলাম। তিনি বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে এম গিয়াস উদ্দিন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।
বদরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা জানান, রংপুরের বদরগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী (সুইট)। এ নিয়ে তিনি টানা তৃতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। তারাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান (লিটন) জাতীয় পার্টির শাহিনুর ইসলামকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পার্বতীপুর ( দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পার্বতীপুরে বিজয়ী হয়েছেন মো. হাফিজুল ইসলাম প্রামাণিক। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. শুভন সরকার। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। কামারখন্দ উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মতিন চৌধুরী।

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. আমিনুল ইসলাম (শাহান)। তিনি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম ও গফরগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আশরাফ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সরিষাবাড়ি (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়িতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার।

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আবদুল মোতালেব তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাঙ্গাবালীতে জয় পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ঘোড়া) মু. সাইদুজ্জামান মামুন।
আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা জানান, বরগুনার আমতলীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সারোয়ার ও তালতলীতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।
উজিরপুর (বরিশাল) উপজেলা সংবাদদাতা জানান, বরিশালের উজিরপুর উপজেলা নির্বাচনে মো. হাফিজুর রহমান ইকবাল বিজয়ী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা জানান, বানারীপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও বাবুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারজানা বিনতে ওহাব বিজয়ী হয়েছেন।

দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে তাজওয়ার মোহাম্মদ ফাহিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রয়াত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজুর ছোট ছেলে ও বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিকের ছোট ভাই। ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতাউর রহমান। তিনি বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি। অন্যদিকে নন্দীগ্রামে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (রানা)। বগুড়ার শেরপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ জামাল সিরাজী।

কুমিল্লা : কুমিল্লার হোমনায় কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সদস্য রেহানা বেগম জয়ী হয়েছেন। তার স্বামী মো. আবদুল মজিদ কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। চৌদ্দগ্রামে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ।নাঙ্গলকোটে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাছার বাছির ভ‚ঁইয়া।

ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আলফাডাঙ্গায় বানা ইউপি যুবলীগের সভাপতি কাজী মনিরুল হক নির্বাচিত হয়েছেন। ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর বিজয়ী হয়েছেন। বাজিতপুরে চেয়ারম্যান হয়েছেন রেজাউল হক। তিনি আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। কুলিয়ারচর আবুল হোসেন বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

খুলনা : খুলনার দাকোপে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আবুল হোসেন, বটিয়াঘাটা উপজেলায় সুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোতাহার হোসেন এবং রূপসায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবুর রহমান জয়ী হয়েছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ১ লাখ ৩৫ হাজার টাকা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ১ লাখ ৩৫ হাজার টাকা

জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড. ইউনূস

জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড. ইউনূস

এবার প্রকাশ্যে এলো চবি ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক

এবার প্রকাশ্যে এলো চবি ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: ডিএমপি কমিশনার

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: ডিএমপি কমিশনার

অবশেষে স্বস্তির বৃষ্টি পঞ্চগড়ে

অবশেষে স্বস্তির বৃষ্টি পঞ্চগড়ে

সেনা কর্মকর্তা হত্যাকারীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে

সেনা কর্মকর্তা হত্যাকারীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে

সকল অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -চকরিয়ায় নারী সমাবেশে বক্তারা

সকল অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -চকরিয়ায় নারী সমাবেশে বক্তারা

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বান্দরবানে জামাতুল আনসারের ৩১ সদস্য কে ৪ মামলায় জামিন

বান্দরবানে জামাতুল আনসারের ৩১ সদস্য কে ৪ মামলায় জামিন

হামজাকে পাওয়ার আরও কাছে বাংলাদেশ

হামজাকে পাওয়ার আরও কাছে বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চায় পবিপ্রবির গ্রাজুয়েটবৃন্দ

বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চায় পবিপ্রবির গ্রাজুয়েটবৃন্দ

সোনারগাঁওয়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, আহত ৮

সোনারগাঁওয়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, আহত ৮

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

প্রকৃত আসামি ছাড়া কাউকে হয়রানি করা হবে না : ডিএমপি

প্রকৃত আসামি ছাড়া কাউকে হয়রানি করা হবে না : ডিএমপি

কুষ্টিয়ায় ভূমির অফিস সহায়ককে তুলে নেওয়ার অভিযোগ সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

কুষ্টিয়ায় ভূমির অফিস সহায়ককে তুলে নেওয়ার অভিযোগ সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে: ববি হাজ্জাজ

হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে: ববি হাজ্জাজ

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশ্বাস ত্রাণ উপদেষ্টার

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশ্বাস ত্রাণ উপদেষ্টার

বিদেশে যেতে অনুমোদন লাগবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের: আসিফ নজরুল

বিদেশে যেতে অনুমোদন লাগবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের: আসিফ নজরুল

বিদেশে যেতে প্রবাসী মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না

বিদেশে যেতে প্রবাসী মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না