সেনা কর্মকর্তা হত্যাকারীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম
কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানের সময়ে দুর্বৃত্তের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ বলেছেন, সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের খুনীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঃ কক্সবাজারের ডুলাহাজরা এলাকায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, সোমবার দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (৩৯ এসটি ব্যাটালিয়ান) নিহত হয়েছেন।
তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার ঘাড়ে ছুরি মেরে হত্যা করে। এ ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
মাওলানা ইউনুছ আহমাদ আরো বলেন, শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত অবস্থায় এই মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। এই অনাকাক্সিক্ষত ঘটনায় দেশে উদ্বেগ তৈরি হয়েছে। তিন পার্বত্য জেলাসহ সারাদেশে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশপ্রেমিক সেনাকর্মকর্তা তানজিম সারোয়ারের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেইসাথে দেশব্যাপী শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত যৌথবাহিনীকে সহায়তা করার জন্য দেশবাসী সকলের প্রতি তিনি আহ্বান জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস ড. গোলাম মহিউদ্দিন ইকরাম আজ মঙ্গলবার এক বিবৃতিতে কক্সবাজারে যৌথ অভিযানে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের হত্যাকা-ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব সন্ত্রাসীরা দেশ রাষ্ট্র জনগণের দুশমন। তিনি সেনা কর্মকর্তার খুনীদের অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। তিনি দেশপ্রেমিক নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের রুহের মাহফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। দেশপ্রেমিক নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের আত্মত্যাগ দেশবাসী কোনো দিন ভুলবে না বলেও উল্লেখ করেন। খেলাফত মজলিস ঃ গতকাল দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানের সময়ে দুর্বৃত্তের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের জন্য মহান আল্লাহ দরবারে মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, দেশের মানুষের নিরপাত্তার জন্য দায়িত্বপালনকালে তিনি জীবন উৎসর্গ করেন। তাঁর এই আত্মত্যাগকে জনগণ স্মরণে রাখবে। সেনা কর্মকর্তা হত্যাকারী সকল দুর্বৃত্তকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা সহ যৌথ বাহিনীর এসব অভিযান আরো জোরদারের আহ্বান জানাচ্ছি। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এই অভিযানে জনগণ প্রশাসনকের সর্বোচ্চ সহযোগীতা করবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন