ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
ফ্যাক্টরির মালিকরা গ্যাস পাইপের মাথায় শক্তিশালী কমপ্রেসার  লাগিয়ে রাতের বেলায় চোরাই লাইন থেকে গ্যাস টেনে নিয়ে যায়

গ্যাস সঙ্কটে নাকাল উত্তরাবাসী

Daily Inqilab মাসুদ পারভেজ (উত্তরা)

০৭ জুন ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ০৭ জুন ২০২৪, ১২:১৩ এএম

উত্তরার বাসা বাড়িতে চলছে গ্যাসের চরম সঙ্কট। অদৃশ্য কারণে গত একমাস যাবত সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত বাসা বাড়িতে চুলা জ্বলে না। এ সঙ্কটের কারণে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে দক্ষিণখান উত্তরখান ও হরিরামপুরের কয়েক লাখ মানুষ।

জানা যায়, প্রায় দশ লক্ষাধিক লোকের বসবাস ঢাকা-১৮ আসনের ১৭ টি ওয়ার্ডে। এর মধ্যে অবহেলিত উত্তরখান ও দক্ষিণখান এলাকার ৭টি ওয়ার্ডে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও পানিবদ্ধতার পাশাপাশি নতুন করে গ্যাস সঙ্কট যুক্ত হওয়ায় মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ সঙ্কটের কারণ হিসেবে এখানকার বাসিন্দারা অবৈধভাবে গড়ে উঠা ওয়াস ও ডায়িং ফ্যাক্টরীকে দায়ী করছেন। এখানকার স্থানীয় বাড়ির মালিকরা বলেন, এলোপাথাড়ি গড়ে উঠা অবৈধ ওয়াস ও ডায়িং ফ্যাক্টরীগুলোতে দিনে রাতে গ্যাস থাকে অথচ এলাকার বাসা বাড়িতে আমরা গ্যাস পাই না। গ্যাস সঙ্কটের কারণে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে এখানকার স্কুল কলেজের ছাত্র ছাত্রী, কোমলমতি শিশু শিক্ষার্থী , নিম্নআয়ের সাধারণ মানুষ ও গার্মেন্টস কর্মীরা। সকাল বেলা বাসা বাড়িতে গ্যাস না থাকার কারণে বেশির ভাগ পরিবারে রান্না হয় না। ফলে সকালের নাস্তা না খেয়েই কর্মস্থলে ছুটে যায় তারা।

এ বিষয়ে তিতাস ট্রাস্টমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-সহকারী প্রকৌশলী মো. নাজিম উদ্দিন ইনকিলাবকে বলেন, উত্তরার তুরাগ, উত্তরখান ও দক্ষিণখান এলাকার কোন ওয়াস এবং ডায়িং ফ্যাক্টরীতে অবৈধ গ্যাস সংযোগের তথ্য পেলে সংযোগ বিছিন্নসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন করতে তারা কাজ করছেন।

জানা যায়, ডিএনসিসির ৪৮ নং ওয়ার্ড সরদারবাড়ি, নগইড়াবাড়ী, হলান, সোনা খোলা ৪৭ নং ওয়ার্ড কোটবাড়ী, চৌয়ারীরটেক, ফায়দাবাদ, চালাবন ও পূব আজমপুর এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত লাইনে গ্যাস থাকে না। নতুন ওয়ার্ডের বহুতল ভবনের একাধিক বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা বলেন, গত ২ মাস যাবত সকাল সন্ধ্যায় বাসা বাড়ির চুলায় শো শো শব্দ শোনা যায় কিন্তু আগুন জ্বলে না। এখানকার বাসা বাড়ীতে গ্যাস সঙ্কটের কারণ হিসেবে তারা বলেন, ফ্যাক্টরীর মালিকেরা প্রভাব খাটিয়ে গ্যাস পাইপের মাথায় শক্তিশালী কমপ্রেসার লাগিয়ে রাতের বেলায় চোরাই লাইন থেকে গ্যাস টেনে নিয়ে যায়। সুত্রে জানা যায়, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই এসব ওয়াস ও ডায়িং ফ্যাক্টরী গড়ে উঠেছে। মালিকদের এহেন কার্যকলাপের কারণে এ এলাকার বাসা বাড়িতে গ্যাস সঙ্কট দিন দিন বেড়েই চলছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর উত্তরখান-বড়বাগ, রাজাবাড়ি, দোবাদিয়া, হেলাল মার্কেট, ময়নারটেক, তের মুখ, মাউসাইদ, উজামপুর দক্ষিণখান- নগইরাবাড়ী, হলান, প্রেমবাগান, কসাইবাড়ী, মোল্লারটেক, তুরাগ দলিপাড়া বাউনিয়া ও নলভোগ এলাকায় পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ ছোট বড় ওয়াস ও ডায়িং ফ্যাক্টরী। এ সব ফ্যাক্টরীর ময়লা পানিতে নষ্ট হচ্ছে পরিবেশ ও তুরাগ নদীর পানি। ২০১৯ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন ভাবে যুক্ত হওয়া এ সব ওয়ার্ড গুলোতে ভাড়া কম হওয়ায় যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদনহীন শত শত ওয়াশ ও ডাইং ফ্যাক্টরী। এ সব এলাকায় তিতাস গ্যাস, ওয়াসা ও ডেসকোর তদারকি না থাকায় অবৈধ ফেক্টরীর মালিকেরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তাদের বিরুদ্ধে বাড়িওয়ালারা কথা বলার সাহস ও পায় না। একাধিক সুত্রে জানা যায়, এসব ওয়াস ফ্যাক্টরী চালাতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ গ্যাস, পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর প্রয়োজন।

এসব চাহিদা মেটাতে তারা তিতাস গ্যাস কোম্পানীর লোকজনের সাথে আতাত করে গ্যাস পাইপের মুখে কমপ্রেসার লাগিয়ে চোরাইভাবে লাইন থেকে গ্যাস টেনে নিয়ে যায়। ফলে পুরো এলাকার বাসাবাড়ীতে গ্যাস সঙ্কট দেখা দেয়।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ বলেন, এলাকার চাহিদা অনুযায়ী গ্যাস লাইন নতুন করে সংস্কার কাজ চলছে। একই সাথে উত্তরার নতুন ওয়ার্ড গুলোর বিভিন্ন এলাকায় গ্যাসের পুরাতন পাইপগুলো সংস্কার কাজও চলছে, ধীরে ধীরে এ সমস্যা সমাধান হয়ে যাবে। তারা আরো বলেন, অবৈধভাবে কেউ লাইন থেকে গ্যাস টেনে নিয়ে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে এমন তথ্য পেলে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবৈধ গ্যাস সংযোগ বিষয়ে এখানকার একাধিক ওয়াস ও ডায়িং ফ্যাক্টরীর মালিক সেলিম ও সাগর বলেন তারা বৈধ সংযোগ নিয়ে ফ্যাক্টরী চালান। এছাড়াও অন্যান্য মালিকেরা বলেন তাদের প্রতিষ্ঠানে কোন অবৈধ গ্যাস সংযোগ নেই। ছাড়পত্রের জন্য তারা পরিবেশ অধিদপ্তরের আবেদন করেছে।

ভাড়াটিয়ারা অভিযোগ বলেন, প্রতিমাসে তারা প্রতিটি ডাবল চুলার বিল পরিশোধ করছেন, এখানকার বাড়ীওয়ালারা প্রতি বছর বাড়ি ভাড়া বৃদ্ধি করছেন, গ্যাস বিল, পানি বিল ও বিদ্যুত বিল ভাড়াটিয়াকেই পরিশোধ করতে হয়।পাশাপাশি ময়লার বিল ও সিলিন্ডার গ্যাস কিনতে হয়। সামান্য বেতনে চাকুরি করে কিভাবে আমরা জীবন করছি দেখার কেউ নেই।

এবিষয়ে ডিএনসিসির ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন বলেন, উত্তরখান এলাকাকে ঢেলে সাজাতে মেঘা প্রকল্পের কাজ চলছে। এখানকার বিভিন্ন ফ্যাক্টরীতে অবৈধ গ্যাস সংযোগ ও রয়েছে, যার ফলে দিনের বেলায় বাসা বাড়িতে গ্যাস সঙ্কট সৃষ্টি হয়। তিনি আরো বলেন, নতুন ওয়ার্ডে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি গ্যাস পাইপ সংস্কারের কাজ ও চলছে।

সব কিছু ঠিক থাকলে আগামী দুই- তিন মাসের মধ্যে এ এলাকায় গ্যাস সঙ্কট দূর হবে। ভুক্তভোগীরা জানান, মাসের পর মাস এভাবে গ্যাস সঙ্কট চলতে থাকলে নিম্ন আয়ের সাধারণ মানুষ আরোবেশি ক্ষতিগ্রস্থ হবে। অনুসন্ধানে জানা যায়,এসব ফ্যাক্টরীর মালিকগণ বড় কর্তাদেরকে ম্যনেজ করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন যাবত অবৈধভাবে ব্যাবসা চালিয়ে আসছে।

তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ড নলভোগ এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লাইনে গ্যাস থাকেনা। আবার কখনো কখনো সন্ধ্যা থেকে রাত ১০-১১ পর্যন্ত গ্যাস সরবরাহ কম থাকে। উত্তরখান থানার ৪৫ নং ওয়ার্ড বালুমাঠ জামতলা,মিয়াবাড়ি তালতলা, হেলাল মার্কেট, মাজারপাড়া,গাজীপাড়া, আর্মি সোসাইটি, চেরাগীপাড়া এলাকার বাড়ীর মালিক ও ভাড়াটিয়ারা জানান, প্রতিমাসে সরকারি হিসেবে গ্যাস বিল দিলেও দিনের বেশীর ভাগ সময় লাইনের গ্যাস পায় না তারা। নিরুপায় হয়ে তারা ১৪০০/ ১৫০০ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনে প্রয়োজন মিটায়।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ১ লাখ ৩৫ হাজার টাকা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ১ লাখ ৩৫ হাজার টাকা

জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড. ইউনূস

জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড. ইউনূস

এবার প্রকাশ্যে এলো চবি ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক

এবার প্রকাশ্যে এলো চবি ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: ডিএমপি কমিশনার

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: ডিএমপি কমিশনার

অবশেষে স্বস্তির বৃষ্টি পঞ্চগড়ে

অবশেষে স্বস্তির বৃষ্টি পঞ্চগড়ে

সেনা কর্মকর্তা হত্যাকারীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে

সেনা কর্মকর্তা হত্যাকারীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে

সকল অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -চকরিয়ায় নারী সমাবেশে বক্তারা

সকল অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -চকরিয়ায় নারী সমাবেশে বক্তারা

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বান্দরবানে জামাতুল আনসারের ৩১ সদস্য কে ৪ মামলায় জামিন

বান্দরবানে জামাতুল আনসারের ৩১ সদস্য কে ৪ মামলায় জামিন

হামজাকে পাওয়ার আরও কাছে বাংলাদেশ

হামজাকে পাওয়ার আরও কাছে বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চায় পবিপ্রবির গ্রাজুয়েটবৃন্দ

বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চায় পবিপ্রবির গ্রাজুয়েটবৃন্দ

সোনারগাঁওয়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, আহত ৮

সোনারগাঁওয়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, আহত ৮

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

প্রকৃত আসামি ছাড়া কাউকে হয়রানি করা হবে না : ডিএমপি

প্রকৃত আসামি ছাড়া কাউকে হয়রানি করা হবে না : ডিএমপি

কুষ্টিয়ায় ভূমির অফিস সহায়ককে তুলে নেওয়ার অভিযোগ সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

কুষ্টিয়ায় ভূমির অফিস সহায়ককে তুলে নেওয়ার অভিযোগ সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে: ববি হাজ্জাজ

হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে: ববি হাজ্জাজ

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশ্বাস ত্রাণ উপদেষ্টার

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশ্বাস ত্রাণ উপদেষ্টার

বিদেশে যেতে অনুমোদন লাগবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের: আসিফ নজরুল

বিদেশে যেতে অনুমোদন লাগবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের: আসিফ নজরুল

বিদেশে যেতে প্রবাসী মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না

বিদেশে যেতে প্রবাসী মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না