আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে, ধাক্কা দিলেই পড়ে যাবে : ওবায়দুল কাদের
২১ জুন ২০২৪, ০৫:২৯ পিএম | আপডেট: ২১ জুন ২০২৪, ০৫:৩০ পিএম
ক্ষমতাসীন আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল হিসেবে দেশের মানুষের কাছে তুলে ধরার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগবিরোধী অপপ্রচারে কিছু গণমাধ্যমও জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে, ধাক্কা দিলেই পড়ে যাবে- এমন মন্তব্য করে তিনি বিরোধীদের হুঁশিয়ার করেছেন। শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে চারটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে এই সমাবেশের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা জানেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজ নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বেলা ২টায়। আমি বিমানবন্দরে নেত্রীকে বিদায় জানাতে গিয়েছিলাম। তিনি ডেকে বললেন, আজ আমাদের র্যালি কখন শুরু হবে? আমি বললাম, ৪টার পর আমরা শুরু করব। আমি যা ভেবেছিলাম, বাস্তবে দেখছি ভিন্ন এক দৃশ্য। সারা ঢাকা শহর বেলা ২টার পর মিছিলে মিছিলে ঝড় তুলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে৷ নেত্রী আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন। আমিও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শোভাযাত্রাই আমাদের মূল উদ্দেশ্য।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে যারা আন্দোলনের হুমকি দিচ্ছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ।
আমাদের শিকড় বাংলাদেশের মাটি। অনেক গভীরে। কচু পাতার উপর শিশির বিন্দু আওয়ামী লীগ নয় যে, একটি খোচা লাগলে পড়ে যাবে। ধাক্কা লাগলে পড়ে যাবে, এমন দল আওয়ামী লীগ নয়।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন করবেন? ২৮ অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো? বিএনপি আন্দোলন, এক দফা আন্দোলন ভুয়া। বিএনপি হচ্ছে ভুয়া। এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নাই। আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’ কাদের বলেন, ‘যে আন্দোলনে জনগণ নাই, সে আন্দোলন, আন্দোলন নয়। আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামেন, আগুন সন্ত্রাস, হত্যা, খুনের রাজনীতি করেন, আমরা রাজপথে আছি। আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।’ গুজবের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। ফখরুলরা আজকে গুজব ছড়াচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে গুজব ছড়াচ্ছে। পুলিশের ওপর আক্রমণ করছে৷ সেনাবাহিনীর প্রতিও তাদের সেই মতলব আছে। তারা আজকে গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল বানানোর চক্রান্ত চালাচ্ছে।' আওয়ামী লীগবিরোধী অপপ্রচারে গণমাধ্যমও জড়িত জানিয়ে তিনি বলেন, 'কিছু কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে, শেখ হাসিনার নেতৃত্বে আছে। আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। শেখ হাসিনার সৎ সাহস আছে।' শোভাযাত্রা অংশ নিতে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমূখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ড.মিজানুর রহমান আজহারীর মাহফিলকে সফল করতে শেষ পর্যায়ের কাজ চলছে
জোকোভিচের সেমি-ফাইনাল শেষ প্রথম সেটেই
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
জেলেনস্কি 'চুক্তি করতে প্রস্তুত', দাবি ট্রাম্পের
কুষ্টিয়ার পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা
ওবায়দুল কাদেরের বোনের মৃত্যু
ক্যালিফোর্নিয়া থেকে 'ক্লাইমেট হেভেন' এ পাড়ি, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন
ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় সমন্বয়ক আহত, হত্যা চেষ্টা ব্যার্থ
শনিবার দ্বিতীয় দফায় ৪ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার বিনিময়ে কানাডাকে যে প্রস্তাব দিলেন ট্রাম্প
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত আবদুল্লাহ
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে উদ্বেগ প্রকাশ
বিশ্বজুড়ে জলবায়ু বিপর্যয়ে শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে: ইউনিসেফ
এবার মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড পাচ্ছেন সউদী রাষ্ট্রদূত
সারাক্ষণ ভূমিকম্প অনুভব করি: পরীমণি