জোকোভিচের সেমি-ফাইনাল শেষ প্রথম সেটেই
২৪ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০১:১৪ পিএম
১ ঘণ্টা ২১ মিনিটের প্রথম সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষ করলেন কোনো মতে। এরপর আর চালিয়ে নেওয়ার মতো শক্তি পেলেন না নোভাক জোকোভিচ। বাঁ পায়ে চোট পাওয়ায় প্রথম সেট হারের পর নিজেকে প্রত্যাহার করে নিলেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্বিয়ান কিংবদন্তি। তাতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেলেন জার্মান তারকা আলেক্সান্ডার জভেরেভ।
রড রেভার অ্যারেনায় শুক্রবার প্রথম সেটে ৭-৬ (৭-৫) গেমে হারের পর সরে দাঁড়ান জোকোভিচ। তার সরে দাঁড়ানোটা যেন বিশ্বাস হচ্ছিল না জভেরেভের। তবে কিংবদন্তির প্রতি সম্মান জানাতে ভোলেননি তিনি। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠার উচ্ছ্বাসের মাঝেই কোর্টে দাঁড়িয়ে জোকোভিচকে জানান সম্মান।
সেমি-ফাইনাল থেকে সরে দাঁড়ানোয় জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিযান দীর্ঘায়িত হলো আরও। ২০২৩ সালে অস্ট্রেলিয়ান, ফরাসি ও ইউএস ওপেন জিতেছিলেন তিনি। গত বছর অলিম্পিকসের সোনা জিতে চক্র পূরণ করলেও কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি।
চোট নিয়ে ব্যাগ গুছিয়ে জোকোভিচ যখন মাঠ ছাড়েন তখন দর্শরা তাকে দুয়ো দিচ্ছিল। ৩৭ বছর বয়সী তারকা প্রতিউত্তরে দুই হাতের বুড়ো আঙুল তুলে ইতিবাচক ভঙ্গি করেন। সরে দাঁড়ানোর পর জোকোভিচ বলেন, ‘প্রথম সেট শেষে ব্যথা ক্রমেই বাড়ছিল। এই মুহূর্তে এটা সামলে (খেলার মতো) পরিস্থিতিতে আমি নেই। আমি জানতাম প্রথম সেট জিতলেও দুই, তিন কিংবা চার ঘণ্টা তার সঙ্গে লড়াইয়ের পাহাড় পার হতে হতো, যেটা আজ আমার ভেতরে নেই।’
জোকোভিচের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা ছিল ম্যাচের আগে থেকেই। শুক্রবার তিনি রড লেভার অ্যারেনায় পা রাখেন বাঁ উরু স্ট্র্যাপিং করে। কোয়ার্টার ফাইনালেও ম্যাচ চলাকালীন সময়ে মেডিকেল ট্রিটমেন্ট নিতে হয়েছিল জোকোভিচকে। প্রথম সেটে খেলার মাঝে মেডিকেল টাইম আউট নিয়ে পায়ে ইনজুরি টেপ মেরে কোর্টে ফিরেছিলেন। আজ সেমিফাইনালেও তাঁর বাঁ পায়ে বেশ ভালোমতো ইনজুরি টেপ মারা ছিল। এদিন ম্যাচের শুরুতে অবশ্য চোটের ছাপ ছিল না তার খেলায়। তবে সেটের শেষ দিকে দৃশ্যমান হয়ে ওঠে তার অস্বস্তি।
কিংবদন্তির প্রতি দর্শকদের দুয়ো ভালোভাবে নেননি জভেরেভ। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘সবার আগে যে কথাটা বলতে চাই, দয়া করে চোটের কারণে কোনো খেলোয়াড় সরে দাঁড়ালে তাকে দুয়ো দেবেন না। জানি সবাই অর্থ খরচ করে টিকিট কিনেছেন এবং পাঁচ সেটের দারুণ ম্যাচ দেখতে চান সবাই। কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে গত ২০ বছর ধরে নোভাক জোকোভিচ টেনিসকে সর্বস্ব নিংড়ে দিয়েছেন। তিনি এই টুর্নামেন্ট তলপেটের চোট নিয়ে জিতেছেন, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে জিতেছেন। তার এই ম্যাচে খেলা চালিয়ে যেতে না পারার অর্থ হলো, সত্যি সত্যিই ম্যাচটা চালিয়ে নেওয়া তার পক্ষে ছিল অসম্ভব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দীর্ঘত্যাগের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে : ডা. রফিক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অবকাশে এখন কক্সবাজার-রাজনৈতিক মহলে বেশ আলোচনা
প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে খুবি শিক্ষার্থী নিহত
সাংবাদিক আনিসের ওপর হামলার ঘটনায় সোনারগাঁ প্রেস ক্লাবের নিন্দা
রাউজানে জুমার নামাজে যাবার পথে দিবালোকে গুলি করে ব্যবসায়িকে হত্যা
শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান, সম্পাদক লিটন
পাবিপ্রবির এক শিক্ষার্থীকে ছাত্রদল কর্মীদের মারধরের অভিযোগ
ছাত্র হত্যার আসামী ধরতে যাওয়া পুলিশের উপর হামলা-মারধর
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, মহাসচিব শরফ উদ্দিন
শেরপুরে ছাত্রদল নেতা সাদিদের উদ্যোগে কোকোর মৃত্যুবার্ষিকী পালন
গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারী
মতলবে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
জুলাই অভ্যুত্থানের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব -তথ্য সচিব
'গাছে কাঁঠাল, গোঁফে তেল' কাদের উদ্দেশ্যে বললেন মির্জা আব্বাস
আল্লামা আব্দুল হামিদ গুরুতর আহত
স্ত্রীকে সভাপতি করতে বিএনপির দলীয় প্যাডে পাঁচ নেতার সুপারিশ
ফের বিশ্বমঞ্চে ড. ইউনূসের বাজিমাত, এক সফরেই পঞ্চাশের বেশি বৈঠক
ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৫ পুলিশ
গোয়ালন্দে ওসির মধ্যস্ততায় সাদপন্থী ও জুবায়ের পন্থি মুসুল্লিদের মধ্যে উত্তেজনার অবসান