প্রবাসী সচিবের একগুঁয়েমি সিদ্ধান্তে সৌদি-গামী কর্মীরা বিপাকে!
২৫ জুন ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৫ জুন ২০২৪, ১২:০৫ এএম
গত ১৩ জুন থেকে সৌদি গমনেচ্ছু একক ভিসার কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যু বিনা নোটিশে বন্ধ করে দেয়া হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনের একক সিদ্ধান্তে প্রবাসী প্রতিমন্ত্রী মো. শফিকর রহমান চৌধুরীকে অবহিত না করেই বিএমইটিতে সৌদি গমনেচ্ছুদের বহির্গমন ছাড়পত্র ইস্যু কার্যক্রম দূতাবাসের সত্যায়নের অজুহাতে বন্ধ করে দেয়া হয়। এতে শত শত রিক্রুটিং এজেন্সির অধীনে সৌদি গমনেচ্ছু হাজার হাজার কর্মী বহির্গমন ছাড়পত্র না পেয়ে চরম হতাশার সম্মুখীন হয়। অনেক কর্মী ঈদুল আজহার সময়ে সৌদি-মুখীর কম টাকায় টিকিট কেটেও বহির্গমন ছাড়পত্র না পেয়ে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
বিএমইটির সূত্র জানায়, যুগ যুগ ধরে ২৪টি সৌদির ভিসার নীচে একক ভিসা দূতাবাসের কোনো প্রকার সত্যায়ন ছাড়াই বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র দেয়া হয়। এ প্রক্রিয়ায় গত ১ মে থেকে ৩১ মে পর্যন্ত বিএমইটি থেকে ৫৩ হাজার ২৫৪ জন সৌদিগামী কর্মী বহির্গমন ছাড়পত্র লাভ করে দেশটিতে যায়। গত ১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত পূর্বের ন্যায় ২৫ হাজার ১২৪ জন কর্মী সৌদির বহির্গমন ছাড়পত্র লাভ করে। কিন্ত ১৩ জুন দুপুর পর্যন্ত সৌদিগামীদের বহির্গমন ছাড়পত্রের ফাইলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর হবার পরেই হঠাৎ করে প্রবাসী সচিবের তুঘলকি সিদ্ধান্তে সউদী গমনেচ্ছু হাজার হাজার একক ভিসার কর্মীর বহির্গমন ছাড়পত্র আটকে দেয়া হয়। এতে সৌদি-গামী কর্মীরা চরম বিপাকে পড়েন। ভুক্তভোগী কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দায়িত্বহীন ব্যক্তিদের একগুঁয়েমির সিদ্ধান্তের দরুন সৌদির শ্রমবাজার নিয়ে নানা সঙ্কটের সৃষ্টি হয়। এতে বহু ট্রাভেল এজেন্সি সউদীগামী কর্মীদের লাখ লাখ টাকার অফেরৎযোগ্য টিকিট কিনে চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছে। সৌদি-গামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র বন্ধ করে দেয়ায় ক্রয়-কৃত টিকিট বাতিল হলেও টাকা ফেরত পাওয়া যায়নি।
সৌদি একক ভিসার বহির্গমন ছাড়পত্র ইস্যু বন্ধ থাকায় গত ১৩ জুন থেকে আজ সোমবার পর্যন্ত সৌদি-গামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যু হয়েছে অধিকাংশ মহিলাদের মাত্র ২ হাজার ৮৬৪টি। সৌদির একক বহির্গমন ছাড়পত্র বন্ধ থাকায় গত ১৯ জুন থেকে আহ পর্যন্ত সৌদির বহির্গমন ছাড়পত্র ইস্যু হয়েছে মাত্র ১শ’ ৮টি। এদিকে, আজ সোমবার বায়রার সভাপতি আবুল বাসারের নেতৃত্বে বায়রার শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল প্রবাসী প্রতিমন্ত্রী শফিকর রহমান চৌধুরীর সাথে তার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি বৈঠকে মিলিত হলে সউদীগামী একক বহির্গমন ছাড়পত্র ইস্যু বন্ধের কারণে সৃষ্ট সঙ্কট দ্রুত নিরসনের জোর দাবি জানানো হয়। বৈঠকে প্রবাসী সচিব রুহুল আমিন, বিএমইটির ডিজি সালেহ আহমদ মোজাফফর, বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মো.ফখরুল ইসলাম, রিয়াজ উল ইসলাম, নোমান চৌধুরী, বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন উপস্থিত ছিলেন। বৈঠকে সউদী একক ভিসার বহির্গমন ছাড়পত্র ইস্যু অহেতুক-ভাবে বন্ধ করায় জনশক্তি রফতানিতে প্রতিবন্ধকতার সৃষ্ট হয়। এমন বিষয়টি অনুধাবন করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকর রহমান চৌধুরী আগামীকাল মঙ্গলবার থেকে পূর্বের ন্যায় সৌদির একক ভিসা দূতাবাসের সত্যায়ন ছাড়াই ইস্যু করার সিদ্ধান্ত দেন। এতে বায়রা নেতৃবৃন্দ প্রবাসী প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। বায়রা নেতৃবৃন্দ বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে ভবিষ্যতে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান। মিটিংয়ে অংশ নেয়া একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জিল বাংলা সুগার মিলে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৮
আটঘরিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক : বার সভাপতি ব্যারিস্টার খোকন
দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামের মতবিনিময়
ঘরে তালা দিয়ে বোনকে তাড়িয়ে দেন দুই ভাই
নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে আবার বঞ্চিত হবে জনগণ: মির্জা ফখরুল
ইবির প্রধান ফটকে বাস ভাঙচুর, সমন্বয়ক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
বাউফলে সড়ক দুর্ঘটনায় ও লঞ্চের ধাক্কায় নিহত ২
ঝালকাঠিতে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান রাজুর ওপর ছাত্রলীগের হামলায় প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামায়াত-শিবিরকে বস্তায় ভরে পাকিস্তানে পাঠানোর ঘোষণা দেওয়া সুন্দরগঞ্জের সেই ইউপি চেয়ারম্যান জহুরুল কারাগারে
সখিপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার
ভারত সফরে যাচ্ছেন বিদ্যুৎ উপদেষ্টা
হালুয়াঘাটে চোরাচালানের সময় ভারতীয় জিরা ও গরু আটক করেছে বিজিবি
‘জাতিকে একটি সুন্দর নিরপেক্ষ সংসদ নির্বাচন উপহার দিতে পারবো’
এবার টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণে চাপ
ঘুষের টাকা প্রতিমাসে ব্যাংকের মাধ্যমে নিতেন আলাউদ্দিন নাসিম
শেরপুরে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই উদ্ধার, আটক-১
পীরগঞ্জে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, জনজীবন বিপর্যস্ত
পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে : হাসনাত