এবার কালীগঞ্জের গুদামে ঢুকছে সিন্ডিকেটের ধান
২৫ জুন ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৫ জুন ২০২৪, ১২:০৫ এএম
ঝিনাইদহের কালীগঞ্জে ভিজিএফ কর্মসুচির চাল পাচারের রেশ কাটতে না কাটতে এবার খাদ্য গুদামে ঢোকানো হচ্ছে সিন্ডিকেটের ধান। সরকার নির্ধারিত মূল্যে উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান না নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে এই ধান কিনে খাদ্য গুদামে ঢোকানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কালীগঞ্জের দুলালমুন্দিয়া গ্রামের আরিফুজ্জামান নামে এক সিন্ডিকেট ব্যবসায়ীর সোমবার প্রায় ৪৫০ বস্তা ধান লটারিতে বিজয়ী দেখিয়ে কৃষকের নামে গুদামে সরবরাহ করেছেন। আর এ কাজে সহায়তা করেছেন কালীগঞ্জ খাদ্য গুদামের ওসিএলএসডি নাইমুল ইসলাম।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের পিছনের একটি নির্জন জঙ্গলের মধ্যে সিন্ডিকেটের কেনা এই ধান ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৭০৩) থেকে আনলোড করা হচ্ছিল। এ নিয়ে কালীগঞ্জে তোলপাড় শুরু হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, জঙ্গলের মধ্যে একটি ট্রাক থেকে খাদ্য অধিদফতরের স্টিকার লাগানো বস্তা থেকে ৪৫০ বস্তা ধান নামানো হচ্ছে। এই ধান কালীগেঞ্জর কৃষকদের কাছ থেকে না কিনে নড়াইল থেকে আনা হয়েছে। ট্রাক থেকে নামিয়ে সেখান থেকে ট্রলিতে করে কালীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে প্রবেশ করানো হচ্ছে। এ সময় জঙ্গলের মধ্যে প্রায় ৪০০টি খাদ্য অধিদফতরের স্টিকার লাগানো বস্তা পড়ে থাকতে দেখা গেছে।
ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের দফতর থেকে জানা গেছে, চলতি বোরো মৌসুমে লটারিতে বিজয়ী ৫৫৮ জন কৃষকের কাছ ১৬৭৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রতি কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান গুদামে দিতে পারবেন। সরকার এ বছর ১২৮০ দরে প্রতি মন ধান কিনছে। এখন পর্যন্ত ৫০% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
কৃষকদের একটি সুত্র জানায়, প্রতিবছরই এই ধান প্রকৃত কৃষকের কাছ থেকে না কিনে সিন্ডিকেটের মাধ্যমে গুদামে ধান প্রবেশ করানো হয়। এরসাথে কালীগঞ্জ খাদ্য গুদামের ওসিএলএসডি নাইমুল ইসলামসহ অসাধু কিছু কর্মকর্তা জড়িত। তবে ধান কেনা হয় সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু বিল হয় কৃষকের নামে। অগ্রণী ব্যাংক থেকে এ বিল প্রদান করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল ইসলাম প্রথমে বিষয়টি অস্বীকার করেন। এরপর তিনি জানান, কিছু ধান গুদামে ঢুকেছিল সেগুলো ফেরত দেয়া হয়েছে। তিনি বলেন, খাদ্য অধিদফতরের এই বস্তা বাইরে কিনতে পাওয়া যায়। জঙ্গলে পাওয়া বস্তা গুদাম থেকে দেয়া হয়নি।
কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহদী হাসান শিহাব ইনকিলাবকে বলেন, সকালে বিষয়টি তিনি শুনেছেন। এভাবে ধান ক্রয় করার কোন সুযোগ নেই। সোমবার সকালে যে ধান গুদামে ঢুকেছে এই ধানের কোন বিল দেয়া হবে না। ধান ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, বিষয়টি শুনে তিনি খাদ্য গুদামে গিয়েছিলেন এবং প্রকৃত লটারিতে বিজয়ী কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার নির্দেশ দিয়েছেন। সকালে গুদামে প্রবেশ করা ধানগুলো ফেরত দেয়ার জন্য বলে এসেছি।
রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় এনআইডি সেবা সহজ করতে বিশেষ নজর ইসির
কক্সবাজার জেলা সংবাদদাতা
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের কারণে নতুন ভোটার হতে ভোগান্তিতে পড়তে হয়েছিল চট্টগ্রামের স্থানীয় বাসিন্দাদের। এই ভোগান্তি লাগবে নতুন উদ্যেগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে এ অঞ্চলের সাধারণ মানুষদের ভোটার নিবন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠান ও বৈধ কাগজ থাকলে তাদের রোহিঙ্গা ক্যাটাগরিতে না ফেলে নিবন্ধন সহজ করার তাগিদ দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
চট্টগ্রামের কক্সবাজার জেলায় ২০১৮ সালে রোহিঙ্গারা আসার পর থেকে সাধারণ মানুষ যথাযথ কাগজপত্র দিয়েও বিশেষ কমিটির ছাড়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম ওঠাতে পারতো না। ফলে অনেক নাগরিক তাদের জরুরি কাজে জাতীয় পরিচত্র ছাড়া ভোগান্তিতে পড়েন।
স¤প্রতি ইসির মাসিক সমন্বয় সভায় নতুন সচিব শফিউল আজিম চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় বাসিন্দা যারা নতুন ভোটার হতে চায় তাদের ভোগান্তির কথা বিবেচনা নতুন সিদ্ধান্ত নেন।
এর আগে রোহিঙ্গা ভোটার ঠেকাতে চট্টগ্রাম অঞ্চলের ৩২টি উপজেলাকে বিশেষ এলাকা হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশন। এসব উপজেলায় নিবন্ধন কার্যক্রম যাচাই-বাচাই করার জন্য একটি ১৫ সদস্যর কমিটি গঠন করা হয়। ফলে চট্টগ্রামের অনেক বাসিন্ধা চাইলেই ভোটার তালিকায় তাদের নাম সংযুক্ত করে ভোগান্তিতে পড়তে হয়। ভোগান্তি কমাতে প্রয়োজনে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের আবাস দিয়েছে ইসি।
সভা সূত্রে জানা গেছে, ইসি সচিব শফিউল আজিম সভায় কর্মকর্তাদের এই বিষয়ে একাধিক নির্দেশনা দেন। কর্মকর্তাদের তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে ইসির বিশেষ এলাকার যেসব নাগরিকের একাডেমিক সনদ বা বৈধ কাগজপত্র আছে তাদের সন্দেহভাজন রোহিঙ্গাদের মতো একই ক্যাটাগরিতে না ফেলে তাদের ভোটার নিবন্ধন সহজ করতে হবে।
শফিউল আজিম বলেন, এ অঞ্চলের বিশেষ এলাকায় ভোটার নিবন্ধন কার্যক্রমে যে কমিটি রয়েছে তা পুনর্গঠন ও তাদের কার্যপরিধি হালানাগাদ প্রয়োজন। এজন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে হালানাগাদের সুপারিশসহ দু’সপ্তাহের মধ্যে প্রতিবেদন নির্বাচন কমিশন পাঠাতে হবে।
সেই সঙ্গে এনআইডি সংশোধনে হয়রানির বিষয়ে ইসি সচিব বলেন, জাতীয় পরিচয় পত্র সেবা সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অনিয়মের তদন্ত প্রতিবেদন দ্রæত সময়ের মধ্য শেষ করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আটঘরিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামের মতবিনিময়
ঘরে তালা দিয়ে বোনকে তাড়িয়ে দেন দুই ভাই
নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে আবার বঞ্চিত হবে জনগণ: মির্জা ফখরুল
ইবির প্রধান ফটকে বাস ভাঙচুর, সমন্বয়ক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
বাউফলে সড়ক দুর্ঘটনায় ও লঞ্চের ধাক্কায় নিহত ২
ঝালকাঠিতে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান রাজুর ওপর ছাত্রলীগের হামলায় প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামায়াত-শিবিরকে বস্তায় ভরে পাকিস্তানে পাঠানোর ঘোষণা দেওয়া সুন্দরগঞ্জের সেই ইউপি চেয়ারম্যান জহুরুল কারাগারে
সখিপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার
ভারত সফরে যাচ্ছেন বিদ্যুৎ উপদেষ্টা
হালুয়াঘাটে চোরাচালানের সময় ভারতীয় জিরা ও গরু আটক করেছে বিজিবি
‘জাতিকে একটি সুন্দর নিরপেক্ষ সংসদ নির্বাচন উপহার দিতে পারবো’
এবার টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণে চাপ
ঘুষের টাকা প্রতিমাসে ব্যাংকের মাধ্যমে নিতেন আলাউদ্দিন নাসিম
শেরপুরে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই উদ্ধার, আটক-১
পীরগঞ্জে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, জনজীবন বিপর্যস্ত
পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে : হাসনাত
তরুণ প্রজন্মকে মাদক থেকে দুরে থাকতে হবে: মাহমুদা জাহান
প্রথমবারের মতো সিনেমায় আসছে মোশাররফ করিমের গান 'ভালো লাগে না'