শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর সমাবেশে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি
১২ জুলাই ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১২ জুলাই ২০২৪, ১২:০২ এএম
চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষায় ফেরার আহ্বান জানিয়ে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা’ শীর্ষক ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশে সংগঠনের শীর্ষ তিন নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এতে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাজু ভাস্কর্যের কাছাকাছি অপেক্ষাকৃত ভালো জায়গায় দাঁড়ানোকে কেন্দ্র করে এই হাতাহাতির সূত্রপাত ঘটে।
সমাবেশে উপস্থিত প্রত্যক্ষদর্শী সূত্রে এবং এক ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, রাজু ভাস্কর্যের পাদদেশে অপেক্ষাকৃত কাছাকাছি ভালো স্থানে দাঁড়ানো নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। এরমধ্যে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারীদেরও অংশ নিতে দেখা যায়। এ সময় তাদেরকে পরস্পর কিল- ঘুষি ও হেলমেট দিয়ে পরস্পরকে মারধর করতেও দেখা যায়।
হাতাহাতি চলা অবস্থায় রাজু ভাস্কর্যের পাদদেশে বক্তব্য রাখছিলেন ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন। পাশেই ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। হাতাহাতি নিয়ে হট্টগোল তৈরি হলে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। তাৎক্ষণিক সৈকত মঞ্চ থেকে নেমে গিয়ে নেতাকর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এবং ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্লোগান দিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করেন।
পরে সভাপতির বক্তব্য দেওয়ার শুরুতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেনকে বলতে শোনা যায়, ‘স্লোগান থামান, স্লোগানের চেয়ে ডিসিপ্লিন জরুরি। আর সেই ডিসিপ্লিনের কী অবস্থা সেটা আমরা দেখেছি। সংগঠনের ডিসসিপ্লিন না মানলে আমরা সময়মতো ব্যবস্থা নেব। সংগঠন কারো মামার বাড়ির আবদার নয়। আমরা খোঁজ রাখছি, কাউকে ছাড় দেওয়া হবে না।’
প্রত্যক্ষদর্শীরা জানায় তুলনামূলক ভালো জায়গায় অবস্থান নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হেলমেট নিয়ে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী অন্য গ্রুপের উপর হামলা চালায়। পরে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গিয়ে তাদের থামায়।
জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ইনকিলাবকে বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আজকে আমাদের ছাত্রলীগের বিরাট সমাবেশ হয়েছে। সেখানে গায়ে গা লাগা নিয়ে ধাক্কাধাক্কির মাঝে সামান্য কথা-কাটাকাটি হয়েছে। আমরা তাৎক্ষণিক তাদের নিবৃত্ত করে দিয়েছি।
সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ আশপাশের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ১১ বিঘা জমি ১৮ বছর পর উদ্ধার
‘ওবায়দুল কাদেরের প্রশ্রয়ে কাদের মির্জা এলাকাকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল’
ঝিনাইদহে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
শেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ভোটার হালনাগাদে রোহিঙ্গা বিষয়ে সতর্ক থাকার নির্দেশ ডিসি : ফৌজিয়া খান
সরাসরি ইলিশ বিক্রি করলে দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা
চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ধারায় বরিশাল
"১৯ বছর পর রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফাইনাল, মাঠে হেলিকপ্টারে খেলোয়াড়দের আগমন"
বরিশালে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা
কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
চুপিসারে বিয়ে করলেন সংগীত তারকা দর্শন রাওয়াল
বিডিআর হত্যাকাণ্ড : বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে নেই সতর্ক চিহ্ন, বাড়ছে দুর্ঘটনা
ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল
একশ’ মিটার ব্রিজ না থাকায় ১৫ কিলোমিটার ঘুরপথ, দুর্ভোগে শিক্ষার্থীসহ লাখো মানুষ
জাপানি ভাষার লেভেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসবে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
আলফাডাঙ্গায় মধুমতী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ করলেন ভ্রাম্যমাণ আদালত
কাউখালীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও বরের ৭ দিনের কারাদণ্ড