ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার কোটা আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে
১৬ জুলাই ২০২৪, ০৬:১৫ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৪, ০৬:১৫ পিএম
কোটা আন্দোলনকারীদের পদচারণায় আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার। বারবার উত্তেজনা দেখা যাচ্ছে। আন্দোলনকারীরা লাঠিসোটা, জিআই পাইপ, গাছের ডাল যা হাতে পেয়েছে তা নিয়ে রুখে দাঁড়িয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে। শেষ খবর অনুযায়ী ছাত্রলীগ এই মুহূর্তে টিএসসি এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল তিনটার আগে থেকে পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগদান করতে কোটা আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে। তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এই মুহূর্তে কেন্দ্র শহীদ মিনারে প্রায় দুই থেকে তিন হাজার শিক্ষার্থী অবস্থান করছে। সবার হাতে লাঠিসোটা দেখা যাচ্ছে। শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়েছে শত শত আন্দোলনকারী। তারা স্লোগানে দিচ্ছেন— ‘হই হই রই রই, ছাত্রলীগের সন্ত্রাসীরা গেল কই’; ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার।’ থেকে থেকে আন্দোলনকারীদের মাঝে উত্তেজনা উঠছে। কখনো পলাশী, আবার কখনো টিএসসি রাস্তা থেকে ছাত্রলীগের কর্মীরা এগিয়ে আসার চেষ্টা করলে স্লোগান দিয়ে তাদের ধাওয়া করছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে আমরা ফিরব না। ছাত্রলীগ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় টোকাই ভাড়া করে মেধাবী ছাত্র-ছাত্রীদের পিটিয়েছে। এটা কোনোভাবে মানা যায় না। আমরা এর উচিত জবাব দিতে প্রস্তুত।
আন্দোলনে যোগ দিতে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও জড়ো হয়েছেন শহীদ মিনারে। তবে আন্দোলনকারীদের প্রস্তুতি নিয়ে এসেছেন। তাদের সবার হাতে লাঠি, স্ট্যাম্প, গাছের ডাল ইত্যাদি রয়েছে। আন্দোলনকারীরা বলছে, রংপুরে আমাদের এক ভাইকে পুলিশ গুলি করে মেরেছে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও দুজনকে মেরেছে ছাত্রলীগ। আমরা এসব হত্যার বিচার ও প্রতিশোধ নিতে চাই। এর আগে, বিকেল তিনটা থেকে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে শহীদ মিনারে। এর মধ্যে নারী শিক্ষার্থীরা ভিন্ন রকম প্রস্তুতি নেওয়া এসেছে। কয়েকজন নারী শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, গতকাল নারীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। বিষয়টি অনেক ন্যক্কারজনক আখ্যা দিলেও এখনো তীব্র কোনো প্রতিবাদ আসেনি কোনো পক্ষ থেকে। ফলে আজ শিক্ষার্থীরা মনে করছেন, নারী শিক্ষার্থীদের ওপর কোনোরকম হামলার চেষ্টা করা হলে তারা ঐক্যবদ্ধ হয়ে উচিত জবাব দেবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভারতে ১২ মাওবাদীকে হত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার থেকে বন্ধ হতে পারে টিকটক
ভারত তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর
সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ
বাড্ডায় পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদককে গুলি
গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দল অভিমত নিতে চিঠি দিচ্ছে সরকার
গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, কাল মুক্তি ৯৫ ফিলিস্তিনির
১৮ মামলার আসামি আ.লীগ নেতা আজমল গ্রেপ্তার
ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করার আহ্বান জাবির ১০ শিক্ষকের
একমাত্র পথ লাল সন্ত্রাস: ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি
লাল সন্ত্রাসের ডাক : মেঘমল্লার বসুকে গ্রেফতার দাবিতে ঢাবিতে বিক্ষোভ
জাবিতে ছাত্রলীগ নেতাকে বাঁচাতে ছাত্রদল নেতার তদবির, ২ জনকে পুলিশে সোপর্দ
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ