শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে সরকার পার পাবে না -বিভিন্ন ইসলামী দলের তীব্র প্রতিবাদ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৭ জুলাই ২০২৪, ১২:০১ এএম

কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকা,চট্টগ্রাম,রংপুরসহ সারাদেশে ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের গুলি ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারী খুনীদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, ছাত্র হত্যার বিচার করতে হবে। ছাত্রদের ন্যায্য দাবি কোটা সংস্কার করে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে, হামলা করে সরকার কোনভাবেই পার পাবে না। নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন। না হয় পরিণতি শুভ হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে বর্তমান ডামি সরকার। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বক্তব্য চরম উস্কানিমূলক। ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীর মত দেশের নির্বাহী প্রদানের জায়গায় থেকে যে বক্তব্য দিয়েছেন তা তাঁর দায়িত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আশ্বস্ত করার পরিবর্তে উল্টো উত্তেজিত করে তুলেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই ছাত্রলীগ সারাদেশে লাঠিয়াল ভূমিকায় অবতীর্ণ হয়ে নিরীহ শিক্ষার্থীদের রক্তাক্ত ও খুন করে। এ হত্যাকান্ডের দায়ভার সরকার কোনভাবেই এড়াতে পারে না।
আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিযাম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরী ও আলহাজ হারুন অর রশিদ।
ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আহত শত শত শিক্ষার্থী রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে ছাত্রলীগের ন্যাক্কারজনক আক্রমনের শিকার। এ নিমর্মতা ইসরাইলী বর্বরতাকেও হার মানায়। তিনি বলেন, সরকারের সর্বত্র দুর্নীতি ও ব্যর্থতাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই বৈষম্যবিরোধী আন্দোলনরত ৯০ভাগ শিক্ষার্থীকে রাজাকার আখ্যা দিয়ে সন্ত্রাসী ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে। এধরনের অপচেষ্টা সরকারের জন্য বুমেরাং হবে। তিনি অবিলম্বে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। সেইসাথে মজলুম শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য দেশবাসীকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম আজ মঙ্গলবার এক বিবৃতিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে শান্তিপূর্ণ ছাত্র-ছাত্রীদের মিছিলের ওপর পুলিশের গুলি এবং ছাত্রলীগের বর্বরোচিত হামলায় হতাহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। নেতৃবৃদ্ব বলেন, কোটা প্রথা বাতিল করে বৈষম্য দূর করে মেধাকে মূল্যায়ন করুন তাহলে এদেশের উন্নয়ন হবে। কোটা প্রথার কারণে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন করা হচ্ছে না। দিনদিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে। দেশের সঠিক নেতৃত্ব ও পরিচালনার জন্য মেধাবীদের খুবই প্রয়োজন। মেধা শূন্যতার কারণে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিদেশিদের ধরনা দিতে হচ্ছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে মেধাবীদের মূল্যায়ন এবং কোটা প্রথা বাতিল করুন।
শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে জঘন্য অপরাধ করেছে। শিক্ষার্থীদের বুকে গুলি ও বর্বরোচিত হামলা চালিয়ে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাবেন না। ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবিকে বিবেচনায় না নিয়ে অশোভন আচরণ কোনো ভাবেই কাম্য হতে পারে না।

খেলাফত মজলিস ঃ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের কয়েকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের বলেন, শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে শিক্ষার্থীরা ক্ষোভে আরো ফুঁসে উঠেছে। পাশাপাশি সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে গতকাল দিনভর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় পুলিশকে দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি ও হামলা চালানো হয়। আমরা পুলিশের গুলি ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেফতার করতে হবে। ছাত্র হত্যার বিচার করতে হবে। ছাত্রদের ন্যায্য দাবি কোটা সংস্কার করে মেধার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে, হামলা করে সরকার কোনভাবেই পার পাবে না।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি-সিলেটে মীর্জা ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি-সিলেটে মীর্জা ফখরুল

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় ভাবে বীর ঘোষনা করতে হবে - মিয়া গোলাম পরোয়ার

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় ভাবে বীর ঘোষনা করতে হবে - মিয়া গোলাম পরোয়ার

নতুন আহবায়ক কমিটি ঘোষণা করলো মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন

নতুন আহবায়ক কমিটি ঘোষণা করলো মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন

নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই, ক্ষতিগ্রস্থ ৫২ লাখ মানুষ : ত্রাণ সচিব

নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই, ক্ষতিগ্রস্থ ৫২ লাখ মানুষ : ত্রাণ সচিব

এসআইবিএল’র পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে ৫ সদস্যের নতুন বোর্ড গঠন

এসআইবিএল’র পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে ৫ সদস্যের নতুন বোর্ড গঠন

এক সপ্তাহে সৌদিতে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

এক সপ্তাহে সৌদিতে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সরে দাঁড়ালেন সেলিম, বিকেএমইএ'র সভাপতি হাতেম

সরে দাঁড়ালেন সেলিম, বিকেএমইএ'র সভাপতি হাতেম

বাতিল হচ্ছে আনসারদের ‘রেস্ট প্রথা’

বাতিল হচ্ছে আনসারদের ‘রেস্ট প্রথা’

ঐতিহাসিক জয় অভ্যুত্থানে শহীদদের উৎসর্গ করলেন শান্ত

ঐতিহাসিক জয় অভ্যুত্থানে শহীদদের উৎসর্গ করলেন শান্ত

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন ড. ইউনূসের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন ড. ইউনূসের

বন্যার্তদের পাশে এসবিএসি ব্যাংক

বন্যার্তদের পাশে এসবিএসি ব্যাংক

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা প্রদান।

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা প্রদান।

ব্যক্তি স্বার্থ উদ্ধারের আগে ছাত্র-গণঅভ্যুত্থানে হতাহতদের দিকে তাকাতে হবে : ড. মাসুদ

ব্যক্তি স্বার্থ উদ্ধারের আগে ছাত্র-গণঅভ্যুত্থানে হতাহতদের দিকে তাকাতে হবে : ড. মাসুদ

হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

বন্যার্তদের ১ দিনের বেতন দিলেন সোনালী ব্যাংক কর্মীরা

বন্যার্তদের ১ দিনের বেতন দিলেন সোনালী ব্যাংক কর্মীরা

বিদেশ ভ্রমণে সুবিধা পাচ্ছে ব্যাংক এমডি-সিইও

বিদেশ ভ্রমণে সুবিধা পাচ্ছে ব্যাংক এমডি-সিইও

ভারতে পালানোর সময় হরিণাকুন্ডুর শ্রমিকলীগ নেতা মহেশপুর সীমান্তে আটক

ভারতে পালানোর সময় হরিণাকুন্ডুর শ্রমিকলীগ নেতা মহেশপুর সীমান্তে আটক

মাগুরায় আনসারের চাকরি জাতীয়করণে এক দফা এক দাবিতে মানববনন্ধন

মাগুরায় আনসারের চাকরি জাতীয়করণে এক দফা এক দাবিতে মানববনন্ধন

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত