শিক্ষার্থী হত্যা ও দমনপীড়ন: পুলিশ-বিজিবির সমালোচনায় সাবেক আমলা-বুদ্ধিজীবীরা
১৮ জুলাই ২০২৪, ০২:১৯ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৪, ০২:১৯ পিএম
সম্প্রতি শিক্ষার্থীদের কোটা আন্দোলনে উত্তাল দেশ। এরইমধ্যে আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ছয়জন। বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় এই কোটা আন্দোলন।
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রাণহানির ঘটনায় মর্মাহত দেশের বুদ্ধিজীবী মহল। প্রতিবাদে সরব হয়েছেন মানবাধিকার কর্মী, শিক্ষক সমাজ ও সচেতন মহল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন ক্রিকেট ও শোবিজ তারকারাও।
নিহত অন্য পাঁচজনকে ছাপিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদকে নিয়ে বিভিন্ন মহলে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে, যার মূলে রয়েছে ঘটনার সময় ধারণ করা কিছু ভিডিও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওইসব ভিডিওতে দেখা যাচ্ছে যে, পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে সাঈদ বুক পেতে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় পুলিশের সদস্যরা হঠাৎ রাবার বুলেট ছুড়তে শুরু করেন।
তখন সাঈদের হাতে একটি লাঠি ছিল, যা দিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা করেন। এ ঘটনার পর বেশ কয়েক পা পিছিয়ে তিনি সড়কের বিভাজক পার হন এবং হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।
ভিডিওতে সাঈদকে সহিংস বা আক্রমণাত্মক কোনও রূপে চোখে পড়েনি। কিন্তু তারপরও পুলিশ কেন তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ল? বিকল্প কোনও উপায়ে কি তাকে সরানো বা নিবৃত্ত করা সম্ভব ছিল?- এই ধরনের নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে।
এই ঘটনায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কড়াভাবে সতর্ক করেছেন মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মোহাম্মদ মুসা। ফেস দ্য পিপলের এক টকশোতে অংশ নিয়ে তিনি ওই সতর্ক বার্তা দেন, যা ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
ভাইরাল টকশোতে তিনি বলেন, শিক্ষার্থী আবু সাঈদ পুলিশকে লক্ষ্য করে কোন আক্রমণ করে নাই যে, আত্মরক্ষার্থে তাকে গুলি করা হয়েছে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আমি তার নাম করে বলছি, তাকে আমি ফোনে পাইনি। দুজন সাবেক আইজিপিকে আমি ফোনে পেয়েছি, তারাও আমার সাথে একমত। প্রশিক্ষণ দেওয়া হয় যে, পুলিশ বাম পা মাটিতে ভাজ করে ফেলে ডান পায়ে কাত হয়ে গুলি করবে হাঁটুর নিচে। সেখানে নিরস্ত্র আবু সাঈদকে গুলি করা হয়েছে বুকের উপরে; একটি-দুইটি-তিনটি-চারটি গুলি করা হয়েছে।
সাবেক এই সচিব আইজিপিকে উদ্দেশ্যে আরও বলেন, ইরানের শাহের সময় যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। বর্তমান ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার পর সেসব অফিসার-জেনারেল-সচিব-আইজি-ডিআইজিদের খুঁজে খুঁজে বের করে ফাঁসি দিয়েছে।
সাঈদকে হত্যা করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, নিয়ম অনুযায়ী তার পায়ে গুলি করার কথা। এখন আপনি সেই পুলিশটাকে এরেস্ট করেন নাই, কারাগারে ভরেন নাই।
এই যে আবু সাঈদকে গুলি করা হলো এর দায় আইজিপি আপনি এড়াতে পারবেন না।
বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ডিউটি সীমান্তে রাজধানীতে না। ঢাকা ইউনিভার্সিটিতে বিজিবি পাঠাচ্ছেন, ভেরি কেয়ারফুল।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রাণহানির ঘটনায় মর্মাহত ক্রীড়াঙ্গনের তারকারাও। সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান তাঁরা। এ তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিদ হাসান, আর্চার রোমান সানাসহ অনেকেই।
শোবিজ তারকাদের মধ্যে নায়িকা পরীমণি, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, শবনম ইয়াসমিন বুবলী নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে উদ্বেগ জানিয়ে পোস্ট দিয়েছেন।
দেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরব হয়েছেন আয়মান সাদিক, সালমান মুক্তাদির, লিলিপুট ফারহান, আর এস ফাহিম, শামীম আহমেদ, নিলয় প্রমুখ।
এছাড়া, কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও বিচার চেয়েছেন দেশের ১১৪জন বিশিষ্ট নাগরিক। সম্মিলিত এক বিবৃতি মঙ্গলবার সন্ধ্যায় তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, গতকাল (সোমবার) এবং আজ (মঙ্গলবার) কোটা সংস্কার আন্দোলনের কর্মীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। পত্র-পত্রিকার প্রতিবেদন অনুসারে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পিস্তল, রড, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে এই হামলা করে। তাদের এই নির্বিচার হামলা থেকে নারী শিক্ষার্থীরাও রেহাই পাননি। এই বর্বরোচিত হামলায় আমরা ক্ষুদ্ধ ও বেদনার্ত হয়েছি।
সেই সঙ্গে এসব হামলার হুকুমের আসামি হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের আইনের আওতায় আনার দাবি করছি। বিশিষ্টজনরা বলেন, আমরা এই হামলা প্রতিরোধে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর ব্যর্থতার নিন্দা জানাই। একইসঙ্গে আমরা কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবির প্রতি আমাদের সমর্থন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে