ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সমাপ্তি টানতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ জুলাই ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২৪ জুলাই ২০২৪, ১২:০৯ এএম

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল সেই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সমাপ্তি টানতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে তার আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষিত সকল দাবি মেনে নিতে সরকারের প্রতি আহŸান জানিয়েছেন আন্দোলন সমন্বয়করা। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানান। এতে বক্তব্য রাখেন- আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন- মাহিন সরকারসহ আরো কয়েকজন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে কিন্তু সরকার প্রজ্ঞাপন জারির আগে যত রক্ত মারিয়েছে, যত লাশ পড়েছে এটা অনাকাক্সিক্ষত, আমরা এর জবাব চাই। তারা বলেন, প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে নীতিনির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল। সংলাপ ছাড়া আমরা এই প্রজ্ঞাপনকে চূড়ান্ত সমাধান বলে ধরে নিচ্ছি না। তাই আমরা নীতিনির্ধারনী পর্যায়ে সংলাপ চাই। একইসঙ্গে কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোন সমস্যা না হয় এজন্য একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানায় শিক্ষার্থীরা। প্রজ্ঞাপনের সঙ্গে আন্দোলন সম্পর্কিত না উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আমরা আন্দোলন থেকে সরে যাচ্ছি না। আমাদের সঙ্গে যে সকল জনগণ নেমেছে তাদের দাবি-দাওয়া, তাদের যে হতাহতের ঘটনা ঘটেছে তার সুস্পষ্ট বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলন শুরুর পেক্ষাপট এবং এই আন্দোলনের গতিধারা বর্ণনা করেন। তিনি বলেন, আমরা যে দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলন এবং দাবি আদায়ে সহযোগিতার জন্য দেশের সাধারণ নাগরিকরা রাজপথে নেমে এসেছিল। কিন্তু সরকার আন্দোলন দমনের নামে হামলা, নির্যাতন, ইন্টারনেট বন্ধ, ইন্টারনেট কাটডাউন, শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে কেন্দ্র করে একটি চক্র অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করছে। তারা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করেছে। এর সঙ্গে শিক্ষার্থীদের কোন সম্পর্ক নেই। এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনার দায় সরকারের। কারণ সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকাতে এখন এর দায় শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর উপর চাপানো হচ্ছে।

নিজের উপর নির্যাতনের তথ্য জানিয়ে নাহিদ বলেন, আমরা এখন নিরাপত্তাহীন অবস্থায় আছি। এছাড়া নির্বিচারে যেন গ্রেফতার না করা হয় তারও দাবি জানান তিনি।
সরজিস আলম বলেন, অবিলম্বে ইন্টারনেট পরিষেবা সচল করতে হবে, কারফিউ তুলে নিতে হবে, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আইন-শৃঙ্খলাবাহিনী সরিয়ে নিয়ে সরকার ও প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষাঙ্গন খুলে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। এছাড়া সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসকল সমন্বয়ক আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এসময় ২ দিন সময় দিয়ে বলেন, আমরা আগামী দুই দিন দেখবো। শুক্রবার হলে ফিরে যেতে চাই। হলে ফিরলে সকলের সাথে আমাদের ৮ দফা দাবি নিয়ে আলোচনা করে আমাদের কথা জাতির সামনে উপস্থাপন করতে চাই। তারা বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করেছি সেখান থেকেই আন্দোলন শেষ করতে চাই। সরকার যত তাড়াতাড়ি তাদের দাবি মেনে নেবে তত দ্রæত আন্দোলন সমাপ্ত হবে।

এদিকে সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন তার ছেলে সন্ধান দাবি করেন। তিনি বলেন, কয়েকদিন ধরেই আসিফ মাহমুদ নিখোঁজ রয়েছে। ছেলের সন্ধানে তিনি বিভিন্ন হাসপাতালের মর্গে গিয়েছেন এবং থানায় থানায় গিয়ে সন্ধান পাননি। তিনি অবিলম্বে ছেলের সন্ধান দাবি করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ

মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ

গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম

গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?

ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?

মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক

বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক

প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম

প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম

অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন

অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন

ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত

ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত

পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল

স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল

কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার

বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার

সাগর-রুনি হত্যা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

সাগর-রুনি হত্যা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!

অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!

মতলবের মেঘনা -ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অভিযানে জাগ উচ্ছেদ ও জাল জব্দ

মতলবের মেঘনা -ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অভিযানে জাগ উচ্ছেদ ও জাল জব্দ

ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক

ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক

মির্জাপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে  পিটিয়ে আহতের অভিযোগ

মির্জাপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকলের অবদানকে সম্মান করে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে: এবি পার্টি

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকলের অবদানকে সম্মান করে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে: এবি পার্টি