ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই
২৬ জুলাই ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১২:০৭ এএম
কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই। গতকাল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। শাফিনের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সুত্রে জানা যায়, লাশ দেশে নিয়ে আসার পর দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
জানা গেছে, উপমহাদেশের প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমের দ্বিতীয় পুত্র শাফিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হার্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শাফিন আহমেদ স্ত্রী সংগীত শিল্পী কানিজ সুবর্ণ ও তিন সন্তান রেখে গেছেন। শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ তার মৃত্যু নিশ্চিত করে বলেছেন, কনসার্টে অংশ নিতে স¤প্রতি যুক্তরাষ্ট্রে যান শাফিন। ২০ জুলাই তার একটা কনসার্ট ছিল ভার্জিনিয়ায়। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। বাধ্য হয়েই শো বাতিল করা হয়। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শফিনের শরীরের নানা অর্গান অকার্যকর হতে থাকলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাকে আর ফেরানো গেল না। হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের নিকটাত্মীয় আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বলে জানান। যুক্তরাষ্ট্রে গিয়ে দ্রæত ভাইয়ের লাশ দেশে নিয়ে আসার ব্যবস্থা করবেন। শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। প্রখ্যাত শিল্পী আসাফ উদ দৌল্লা তার মামা। শিল্পী পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত। এরপর বড় ভাই হামিন আহমেদসহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ডসংগীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন মাইলস। যা দেশের শীর্ষ ব্যান্ডের একটি। এই ব্যান্ডের বেশিরভাগ গান শাফিন আহমেদের গাওয়া। গানগুলো পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেজ গিটারও বাজাতেন। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘আজ জন্মদিন তোমার’ ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি। মাঝখানে কিছু দিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন শাফিন। তিনি জাতীয় পার্টির নেতা হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীও হয়েছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম