শ্রমজীবীদের দুর্বিষহ জীবন
২৬ জুলাই ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১২:০৭ এএম
অধিকাংশেরই কাজকর্ম ও আয়-রোজগার নেই, পরিবারের জন্য খাবার যোগানোর উপায়ও নেই : জনমনে দগদগে ক্ষতের মতো উদ্বেগ-উৎকণ্ঠা অনিশ্চয়তা
দেশের চলমান টানা অস্থিরতা, অশান্ত-অনিশ্চিত পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নআয়ের মানুষেরা। দিনে এনে দিনে খাওয়া মানুষ, রিকশা ও ভ্যানচালক, ঠেলাচালক, ফেরিওয়ালা, নির্মাণ-শ্রমিক, জেলে ও মৎস্যজীবী, কৃষক ও কৃষি শ্রমিকসহ নিম্নআয়ের লোকজনের এখন ত্রাহিদশা। একে তো আয়-রোজগারহীন দিন কাটছে তাদের। তদুপরি নিত্যপণ্যের দুর্মূল্যের বাজারে চাল-ডাল-তেল আটা-ময়দা শাক-সবজি প্রভৃতি খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনার মতো ক্রয়ক্ষমতা তাদের নেই। দ্রব্যমূল্যের আগুনে দিশেহারা নিম্নআয়ের মানুষ। সংসার চালানো কঠিন এবং চরম কষ্টদায়ক হয়ে পড়েছে নিম্নআয়ের এসব শ্রমজীবী মানুষের। অনেকেরই হাতে কাজকর্ম নেই, আয়-রোজগার নেই, পরিবারের জন্য খাবার যোগানোর উপায়ও নেই। এর ফলে শ্রমজীবী মানুষেরা পরিবার-পরিজন নিয়ে এক-আধবেলা খেয়ে না খেয়ে দুর্বিষহ জীবনযাপন করছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল ছিল। দেশের অন্যান্য জেলায়ও কারফিউ শিথিল করা হচ্ছে। দেশের অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে চলমান রয়েছে সরকারের জারি করা কারফিউ। কিন্তু বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সাধারণ মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা, ভয়-ভীতি ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বরং মানুষের মনে ভর করে আছে দগদগে ক্ষতের মতো। মানুষজন আশ্বস্ত হতে পারছে না। চলমান সঙ্কট কবে কাটবে, কবে স্বাভাবিক জনজীবন ফিরে আসবেÑ সেটাই তাদের মুখে মুখে এখন বড় প্রশ্ন।
দিনে এনে দিনে খাওয়া দিনমজুর-শ্রমজীবী মানুষের রুজি-রোজগারের জন্য বাঁধা-ধরা সময় নেই। কারফিউ শিথিলের সময়ে শ্রমজীবীরা কাজকর্ম তেমন জোটাতে পারছে না। কেননা দেশের চলমান পরিস্থিতিতে দিনমজুর, শ্রমিক তথা নিম্নআয়ের লোকদের কাজকর্মের চাহিদা এমনিতেই খুব কমে গেছে। এখানে-সেখানে কাজের সন্ধানে হন্যে হয়ে ঘোরাঘুরি করছে। কিন্তু অধিকাংশ শ্রমজীবী কাজকর্ম জোটাতে বিফল হচ্ছে। সর্বত্র শ্রমজীবী মানুষের কাজকর্মের চাহিদা কমে গেছে। তাই জুটছে না কাজ। কারফিউর সময়ে শ্রমজীবী মানুষ নিজেদের বাড়িঘরে প্রায় আটকা পড়ছে, অলস বসে থাকতে বাধ্য হচ্ছে। কিছু কিছু কাজ থাকলেও শ্রমিকদের তুলনায় কাজের পরিমাণ বা চাহিদা অনেক কম।
দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত বন্দরনগরী চট্টগ্রামের ‘সওদাগরী পাড়া’ চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জে প্রতিদিন অগণিত ঠেলা ও ভ্যানচালক, কুলি, দিনমজুরসহ শত শত শ্রমজীবী মানুষ পাইকারি বাজারের নিত্যপণ্য ওঠানো-নামানোর কাজে ব্যস্ত থাকে। কিন্তু এক সপ্তাহেরও বেশিদিন যাবত দেশে অস্থির ও অশান্ত পরিস্থিতিতে এসব শ্রমজীবী মানুষের কাজকর্ম এখন প্রায় শূন্যের কোটায়। কেননা চাক্তাই খাতুনগঞ্জে লেনদেন ও পণ্যসামগ্রীর হাতবদল তলানিতে ঠেকেছে। এতে করে এখানকার কর্মজীবী শ্রমজীবী মানুষ অনেকেই ঠায় বসে দিন কাটাচ্ছে।
প্রধান সমুদ্র বন্দরভিত্তিক বিশেষ করে সদরঘাট-বাংলাবাজার লাইটারিং জেটি ঘাটগুলোতে কুলিসহ নানাশ্রেণির শ্রমজীবী মানুষের নেই কোলাহল। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে লাইটারেজ কার্গো জাহাজ, কোস্টারে এসব ঘাটে পণ্যসামগ্রী খালাসের পরিমাণ কমে গেছে। এর ফলে ঘাট শ্রমিকদেরও এখন চরম দুর্দিন। তাছাড়া চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ডেলিভারি পরিবহণ এবং জাহাজীকরণ কার্যক্রম পরিচালনায় ইন্টারন্টে জরুরি।
কিন্তু প্রায় এক সপ্তাহ যাবত ইন্টারনেট বন্ধ থাকায় এবং বর্তমানে ইন্টারনেট অত্যন্ত ধীরগতির হওয়ায় বন্দর-কাস্টমসের মাধ্যমে পণ্যসামগ্রীর স্বাভাবিক হার ও পরিমাণে খালাস, ডেলিভারি পরিবহণ হচ্ছে না। আবার চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চল থেকে রফতানি পণ্য জাহাজীকরণের জন্য পুরোদমে আসছে না। সমুদ্র বন্দর-শিপিং, বেসরকারি আইসিডি ভিত্তিক কর্মকাÐে দৈনিক চুক্তিতে যেসব শ্রমজীবী কাজকর্ম করেন তাদের কাজকর্মে অনেকাংশে ভাটা পড়েছে।
শ্রমজীবীদের বড় অংশই নিমাণকাজের সাথে জড়িত। দেশের চলমান অস্থিরতায় সরকারি-বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে প্রায় সবধরনের নির্মাণকাজ বন্ধ রয়েছে। এতে করে নির্মাণ খাতে জড়িত লাখো শ্রমিক-কর্মচারী বর্তমানে কর্মহীন এবং অনিশ্চিত অবস্থায় দিনযাপন করছে। তাদের জীবনধারণ হয়ে পড়েছে অনিশ্চিত।
৩২টি জিপ গাড়ি, ৯টি পিকআপ, মিনিবাসসহ আনুমানিক ৩০০ কোটি টাকার ক্ষতিসাধন করে।
এদিকে ডিবিপ্রধান হারুন-উর-রশিদ বলেন, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় দিকে নিউ এলিফ্যান্ট থেকে তাকে আটক করা হয়। তবে কোন মামলা কিংবা কোন থানায় দায়ের করা মামলায় তাকে আটক করা হয় তা জানা যায়নি।
এ্যনির বড় ভাই হ্যাপী চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
অপরদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে সানিয়াতকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। সনিয়াত কোন ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম