৯দফা দাবিতে উত্তাল ইবি-সচেতন শিক্ষকদের সংহতি প্রকাশ, ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর
০৩ আগস্ট ২০২৪, ০৪:৩৮ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম
ইবি সংবাদদাতা:
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ডায়না চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান ফটকে এসে মিলিত হন শিক্ষার্থীরা। কুষ্টিয়া ও ঝিনাইদহ মহাসড়ক দিয়ে শেখপাড়া বাজার হয়ে আবার একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। পরে সমাবেশ শেষে বেলা দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের 'এক দফা এক দাবি, স্বৈরাচার নেমে যাবি' 'ছাত্র আন্দোলনের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ' সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দেয়ালে বিভিন্ন ধরনের গ্রাফিতি অংকন করেন সাধারণ শিক্ষার্থীরা। সেগুলো হলো- 'তুমি রিয়েলিটি মেনে, তোমার বারোটা বাইজে গেছে' 'আমি মুগ্ধ' 'ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস' অভিনেত্রী হাসিনার পদত্যাগ চাই'সহ বিভিন্ন ধরনের স্লোগান লেখা ছিল।
এদিকে একই সময়ে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করে অনুষদ ভবন থেকে এক প্রতিবাদ র্যালী বের করেন নিপীড়ন ও বৈষম্য বিরোধী সচেতন শিক্ষক সমাজ। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীদের সাথে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।
এসময় উপস্থিত ছিলেন নিপীড়ন ও বৈষম্য বিরোধী সচেতন শিক্ষক আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.কে.এম মতিনুর রহমান, আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. নুরুন নাহার, বাংলা বিভাগের প্রফেসর ড. মাহবুব মুর্শিদ, প্রফেসর ড. রশিদুজ্জামান, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুজাহিদুল ইসলাম, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ, প্রফেসর ড. কামরুল হাসান, প্রফেসর ড. রফিকুল ইসলাম।
এছাড়াও ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ ইসলাম, ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মাহমুদ পাভেল, এম জি রব্বানীসহ প্রায় ৮শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে দুপুর দেড়টার দিকে কর্মসূচির শেষ দিকে আন্দোলনকারীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে শাখা ছাত্রলীগের কার্যালয় ভেঙ্গে দেয় বলে জানা গেছে। কার্যালয় গুড়িয়ে দিয়ে ভিতরে থাকা টিভি, চেয়ার এসব ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও ইবির দেশরত্ন শেখ হাসিনা হলের নাম ফলকের পাশে স্বৈরাচার লিখে দেন তারা।
আরবী বিভাগের প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, বৈষম্য বিরোধীদের এই ন্যাজ্য আন্দোলনে আর যদি কোন ছাত্রের বুকে গুলি করা হয়, আর কোন শিক্ষার্থীদের গ্রেফতার করা, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ আর বসে থাকবোনা। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনে ১৯৫২, ৭১ ও স্বৈরাচার এরশাদ থেকে শিক্ষা নেন। যেখানে শিক্ষার্থীদের সাথে শিক্ষক সমাজ একাত্মতা পোষণ করে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছিল। ২০২৪ এ এসেও এই স্বৈরাচারী শেখ হাসিনা পিছে হটতে বাধ্য হবে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে মন্ত্রীদের সুর নরম হয়েছে, তারা বলছে আমরা পুলিশদের গুলির নির্দেশ দেইনি। কিন্তু আমরা জানি কাদের নির্দেশে শিক্ষার্থীদের সমাজের উপর গুলি করেছে। ইতিমধ্যে এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।
বৈষম্য বিরোধী আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ইতিমধ্যে বিজয় অর্জিত হয়েছে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনে সচেতন শিক্ষক সমাজ আমাদের পাশে এসে দাড়িয়েছে। আপনারা জানেন ষড়যন্ত্রকারীরা সকলে একতা বদ্ধ হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এসময় শিক্ষকদের পাশে চান তিনি। এসময় তিনি আন্দোলকারীদের উদ্দেশ্যে বলেন, ৯দফা দাবি বাস্তবায়নসহ আগামী দিনের অসহযোগ আন্দোলনে আপনাদের পাশে চাই। আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ
অযোগ্য হবেন হাসিনা?
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল হোসেন
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না
হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু
১১ ইউনিটে ছাত্রদলের কমিটি ঘোষণা