রাবার বুলেট, সাউন্ডগ্রেনেড ও গুলির শব্দে শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা
০৪ আগস্ট ২০২৪, ০৭:৫৮ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ০৭:৫৮ পিএম
সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখা আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আজ রোববার (৪ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে শাহবাগে জড়ো হয় কয়েক হাজার আন্দোলনকারী শিক্ষার্থী-জনতা। সারাদিন অবস্থানের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানায় প্রবেশের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনটি লাশ এনে শাহবাগ থানায় আক্রমণের চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়েন। এতে আন্দোলনকারী ছত্রভঙ্গ হয়ে শাহবাগ ত্যাগ করেন। তাদের কেউ টিএসসি হয়ে শহীদ মিনার, কেউ কাঁটাবন ও কেউ মৎসভবন এলাকার দিকে সরে যায়।
এর আগে শহীদ মিনার এলাকা থেকে ৩টি লাশ কাঁধে নিয়ে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা 'ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না', 'এক দুই তিন চার, হাসিনা তুই গদি ছাড়', 'হাসিনার ফাঁসি চাই', শহীদ ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না' ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, লাশগুলো কারওয়ান বাজার, বাংলা মোটর, ফার্মগেট এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে আহত হলে ঢাকা মেডিক্যালের উদ্দেশ্যে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলে তারা লাশগুলো কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যায়। এ সময় ৪টি লাশের থেকে ১ টি লাশ স্বজনরা নিয়ে গেলে বাকি ৩টি লাশ কাঁধে নিয়ে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের লাশের মিছিল শাহবাগ গেলে মুহুর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে অবস্থানরত আন্দোলনকারীদের মাঝে। বিক্ষুব্ধ হয়ে তারা শাহবাগ থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একজন পুলিশের টিয়ারগ্যাস/ রাবার বুলেটে আহত হলে শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যায়।
এর আগে এদিন সকাল ১০টার থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে শাহবাগ মোড়ে জড়ো হয় কয়েক হাজার শিক্ষার্থী-জনতা। এসময় সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এতে আহত হয় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আন্দোলনকারী। হামিদুর রহমান নামের ওই শিক্ষার্থী ইনকিলাবকে বলেন, আমাদের উপর অতর্কিত হামলা করে পিজি হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে ছাত্রলীগ। তারপর সেখান থেকেও ইট পাটকেল ছুঁড়ে মারে। এতে আমি মাথায় আঘাত পাই৷
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার পর কিছু উচ্ছৃঙ্খল যুবক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে প্রায় ৩০টি গাড়িতে আগুন দেয় ও ভাঙচুর করে। আন্দোলনকারীদের মতে তারা ছিল ছাত্রলীগের নেতাকর্মী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত
বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের
বাতিল হলো মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প
সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবন স্থবির
খুবির নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ উপাচার্যের
নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা
জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন
বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন
নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ
দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক
ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস
জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে কাতারের ব্যবসায়ী মহিন উদ্দিন
উন্নয়নের প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতই সরকারের লক্ষ্য : রিজওয়ানা হাসান
খুঁটির জোর কোথায়? আওয়ামী ঠিকাদারের নিম্নমানের কাজ করে বিল নেয়ার অভিযোগ!