অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন আসিফ নজরুল
০৮ আগস্ট ২০২৪, ০৪:২১ পিএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৪, ০৪:২১ পিএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকার ও তাতে কারা থাকছেন। এ সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হয়েছে। খুব দ্রুতই এ সরকার শপথ নেবে। এ অবস্থায় ছাত্র-জনতার দাবি অনুযায়ী রাষ্ট্র কাঠামোর সংস্কার, নতুন নির্বাচন ও সরকারের মেয়াদকাল নিয়ে কথা বলেছেন ছাত্র আন্দোলনকালের অন্যতম পরিচিত মুখ অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার (৭ আগস্ট) রাতে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচ ভেলে বাংলার প্রধান খালেদ মুহিউদ্দীনকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এ শিক্ষক অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ড. ইউনূস প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল বলেন, উনি অত্যন্ত গুছিয়ে কাজ করেন। সরা বিশ্বে ওনার কাজের ক্ষেত্রে উনি সর্বোচ্চ পর্যায়ের দক্ষতা দেখিয়েছেন। যে কারণে তিনি সারা বিশ্বে সম্মানিত ও পুরস্কৃত। আমাদের ওনার ওপর অনেক কনিফিডেন্স আছে। দেশ পরিচালনায় ওনার একদম নতুন অভিজ্ঞতাও বলা যাবে না। তিনি ১৯৯১ সালের তত্ত্বাবধায়ক সরকারে ছিলেন। সমাজের সবার চাওয়া রিফর্ম। বাংলাদেশের মানুষ একটা অত্যাচার শাষন দেখেছে। দেশের মানুষ পুলিশ, আদলতসহ রাষ্ট্রের প্রতিষ্ঠানকে তাদের বিরুদ্ধে কাজ করতে দেখেছে। গুম, খুন ও দেশের মানুষের সম্পদ লুট করা হয়েছে। মানুষ এসবের অবসান চায়। এখানে কোনো বিরোধ নাই।
সংস্কার বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে অতীতেও রিফর্ম হয়েছে। এ নিয়ে সমাজের নানা শ্রেণির দাবি-দাওয়া আছে। কি কি রিফর্ম করতে হবে তা নিয়ে মানুষের মুখস্ত লিস্ট রয়েছে। সেনাপ্রধান নিজেও সিভিল প্রশাসনে সংস্কারের কথা বলেছেন। এই বিপ্লব আমাদের তরুণরা ঘটিয়েছে। ড. ইউনূস তরুণদের চাওয়াকে সর্বোচ্চ সম্মান দেবেন। আমরা বৃদ্ধ প্রজন্ম এই দেশটাকে তরুণ প্রজন্মের জন্য অসহনীয় একটা দেশে পরিণত করেছি। তারা সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে তা ঠিক করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এটাকে সর্বাত্মকভাবে কাজে লাগাতে হবে। ড. ইউনূস সেই দায়িত্ব নিতে পারবে বলে আমরা শতভাগ কনফিডেন্ট।
তিনি বলেন, আমাদের তরুণ সমাজের ম্যাচিউরিটি দেখে আমি অবাক। তারা স্যারকে রাজি করিয়েছে। আমরা তাদের পছন্দকে প্রধান্য দিচ্ছি। ওরা সরকারে কে কে থাকবে এ নিয়ে কথা বলছে। সবার উদ্দেশ্যে বলতে পারি যারা সরকারে থাকবে তাদের আপনাদের পছন্দ হবে। শুধু জনপ্রিয় না প্রয়োজনীয় লোকজনও থাকবে।
সরকারের মেয়াদকাল প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সঙ্গে একাধিকবার আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল নিয়ে কোনো আলোচনা হয়নি। এ আন্দোলনে সরাসরি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ না থাকলেও তাদের বিপুল সংখ্যক কর্মীরা ব্যক্তিগত পর্যায়ে অংশ নিয়েছেন। সে সব রাজনৈতিক দলের প্রত্যাশা দ্রুত সময়ে একটি নির্বাচন। আর সংস্কারকামী মানুষের প্রত্যাশা কিছু সংস্কার করে দেওয়া হোক। আমরা আওয়ামী লীগের পরিবর্তে আরেকটি অত্যাচারী শাষক চাই না। আমরা খারাপ শাষনের অবসান চাই। ফলে প্রয়োজনীয় রিফর্ম ও অবাধ নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। বাংলাদেশে সব থেকে খারাপ অবস্থায় আছে নির্বাচন ব্যবস্থা। ড. ইউনূস দীর্ঘ সময় নেবেন না বলে আমার বিশ্বাস।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার পতনের পর পর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখে হতাশ হয়েছি। সেনাপ্রধান আমাকে বলেছেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রাক্ষার কাজে অভ্যস্ত না। পুলিশ ছাড়া এ কাজ সম্ভব না। আমরা দেখছি জনগণ পুলিশের ওপর ক্ষুব্ধ। এই রাগ প্রকাশ করতে গিয়ে মানুষ ব্যাপকভাবে তাদের ওপর হামলা করেছে। এ নিয়ে পুলিশে একটি প্যানিক তৈরি হয়েছে। ছাত্র-জনতাকে বুঝতে হবে আমারা যেই পশু শক্তির পতন ঘটিয়েছি তাদের মতো হলে হবে না। তাদের শান্ত থাকার আহ্বান জানাবো। আমরা যা অর্জন করেছি তা নষ্ট করবেন না। কুচক্রি মহলকে সুযোগ নিতে দেবেন না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস