কাদের ও কামালের ওপর নিষেধাজ্ঞা চাইলেন ৬ মার্কিন আইনপ্রণেতা
১১ আগস্ট ২০২৪, ০৬:০৩ পিএম | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ০৬:০৩ পিএম
পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দু’জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলিনের কাছে চিঠি লিখেছেন ৬ জন কংগ্রেসম্যান।এর মধ্যে সিনেট ফরেন রিলেশন্স কমিটির ডেমোক্রেট দলীয় সদস্য সিনেটর ভ্যান হোলেন বলেন, বাংলাদেশের যেসব নৃশংস দমনপীড়ন চালিয়েছেন তাদেরকে অবশ্যই জবাবদিহিতায় আনতে হবে। যেহেতু আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন দেয়ার জন্য অব্যাহতভাবে কাজ করছি, তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরও বলা হয়, সম্প্রতি পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে গিয়েছেন শেখ হাসিনা। এরপর নতুন তত্ত্বাবধায়ক সরকার নিয়োগকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার একটি অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন। তাদের লক্ষ্য এশিয়ার এ দেশটিতে নির্বাচন অনুষ্ঠান করা।
সরকারি চাকরিতে একটি নির্দিষ্ট গ্রুপের জন্য উচ্চ মাত্রায় কোটা সংরক্ষিত রাখার বিরুদ্ধে গত মাসে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সেই প্রতিবাদ ও সহিংসতা গ্রাস করে বাংলাদেশকে। এই প্রতিবাদ বিক্ষোভ আরও ভয়াবহ আকার ধারণ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে। এর আগে জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে টানা চতুর্থবারের জন্য নির্বাচিত হন শেখ হাসিনা।
তবে এ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবাদ বিক্ষোভে কমপক্ষে ৩০০ মানুষকে হত্যার পর ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা। নিহতদের বেশির ভাগই শিক্ষার্থী। এর প্রেক্ষিতে ভ্যান হোলেন ও অন্য ৫ জন ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনকে। তবে নিষেধাজ্ঞার বিষয়টি পর্যালোচনা করা হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদাভাবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড. মুহাম্মদ ইউনূসের শপথ নেয়াকে স্বাগত জানাই আমি। সবাইকে শান্ত থাকার এবং শান্তি বজায় রাখার যে আহ্বান তিনি (ড. ইউনূস) রেখেছেন, যুক্তরাষ্ট্র তা সমর্থন করে।
প্রতিবাদীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এনেছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো। তবে তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। শেখ হাসিনার বিদায়ে আন্দোলনরত ছাত্রজনতা তাদের দাবি আরো প্রসারিত করেছে। তারা বলেছে, শেখ হাসিনার সময়ে যেসব কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে তাদের অনেককে বিদায় নিতে হবে। ১৫ বছর শাসনের পর বাংলাদেশ ছেড়ে নয়া দিল্লি চলে গেছেন শেখ হাসিনা। তার পতনে মানুষ উল্লাস করেছে। সহিংসতাও হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা হয়েছে। তার পিতার মূর্তি ভাঙ্গা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবন স্থবির
খুবির নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ উপাচার্যের
নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা
জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন
বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন
নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ
দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক
ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস
জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে কাতারের ব্যবসায়ী মহিন উদ্দিন
উন্নয়নের প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতই সরকারের লক্ষ্য : রিজওয়ানা হাসান
খুঁটির জোর কোথায়? আওয়ামী ঠিকাদারের নিম্নমানের কাজ করে বিল নেয়ার অভিযোগ!
দুমকী উপজেলা জমিয়তে হিজবুল্লাহ সভাপতির ইন্তেকাল
সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল হত্যার প্রতিবাদে মানববন্ধন