মানবতাবিরোধী অপরাধের আরেক মামলা : হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু
১৬ আগস্ট ২০২৪, ১২:২০ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ১২:২০ এএম
গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারী নিহত সিয়ামের বাবার আইনজীবী গাজী এমএইচ তামিম গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বুধবার রাতেই তদন্ত শুরু হয়েছে। ৭ দিনের দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে।
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়। গত বুধবার কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের নবম শ্রেণি শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মো: বুলবুল কবীর এ আবেদন করেন।
শেখ হাসিনা ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মো: হারুন অর রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ, কতিপয় অসাধু র্যাব কর্মকর্তা ও সদস্যসহ অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী, সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনসমূহ। আবেদনে নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে। অভিযোগে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়া এ সময়ে আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবে। সমগ্র বাংলাদেশকে ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয় ওই আবেদনে। সিয়াম সাভারে পুলিশের গুলিতে শহীদ হয়।
আবেদনে ‘অপরাধের ধরণ’ হিসেবে উল্লেখ করা হয়, ১ থেকে ৯ নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অপরাধ।
অভিযোগে বলা হয়েছে ১ নম্বর আসামি (শেখ হাসিনা) থেকে শুরু করে ৯ নম্বর আসামির নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করে। আন্দোলনকারীদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছেন।
অপরাধের ধরণের বলা হয়েছে, এক থেকে নয় নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অপরাধ।
অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম বলেন, অভিযোগ–সংবলিত আবেদনটি বুধবার দুপুরে তদন্ত সংস্থায় দাখিল করা হয়। আইনি প্রক্রিয়ায় তদন্ত সংস্থা এখন অভিযোগের তদন্ত করে ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরের কাছে জমা দেবেন। চীফ প্রসিকিউর আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা ট্রাইব্যুনালে দাখিল করবেন। এর আগে তদন্ত চলাকালে তদন্ত কর্মকর্তা চীফ প্রসিকিউটরের মাধ্যমে আসামিদের গ্রেফতারি পরোয়ানার জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভুত অভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামীলীগ সরকার ২০০৯ সালে ক্ষমতার মসনদে আরোহন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। ১৯৭৩ সালের আইনে সংশোধনী এনে গঠন করা হয় ট্রাইব্যুনাল। সংশোধনীতে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠিকেও বিচারের আওতায় আনার বিধান যুক্ত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়। সংশোধিত আইনের ভিত্তিতে ২০১০ সালের ২৫ মার্চ আওয়ামীলীগ সরকার এ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে।
এদিকে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামীলীগ এবং দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরো একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিহত মো: মেহেদীর বাবা মো: সানাউল্লাহ এ অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গ্রহণ করেছে-মর্মে জানিয়েছেন সানাউল্লাহর আইনজীবী গাজী এমএইচ তামিম। গত ২০ জুলাই গুলিতে নিহত হয় মেহেদী। ঘটনার দিন বিকেল ৫টায় মেহেদীর মাথায় গুলি লেগে মগজ বের হয়ে যায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কম্বল নিয়ে রাতে অসহায় শীতার্তদের পাশে ইউএনও
গফরগাঁওয়ে রাতে সড়কের ১জনের মৃত্যু আহত ২
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হত্যা মামলার প্রধান আসামি আটক
কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো বিএনপি
আলবেনিয়ায় ভুয়া ভিসার নামে ২৫ লাখ টাকা নিয়ে উধাও
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি