পালিয়েছেন ডিএসসিসির সেই প্রকৌশলী
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম
অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান। নানা অভিযোগে তার বিরুদ্ধে আন্দোনে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। নগরভবনের দেয়ালে তার অপকর্ম ও দুর্নীতির কথা লিখে পোস্টারিং করা হয়। এরপর আবার গত ২ সেপ্টেম্বর মিছিল নিয়ে বরখাস্ত হওয়া সেই প্রকৌশলীকে চেয়ারে বসান বিএনপি নেতাকর্মীরা। তারা ফুলেল শুভেচ্ছা জানান আশিকুরকে। এমন অভিযোগ উঠে।
এ ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলটির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপি নেতার এ ঘোষণার পর নগর ভবন ছেড়ে পালিয়েছেন আলোচিত প্রকৌশলী আশিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ভাঙ্গিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে যারা চাঁদাবাজি, দখলদারিত্বসহ নানা অপকর্ম করছে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে, রাজধানীর বিভিন্ন স্থানে একটি গোষ্ঠি বা কতিপয় দুর্বৃত্ত আমার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, দখলদারিত্বসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐ চালিয়ে আসছে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি ও নগর ভবনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে ভয়-ভীতি দেখিয়ে আসছে। এ বিষয়ে আমি স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের অপকর্মে আমার ন্য‚নতম কোন সম্পৃক্ততা নেই। আমার নাম ভাঙ্গিয়ে একটি চক্র এহেন অপ্রচার চালাচ্ছে। যারা আমার নাম ভাঙ্গিয়ে এসব অপরাধমূলক কর্মকাÐ করে আসছে, আমি তাদেরকে চিনি না। পাশাপাশি, দখলদারিত্ব, টেন্ডারবাজিসহ যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাÐ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিএনপির নাম পরিচয় দিয়ে কোন নেতাকর্মীর এসব কর্মকাÐ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ারও আহŸান জানাচ্ছি। রাজধানীর বিভিন্ন স্থানে তার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিষয়টি অবহিত করায় প্রকৌশলী ইশরাক গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানান।
একই সাথে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বে তার নাম জড়িয়ে সংবাদ প্রচার বিশেষত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে জোরপূর্বক স্বপদে পুনর্বহালের পেছনে তার ইন্ধন রয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারেরও তীব্র প্রতিবাদ জানান তিনি। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এই প্রতিবাদ করেন তিনি। যদিও ইশরাক হোসেনের এমন বিবৃতির পরপরই নগর ভবন থেকে গোপনে পালিয়ে গেলেছেন প্রকৌশলী আশিকুর রহমান। তাকে পালাতে বিএনপির নেতাকর্মী পরিচয় দেওয়া কয়েকজন সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেছেন নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ১৪ আগস্ট ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে বরখাস্ত করে ডিএসসিসি। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ ছিলেন। তবে গত ২ সেপ্টেম্বর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরভবনে ঢুকে মহড়া দেন আশিক। এরপর থেকে তিনি নগর ভবনে নিয়মিত অফিস করছেন। এ নিয়ে গতকাল দৈনিক ইনকিলাবে ডিএসসিসি যেন আশিকুরের মুল্লুক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই দিন দুপুরেই প্রকৌশলী আশিকুর পালিয়ে যান বলে জানা যায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গেঞ্জির পেছনে নাম দেখে সনাক্ত হয় দগ্ধ কামালের লাশ
দেশের শিক্ষা ব্যবস্থাকে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে ঢেলে সাজাতে হবে
আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করবে বাংলাদেশ
নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর
প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির ১১ সদস্যের
গণঅভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে অস্থিরতা ও দীর্ঘসূত্রিতা কোনটাই কাম্য নয় -এবি পার্টি
গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে : তথ্য উপদেষ্টা
ওরসের নাম ভাঙিয়ে কিছু কুচক্রি মহল দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ও মাজারের পবিত্রতা বিনষ্ট করতে পারে
মাওলানা হাজী ইউছুফের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন
গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হলে পড়াশুনার ব্যাপক মানোন্নয়ন হবে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী
মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ
রাজবাড়ীতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ সভায় হামলা-ভাংচুর, আহত ১০
মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভুমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং
বিপ্লব কুমারকে ভারতে পাচারের দাবিদার শুভকে খুঁজছে পুলিশ
সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা আলাল
গণতন্ত্র দিবসে র্যালী ও সমাবেশ সফলের আহ্বান জানালো সিলেট মহানগর বিএনপি
টার্গেট ছিল আলেম সমাজ -ওলামা মাশায়েখ সম্মেলনে মুফতী ফয়জুল করীম
আর্সেনালের সাথে চুক্তি নবায়ন করছেন আর্তেতা