শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হলে পড়াশুনার ব্যাপক মানোন্নয়ন হবে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম
শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে রাজনৈতিক প্রভাবমুক্ত করলে পড়াশুনার পরিবেশ ও মান ব্যাপকভাবে উন্নিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী। তিনি এব্যাপারে প্রধান উপদেষ্টার ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানিয়ে বলেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে জমিয়াতুল মোদার্রেছীন পূর্বের যেকোন সময়ের থেকে বর্তমানে অধিক ঐক্যবদ্ধ ও শক্তিশালী।
বৃহস্পতিবার চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরী শাখার মতবিনিময় সভায় দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংগঠনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যক্ষ মাওলানা কাযী আবুল বয়ান হাশেমী’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী বলেন, সময় এসেছে শেণিকক্ষে ফেরার। শিক্ষার্থীদের পাঠদানের প্রতি আরো মনোযোগী হতে হবে প্রত্যেককে। নিজ নিজ প্রতিষ্ঠানকে সংস্কারের মাধ্যমে ঢেলে সাজানোর এখনই উপযুক্ত সময়।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জাতিকে অন্ধকারে নিমজ্জিত করণের বিতর্কিত সিলেবাস ও কারিকুলাম বাতিল করে পূর্বের ধারায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত, মানুষের মনে আশা যুগিয়েছে। একইসাথে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যাতে রাজনৈতিক দলীয় প্রভাবমুক্ত রাখা যায় সেব্যাপারেও তিনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এতে যেমনি প্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ উন্নত হবে একইসাথে শিক্ষার্থীরা নির্বিঘেœ অধ্যাবশায়ের সুযোগ লাভ করবে। প্রতিষ্ঠানসমূহ চলবে নিজস্ব গতীতে। নিঃসন্দেহে তার এহেন দৃষ্টিভঙ্গি প্রশংসার দাবীরাখে।
জমিয়াত মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস সম্প্রতি শিক্ষার্থী ও দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে যে বক্তব দিয়েছেন তা নিঃসন্দেহে যুক্তিযুক্ত ও প্রতিটি কথা জাতির জন্য কল্যাণকর। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অঙ্গন থেকে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা। তাহলে পরিশুদ্ধ ও বৈষম্যমুক্ত দেশ গঠনের প্রক্রিয়া তরান্বিত হবে বলে আমি মনে করছি।
মহাসচিব বলেন, সকল কিছুর সাথেসাথে জমিয়াতুল মোদার্রেছীনকেও ঢেলে সাজানো হয়েছে। মাদরাসার স্বকীয়তা ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে জন্য ঐক্যবদ্ধভাবে সভাপতি এ এম এম বাহাউদ্দীনের হাতকে আরো শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে জমিয়াতুল মোদার্রেছীন পূর্বের যেকোন সময়ের থেকে বর্তমানে অধিক ঐক্যবদ্ধ ও শক্তিশালী। চট্টগ্রাম জেলা ও মহানগরী মাদরাসা শিক্ষক-কর্মচারীগণ যেমনিভাবে পূর্বেও জমিয়াতুল মোদার্রেছীনের পৃষ্ঠপোষকতায় একিভুত ছিল, ভবিষ্যতেও এর ব্যাতিক্রম হবে না। এসময় অন্যান্যদেও মাঝে বক্তব্য রাখেন, অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আলীম রেজভী, অধ্যক্ষ মাওলানা ফরিদ আহমদ, অধ্যক্ষ শহীদুল হোসাইন, মাওলানা রফিক উদ্দীন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মোক্তার আহমদ, মাওলানা আবু সালেহ, মাওলানা মুহিবুল হক, সৈয়দ হাফেজ আহমদ, মাওলানা আব্দুল খালেক শৌকি, মাওলানা একরামুল হক, মাওলানা মীর মোঃ জাহাঙ্গীর, হাফেজ মাওলানা রেদওয়ানুল হক হক্কানী, শাহ্ মোহাম্মদ আমানাত উল্লাহ, অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল নোমানী প্রমুখ। এছাড়াও চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরী শাখা জমিয়াতের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি
শুল্ক–কর বৃদ্ধির ফলে দেশের তামাক খাতে কী প্রভাব পড়বে
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ