নতুন উচ্চতায় প্রবাসী আয়
০৭ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম
অক্টোবরেও বাজিমাৎ, পাঁচ দিনে দেশে এসেছে ৪২৫ মিলিয়ন ডলার হ নিয়ম শিথিল ও প্রণোদনা উৎসাহ দেওয়ায় ইতিবাচক প্রভাব হ প্রতিদিন গড় হিসাবে আসছে ৮৫ মিলিয়ন ডলার আয়
প্রবাসী আয়ে দেশে চমক সৃষ্টি হয়েছে। হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির এই সূচকটির ঊর্ধ্বমখী অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার। অর্থাৎ, ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী এসব আয় এসেছে বলে গতকাল রোববার জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈধ পথে প্রবাসী আয় আনার ক্ষেত্রে যে নিয়মকানুন ছিল, তা শিথিল ও প্রণোদনা উৎসাহ দেওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতার দিকে ছুটছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয়। গত জুলাই মাসে প্রবাসী আয় এসেছে প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার; যা ছিল গত ১০ মাসের সর্বনি¤œ, প্রথাবিরোধী আন্দোলন ঘিরেই যা কমেছিল। অতীতের সব রেকর্ড ভেঙে ড. ইউনূস সরকারের আমলে নতুন উচ্চতার দিকে ছুটছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংক গতকাল জানায়, চলতি বছরের জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৬ হাজার ৯৬৭ মিলিয়ন ডলার। আগের বছরে, অর্থাৎ ২০২৩ সালের জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স আসে ৫ হাজার ২৩২ মিলিয়ন ডলার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রবাসী আয় কমায় ছিল চরম অসন্তোষ, যার ফলে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভও কমতে শুরু করে। ৫ আগস্ট সরকারের পতনের পর তা বাড়তে থাকে।
বাংলাদেশ ব্যাংকের গতকালের দেওয়া তথ্যানুযায়ী, ৩ থেকে ৫ অক্টোবর দুই দিনে রেমিট্যান্স এসেছে ১৭৭ মিলিয়ন ডলার। অর্থাৎ প্রতিদিনের হিসাবে এসেছে ৮৮ দশমিক ৫০ মিলিয়ন ডলার। চলতি ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এসেছে ৪২৫ মিলিয়ন ডলার। অর্থাৎ, ৫ দিনের গড় হিসাবে প্রতিদিন ৮৫ মিলিয়ন ডলার আয় এসেছে। চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড় ছিল ৭ কোটি ৫৫ লাখ ডলার।
প্রথাবিরোধী আন্দোলন ও মালয়েশিয়া বিমুখ হওয়ায় জুলাইয়ে ব্যাপক হারে কমে প্রবাসী আয়। প্রবল আন্দোলনে জুলাই মাসে প্রবাসী আয় এসেছে প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার; যা গত ১০ মাসের মধ্যে সর্বনি¤œ। মূলত প্রথাবিরোধী আন্দোলন ঘিরেই প্রবাসী আয় কমেছে। তবে তার আগের জুনে ২৫৪ কোটি ডলার আয় দেশে পাঠিয়েছেন বিশে^র বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা। জুনে দেশে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল, তা ছিল একক মাস হিসেবে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা প্রতিদিন গড়ে ৭ কোটি ৫৫ লাখ ডলার বা ৯০৬ কোটি টাকা। চলতি অক্টোবর মাসে সেই সংখ্যা থেকে আরও উচ্চতর হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি (২ দশমিক ২২ বিলিয়ন) ডলার, যা তার আগের বছরের (আগস্ট-২০২৩) একই সময়ের চেয়ে ৬২ কোটি ডলার বেশি। গত বছরের আগস্ট মাসে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলারের রেমিট্যান্স।
ব্যাংক সূত্রে জানা যায়, বৈধ পথে দেশে ডলার আনার ক্ষেত্রে যে নিয়মকানুন ছিল, বাংলাদেশ ব্যাংক তা শিথিল ও প্রবাসীদের প্রণোদনা উৎসাহ দিচ্ছে। সরকার বদলের পর তার ইতিবাচক প্রভাব পড়েছে। গত মাসে সেই ধারায় কিছুটা ছন্দপতন হলেও চলতি মাসে তার সুফল আসতে শুরু করে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২২-২৩ অর্থবছরে দেশে ২ হাজার ১৬১ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৩৯১ কোটি ডলার।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম