তাঁতীবাজারে পূজাণি ঢপে ছিনতাই : গ্রেফতার তিন ছিনতাইকারী রিমান্ডে
১৪ অক্টোবর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৩ এএম
রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে পূজা মণ।ঢপে এক নারীর চেইন ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিন ছিনতাইকারীর এক দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
গত রবিবার শুনানি শেষে পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার উপপরিদর্শক শিব্বির আহমেদ তাঁতীবাজারে পূজামÐপে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. মোশাররফ হোসেনের আদালত প্রত্যেকের এক দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।
তবে এদিন আসামিদের পক্ষের কোন আইনজীবী ছিলো না।
জানা যায়, তাঁতীবাজার ১৭ নম্বর পূজামÐপের পেছনে শুক্রবার রাত ৮টার দিকে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে ছিনতাইকারীরা তাদের চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ ঘটনায় গ্রেপ্তার তিন ছিনতাইকারীর কাছ থেকে একটি ইমিটেশনের চেইন এবং চাকু উদ্ধার হয়। তবে পূজা মÐপে কেরোসিনভর্তি বোতল ছুড়ে নাশকতার ঘটনায় এখন পর্যন্ত পূজা কমিটির পক্ষ থেকে অথবা নাশকতাকারী পালানোর সময় ছুরির আঘাতে আহত করার ঘটনায়, আহতদের পক্ষ থেকে কেউ মামলা করেনি। পরে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. রুশদ হাসান বাদী হয়ে গত ১২ অক্টোবর মামলাটি দায়ের করেন।
অন্যদিকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালত এই আদেশ দেন।
সাত দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস। এসময় আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৫ অক্টোবর ঢাকার ধানমÐি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক বার্তায় জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর গত ৬ অক্টোবর তার সাত দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পন্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা কর্মী আহত হন। যুবদল নেতা শামীম এই ঘটনায় মারা যায়। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।
আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সবশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ জামালপুর-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন। তবে গত ৫ আগস্ট তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে সরকারের পতন ঘটলে অন্য সবার মতো পদ হারান তিনিও।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়