সাবেক এমপি পোটন জেলে, ধরাছোঁয়ার বাইরে জড়িত বিএডিসির কর্মকর্তারা
১৪ অক্টোবর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৩ এএম
বিএডিসির ১২৫০ কোটি টাকার সার আত্মসাৎ এর ঘটনায় পোটন ট্রেডার্সের মালিক জেলে রয়েছেন। এতে করে ধরাছোঁয়ার বাইরে বিএডিসির কর্মকর্তারা। জানা গেছে, পোটন ট্রের্ডাসের এর মালিক সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় তার সাথে জড়িত বিএডিসির কিছু সাবেক কর্মকর্তা যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় রয়েছে। তারা মিলে বিএডিসির প্রায় ১২৫০ কোটি টাকার সার গায়েব করেছে। সেই কর্মকতার্রা বর্তমানে বিএডিসির বিভিন্ন দপ্তরে দাপটের সাথে চাকরিও করছেন।
পোটন ট্রের্ডাস এর সার আত্মসাৎ এর সময়কাল ছিল ২০১৪ থেকে ২০১৯ সাল এই সময়রে মধ্যে। পোটন ট্রের্ডাস বিএডিসির প্রায় ২ লক্ষ মেট্রিক টন সার আত্মসাৎ করে। পরবতী কিছু সার বুঝিয়ে দিলেও এখনো এক লক্ষ ৮৪ হাজার মেট্রিক টন সার বুঝিয়ে দিতে পারেনি। বিএডিসির সার পরিবহনের ম‚ল দায়িত্ব থাকে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট ডিভিশন এর ম্যানেজমেন্ট মুভমেন্ট। ম‚লত বিদেশ আমদানিকৃত সার দেশে আসার পর বিএডিসির গুদামে পৌঁছানোর পুরো দায়িত্ব পালন করে ম্যানেজমেন্ট মুভমেন্ট। পোটন ট্রেডার্স সার আত্মসাৎ এর সময়কালে যিনি ম্যানেজমেন্ট মুভমেন্ট এর দায়িত্বে ছিলেন তিনি কিভাবে দায় এড়াবেন প্রশ্ন রেখেছেন বিভিন্ন সার ডিলাররা।
সূত্র জানায়, ওই সময় দায়িত্বে ছিলেন সাবেক চেয়ারম্যান এএফএম হায়াতুল্লাহ, পরিচালক মো. আমিরুল ইসলাম, ব্যবস্থাপক মুভমেন্ট তুহিনুজ্জামান। তার সময়কালে পোটন ট্রেডার্স এর নিকট থেকে লট অনুযায়ী সার বুঝে নিত। তাহলে ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে ধরা পড়ত পোটন ট্রেডার্স এর সার আত্মসাতের ঘটনা, ম্যানেজার মুভমেন্ট মুখ্য দায়িত্ব যে লট অনুযায়ী আগত জাহাজের সার লট অনুযায়ী বুঝে নেওয়া। পরবর্তীতে পোটন ট্রেডার্স এর সার একাধিকবার সরোজমিনে অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে অনুসন্ধান করে। একাধিকবার বিএডিসিতে রিপোর্ট প্রদান করা হয় যে পোটন ট্রেডার্স এর নিকট সার আছে। বিভিন্ন সময়ে যে সবল ব্যক্তিদের সার অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় তারাও ঘুষের বিনিময়ে মিথ্যা তথ্য প্রদান করে। বিএডিসি কর্তৃক পোটন ট্রেডাসের্র সার আত্মসাৎ এর ঘটনা জানার পরও মামলা করতে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে দুদকের চাপে বিএডিসি কর্তৃক পোটন ট্রেডার্স এর নামে মামলা হয়। তিনি কেবল দায় এড়ায়নি বর্তমান বহাল তবিয়তে বিএডিসিতে চাকরি করছেন। ২০১৪ থেকে ২০১৯ সালে মো. তুহিনুজ্জামান ছিলেন বিএডিসিতে ম্যানেজমেন্ট মুভমেন্ট এর দায়িত্বে। বর্তমানে তিনি আছেন মহা-ব্যবস্থাপক ক্রয় বিভাগে।
বিএডিসির অফিস সূত্রে জানা যায়, ২০১৪ থেকে ১৯ সালে ম্যানেজমেন্ট মুভমেন্ট মো. তুহিনুজ্জামানকে ম্যানেজ করে প্রোটিন ট্রেডার্স বিএডিসির কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে তিনি এবং তার দপ্তর নিশ্চুপ ছিলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি মাহাবুবুল আলম হানিফের আশীর্বাদে ও একই এলাকায় বাড়ী ও নিকট আত্মীয় হওয়ায় বিএডিসিতে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত দাপটের সাথে চাকুরী করে এমডি তুহিনুজ্জামান ম্যানেজার মুভমেন্ট কাউকে তিনি তোয়াক্কা করতেন না। পোটন ট্রেডার্স এর সার কেলেঙ্কারির ঘটনায় কেবলমাত্র তার নাম বাদ পড়েনি, পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে মহা ব্যবস্থাপক ক্রয় বিভাগে নিয়োগ পায় সবই মাহবুবুল আলম হানিফের ছত্রছায়ায়। গত আওয়ামী লীগের সরকারের সময়ে ক্ষমতার দাপট দেখিয়ে বিএডিসিতে ত্রাস এর রাজত্ব তৈরি করেন। তার সাথে যুক্ত হন বর্তমান বিএডিসি চেয়ারম্যান অনাব আব্দুল্লাহ সাজ্জাদ ও সাবেক সদস্য পরিচালক আব্দুল সামাদ। পোটন ট্রেডার্স সার কেলেঙ্কারির ঘটনা থেকে তুহিনুজ্জামানের নাম বিভিন্ন পদ্ধতিতে অবলম্বন করে তার নাম বাদ দেওয়া হয়। পোটন ট্রেডার্স সার আত্মসাৎ করে ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে। তখন ম্যানেমেন্ট মুভমেন্ট এর দায়িত্বে ছিলেন তুহিনুজ্জামান। পরবর্তীতে তুহিনুজ্জামান মহাব্যবস্থাপক ক্রয় বিভাগে পদোন্নতি পায়। ২০২১ থেকে ২০২২ সালে তুহিনুজ্জামান এর নির্দেশে আবার কয়েকটি জাহাজের কাজ পায় পোটন ট্রেডার্স। পরবর্তীতে ২০২১ থেকে ২০২২ অর্থবছরে যে জাহাজগুলো আসে সেই সার দিয়ে পূর্বের বকেয়া সার বিএডিসিকে পরিবহনের ঘাত দেখায় এবং ২০২১-২০২২ সালের সার সরবরাহ বকেয়া পড়ে যায়। এর সম্পুর্ণ কলকাঠি নাড়ে এই তুহিনুজ্জামান যাতে তার সময়কালে সব ডেলিভারি সম্পন্ন হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করার জন্য এই জঘন্য কাজে লিপ্ত হয়। ফাঁসিয়ে দেওয়া হয় বিএডিসির সাবেক চেয়ারম্যান অমিত সরকার ও মহাব্যবস্থাপক আব্দুল হালিম ও মোহাম্মদ ইব্রাহিম হোসেনকে। মহাব্যবস্থাপক আব্দুল হালিম ও ইব্রাহিম হোসেন তাদের ২ জনের চাকুরীর সময়কাল ছিল দেড় বছর। তাদেরকে বলি বানিয়ে ধরাছোঁয়ার বাইরে থাকেন মো. তুহিনুজ্জামান। তার আমলে ২০১৪ থেকে ২০১৯ সালে পোটন ট্রেডার্স সার আত্মসাৎ করে।
বিভিন্ন সময়ে যে সকল ব্যক্তিদের সার অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয় তারাও ঘুষের বিনিময়ে মিথ্যা তথ্য প্রদান করে। বিএডিসি কর্তৃক পোটন ট্রের্ডাসের সার আত্মসাৎ এর ঘটনা জানার পরও মামলা করতে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে দুদকের চাপে বিএডিসি কর্তৃক পোটন ট্রেডার্স এর নামে মামলা হয়। তিনি কেবল দায় এড়ায়নি বর্তমান বহাল তবিয়তে বিএডিসিতে চাকরি করছেন। অর্থের বিনিময়ে তিনি এবং তার দপ্তর নিশ্চুপ ছিল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া ও আসনের সাবেক এমপি মাহাবুবুল আলম হানিফের আশীর্বাদে ও একই এলাকায় বাড়ী ও নিকট আত্মীয় হওয়ায় বিএডিসিতে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত দাপটের সহিত চাকুরী করে এমডি তুহিনুজ্জামান ম্যানেজার মুভমেন্ট কাউকে তিনি তোয়াক্কা করতেন না। পোটন ট্রেডার্স এর সার কেলেঙ্কারির ঘটনায় কেবলমাত্র তার নাম বাদ পড়েনি পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে মহা ব্যবস্থাপক ক্রয় বিভাগে নিয়োগ পায় সবই মাহবুবুল আলম হানিকের ছত্রছায়ায়।
বিএডিসিতে সিন্ডিকেট তৈরি করেন সাবেক সদস্য পরিচালক আব্দুল সামাদ বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ সামাদ ও মহাব্যবস্থাপক ক্রয় মো. তুহিনুজ্জামান। মাহবুবুল রহমান হানিফের ছত্রছায়ায় একের পর এক দুর্নীতির মাধ্যমে লুটপাট শুরু করে। অদক্ষ পরিবহন ঠিকাদার নিয়োগের মাধামে কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য করেন।
বিগত বছরে যে সবল অদক্ষ পরিবহন ঠিকাদার টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন ওই সকল পরিবহন ঠিকাদার বিএডিসির আমদানিকৃত সার দীর্ঘদিন ধরে পরিবহন করছে না।
এ ব্যাপারে বিএডিসির মহা ব্যবস্থাপক (ক্রয়) মো. তুহিনুজ্জামান বলেন, বিএডিসির সার পরিবহনের ম‚ল দায়িত্ব থাকে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট ডিভিশন এর ম্যানেজমেন্ট মুভমেন্ট। ওই সময় যারা দায়িত্বে ছিল তারা বলতে পারবে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।
বিষয়টি নিয়ে বিএডিসির মহাব্যবস্থাপক (তদন্ত) মেরিনা সারমিন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া যায়নি। বিএডিসির চেয়ারম্যান রুহুল অমিন খান জানান, কয়েকজনের নামে এ ব্যাপারে অভিযোগ আছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে