প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার প্রধানের সাক্ষাৎ
৩১ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের মানবাধিকার প্রধান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের সত্য অনুসন্ধান মিশনের কাজ এবং ঢাকা সফরে তার উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের বিষয়ে অবহিত করেন।
ভলকার টুর্ক প্রধান উপদেষ্টাকে জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অত্যাচারের বিষয়ে তদন্তরত জাতিসংঘের স্বাধীন সত্য অনুসন্ধান মিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন চূড়ান্ত করার আশা করছে।
তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ নিয়েও আলোচনা করেন, যা বর্তমানে বিপ্লব এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের তদন্তে সহায়তা করছে।
টুর্ক বলেন, সংশোধনের জন্য বহু কিছুই রয়েছে। তিনি স্বৈরাচারী শাসনের সময় সংঘটিত বহু জোরপূর্বক গুমের ঘটনা নিয়ে তদন্তকারী কমিশনের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।
তিনি জানান, তার অফিস তদন্ত কমিশনকে সমর্থন দিচ্ছে। তিনি জাতীয় মানবাধিকার কমিশনকে ‘স্বাধীন’ এবং ‘সম্পূর্ণ কার্যকর’ করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। তার অফিস ঢাকায় তাদের উপস্থিতি শক্তিশালী করতে চায় বলেও জানান ভলকার টুর্ক।
প্রধান উপদেষ্টা বাংলাদেশে সফরের জন্য জাতিসংঘের মানবাধিকার প্রধানকে ধন্যবাদ জানান এবং বিপ্লবের সময় সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, বাংলাদেশের মানুষ আপনার এই সফরে আনন্দিত এবং কৃতজ্ঞ।
প্রধান উপদেষ্টা আরও জানান, তার সরকার প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং উন্নয়ন ও মানবাধিকারের সহাবস্থান নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে। তার সরকার পূর্ববর্তী সরকারের ভুল ও অপরাধের পুনরাবৃত্তি করবে না।
জাতিসংঘের মানবাধিকার প্রধান এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। বিশেষ করে মিয়ানমারে সহিংসতা থেকে পালিয়ে আসা হাজার হাজার নতুন রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়ের বিষয়টি তাদের আলোচনায় গুরুত্ব পায়।
টুর্ক রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং এ সংকটের সমাধানে স্থায়ী প্রচেষ্টার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা রাখাইন রাজ্যে একটি নিরাপদ অঞ্চল তৈরি করতে জাতিসংঘের সহায়তা চান, যেন ওই অঞ্চলের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ তাদের বাড়ির কাছাকাছি থাকতে পারেন।
এ বিষয়ে উভয়ে ‘গতি আনতে’ আঞ্চলিক সমস্যা হিসেবে এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম স্থায়ী সমাধানের জন্য আসিয়ানকে শক্তিশালী ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফরিদপুরের বাড়িতে এসে পৌঁছেছে মামা-ভাগ্নের লাশ
সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন টেটা বৃদ্ধ, আহত ১০
হাসিনাকে কি বাংলাদেশে নির্বাসিত করা হবে?
জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সেবা সহজীকরণ অনুষ্ঠান
লাকসামে বিএনপির আজিম-কালাম গ্রুপ মুখোমুখি: ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মহড়া
ভুয়া পেইজে ঢাবি প্রশাসনসহ অনেকের বিরুদ্ধে অপপ্রচার, এডমিন ঢাবি ছাত্রদল নেতা
ইটনায় বিএনপির স্বাধীনতার বিজয় উৎসবে নেতাকর্মী ও জনতার ঢল এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পাবে: ফজলুর রহমান
ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিয়ের করার সময় যে সমস্ত খেয়াল রাখা প্রসঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
`আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে'
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক