ঢাকা   শনিবার, ০২ নভেম্বর ২০২৪ | ১৮ কার্তিক ১৪৩১

সাত কলেজের একাডেমিক কার্যক্রম ২ দিন বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

Daily Inqilab অনলাইন ডেস্ক

০২ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করতে কমিশন না করার প্রতিবাদে রোব ও সোমবার সাত কলেজের সব ধরনের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে সবগুলো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার বিষয়ে বলা হয়েছে। শনিবার (২ নভেম্বর) ঢাকা কলেজে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর বলেন, আমরা সাত কলেজ শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবির আন্দোলন করছি। ঢাবির অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি বেশ পুরোনো। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির যৌক্তিকতা উপলব্ধি করে তারা আমাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছেন।

তিনি বলেন, সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেকে নেন। সেখানে সাত কলেজ শিক্ষার্থীরা উপস্থিত হয়ে আমাদের আন্দোলনের ন্যায্যতা সম্পর্কে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা অনুধাবন করে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ছাড়াও আমরা ধারাবাহিকভাবে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। তাদের ডাকে সাড়া দিয়ে আমাদের দাবি ও আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরছি। সর্বমহলে আমরা আমাদের দাবির বিষয়ে সমর্থন পেয়েছি।

এই শিক্ষার্থী প্রতিনিধি বলেন, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথেও আমরা সাক্ষাৎ করেছি। সভায় দুই উপদেষ্টা আমাদের দাবি ও আন্দোলন সম্পর্কে জানতে চান। এরপর তারা আমাদের সাত কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাইরে পৃথক প্রশাসনিক ভবনে কার্যক্রম চালানোর প্রস্তাব দেন। কিন্তু আমরা চেয়েছি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। তাই ওই আলোচনায় কোনো সিদ্ধান্ত আসেনি। পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই এ সভা শেষ হয়। উপদেষ্টাদের সঙ্গে সভা শেষ হওয়ার একই সময়ের মধ্যে আমরা খবর পেয়েছি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে। তবে তাদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে, যেখানে তাদের বিষয়টা আলাদাভাবে দেখা হবে।

তিনি বলেন, ‘সাত কলেজের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে শিক্ষা উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সাথে সাত কলেজের প্রতিনিধিরা কথা বলেছেন। তাদের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সাত কলেজের প্রশাসনিক কাজ আলাদাভাবে করার ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে উপদেষ্টাদের বৈঠকে সাত কলেজের বিষয়ে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি। সাত কলেজের শিক্ষার্থীরা প্রেস সচিবের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।

প্রেস সচিব আরও বলেন, ‘সাত কলেজের জন্য আলাদা রেজিস্ট্রার থাকবে, ডেডিকেটেড কর্মকর্তা থাকবে। এগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে করা হবে। আমরা শিক্ষার্থীরা সাত কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে এমন যে কোনো ধরনের প্রশাসনিক কাঠামো তৈরির বিপক্ষে।’

সাত কলেজ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাবি শিক্ষার্থীরা কেউই এখন আর এ অধিভুক্তি চাচ্ছেন না। আমরা সাত কলেজের শিক্ষার্থীরাও অধিভুক্তি বাতিলের আন্দোলনে রয়েছে। এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি, হঠাৎ করে ঢাবি অধিভুক্তি বাতিল করে দিয়ে সাত কলেজকে পেছনের দিকে ঠেলে দেওয়ার দুরভিসন্ধি হচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, সাত কলেজের শিক্ষার্থীরা এ ধরনের সিদ্ধান্ত যেকোনো মূল্যে প্রতিহত করবে। অধিভুক্তি বাতিল করার আগে অবশ্যই সাত কলেজের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর বডি তৈরি করতে হবে। যে সমাধানকে আমরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলছি। আমরা আমাদের অধিকার আদায়ের মূল দাবি থেকে সরে আসবো না। সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের যে দাবি, সেটি আমাদের থাকবেই।

তিনি বলেন, দ্রুত সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে। সাত কলেজ নিয়ে যে কোনো ধরনের চক্রান্ত প্রতিরোধ, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের অবিবেচক বক্তব্য প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় তিনি দুদিনের কর্মসূচি ঘোষণা করেন। সেগুলো হচ্ছে— আগামীকাল রোব ও সোমবার সাত কলেজের অভ্যন্তরীণ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা একাডেমিক কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না। একইসঙ্গে সাত কলেজের সবগুলো ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচিতে অংশ নেবেন।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রামগড়ে বিজিবি কর্তৃক ভারতীয় মদ জব্দ

রামগড়ে বিজিবি কর্তৃক ভারতীয় মদ জব্দ

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই: সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এড. এমরান চৌধুরী

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই: সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এড. এমরান চৌধুরী

‘শত্রুর’ তালিকায় ভারতকে যুক্ত করলো কানাডা

‘শত্রুর’ তালিকায় ভারতকে যুক্ত করলো কানাডা

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পরিবহণ শ্রমিক নিহত

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পরিবহণ শ্রমিক নিহত

শপথ নিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর কামরুল আহসান এমরুল

শপথ নিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর কামরুল আহসান এমরুল

প্রশাসনিক প্রতিবেদন তৈরির উদ্যোগ নিয়েছে ডিএসসিসি

প্রশাসনিক প্রতিবেদন তৈরির উদ্যোগ নিয়েছে ডিএসসিসি

জনকল্যাণে ১০ কোটি টাকার তহবিল নিয়ে সিলেটে কার্যক্রম শুরু হলো ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাষ্টের !

জনকল্যাণে ১০ কোটি টাকার তহবিল নিয়ে সিলেটে কার্যক্রম শুরু হলো ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাষ্টের !

'এবার শো-রুম উদ্বোধন করতে গিয়ে বাঁধার মুখে পড়লেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী'

'এবার শো-রুম উদ্বোধন করতে গিয়ে বাঁধার মুখে পড়লেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী'

অর্থ চুরিতে ফার্স্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার : চরমোনাই পীর

অর্থ চুরিতে ফার্স্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার : চরমোনাই পীর

সমকামীকতা বান্ধব আইনের খসড়া প্রণয়নের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ

সমকামীকতা বান্ধব আইনের খসড়া প্রণয়নের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ

খুলনায় ডাকবাংলো মোড়ের জাতীয় পার্টির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ

খুলনায় ডাকবাংলো মোড়ের জাতীয় পার্টির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ

ভৈরবে গ্রেপ্তার এড়াতে বাড়িছাড়া ৫ হাজার নারী-পুরুষ

ভৈরবে গ্রেপ্তার এড়াতে বাড়িছাড়া ৫ হাজার নারী-পুরুষ

কাল লেবানন থেকে দেশে ফিরবেন ৭০ বাংলাদেশি

কাল লেবানন থেকে দেশে ফিরবেন ৭০ বাংলাদেশি

যশোরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত ২ সন্ত্রাসী আটক

যশোরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত ২ সন্ত্রাসী আটক

যশোরে কিশোর গ্যাং ও ছিনতাইকারী দলের ৩ সদস্য আটক, বার্মিজ চাকু, মোটরসাইকেল জব্দ

যশোরে কিশোর গ্যাং ও ছিনতাইকারী দলের ৩ সদস্য আটক, বার্মিজ চাকু, মোটরসাইকেল জব্দ

অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে দশ জেলায় মোবাইল কোর্ট নামছে নীতিমালা প্রণয়নের দাবি আটাব নেতৃবৃন্দের

অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে দশ জেলায় মোবাইল কোর্ট নামছে নীতিমালা প্রণয়নের দাবি আটাব নেতৃবৃন্দের

বকশিবাজার মসজিদের জমি দখলকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদ করতে হবে বিক্ষোভ সমাবেশে মুসল্লিবৃন্দ

বকশিবাজার মসজিদের জমি দখলকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদ করতে হবে বিক্ষোভ সমাবেশে মুসল্লিবৃন্দ

সমকামীকতা বান্ধব আইনের খসড়া প্রণয়নের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ

সমকামীকতা বান্ধব আইনের খসড়া প্রণয়নের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ

তারাকান্দায় ফুটবল খেলাকে ঘিরে সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ীর বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ,আটক -৩

তারাকান্দায় ফুটবল খেলাকে ঘিরে সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ীর বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ,আটক -৩

সেনবাগ পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সেনবাগ পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত