৭ নভেম্বর ও আগষ্ট বিপ্লব’র চেতনা গণতন্ত্র নিশ্চিত করা : বাংলাদেশ ন্যাপ
০৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের চেতনায় বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করার’ আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয় বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং জুলাই বিপ্লব সকল সময় গণতন্ত্র, মানুষের বাক-ব্যাক্তি স্বাধীনতা ও জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠায় অনুপ্রেরনা। সকলকে মনে রাখতে হবে ৭ নভেম্বর ও আগস্ট বিপ্লবের চেতনা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রকে নিশ্চিত করা।’
বুধবার (০৬ নভেম্বর) গণমাধ্যমে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে প্রকৃত অর্থে বাংলাদেশের সার্বভৌম মর্যাদা প্রতিষ্ঠার সূচনা হয়। প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক বাংলাদেশ। ২০২৪ সালেও জুলাই-আগষ্ট বিপ্লবে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসীবাদী শাসনের অবসান হয়ে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হয়েছে। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে।’
তারা বলেন, ‘৭ নভেম্বরের চেতনাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা। জুলাই-আগষ্টের চেতনার মধ্য দিয়ে ৭ নভেম্বরের মত জাতিকে সকল প্রকার ফ্যাসীবাদ হতে মুক্তি দিতে হবে। মনে রাখতে হবে, গত ১৫ বছরে আওয়ামী লীগ ও তার দোষররা যা করেছে, সেটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। ফ্যাসীবাদ যাতে আর কখনো প্রতিষ্ঠি হতে না পারে তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
নেতৃদ্বয় আরো বলেন, চারপাশে আলোচনা চলছে দেশকে বি-রাজনৈতিক করণের প্রক্রিয়া চলছে। যা কোনোভাবে কাম্য নয়। জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তোর চিন্তা করছে জনগন। মনে রাখতে হবে আমাদের মুল সমস্য হলো রাজনৈতিক। রাজনৈতিক সমস্যার সমাধানের অন্তর্র্বতী সরকার কি পদক্ষেপ নিয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ’ তারা বলেন, ‘অর্ন্তবর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে কি না, তার বৈধতা আছে কি না ? এ বিষয়ে কথা বলা গণঅভ্যুত্থানের আকাঙ্খার সাথে সাংঘর্ষিক। সংবিধান জনগণের জন্য। সরকার জনকল্যাণের জন্য। তাই ‘ডকট্রিন অব নেসেসিটি’র আওতায় সংবিধান সংশোধনে যাওয়া উচিত। আমাদের বর্তমান সংবিধানে স্বৈরাচারী হওয়ার অনেকগুলো উপাদান রয়েছে। ১৯৭২-এর সংবিধানেও তা ছিল। পরবর্তী সময়ে সংশোধনীগুলোর মাধ্যমে এ ধরনের আরও কিছু উপাদান যুক্ত করা হয়েছে।’
নেতৃদ্বয় বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস ও সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা প্রয়োজন। নতুন সাংবিধানিক কাঠামো লাগবে। তাহলেই এই গণঅভ্যুত্থান টেকসই হবে। সংস্কার ছাড়া এক দল থেকে আরেক দলে ক্ষমতা গেলে জনমানুষের আশার প্রতিফলন হবে না। ৭ নভেম্বর ও জুলাই আগষ্টের চেতনায় জাতীকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করতে হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় ছাত্র আন্দোলনে হতাহতের সহায়তা প্রদান অনুষ্ঠানে রেজাউল করিম বাদশা
আনিসুল হক- বান্ধবী তৌফিকা করিমের সম্পদ বাজেয়াপ্ত করতে দুদকে আবেদন
ফুলবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
আওয়ামী লীগের নির্যাতনে এলাকায় আসতে নাপারায় ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফাহিম চৌধুরী
দ্বিতীয় মেয়াদে ট্রাম্প, আমেরিকায় অভিবাসন ও শুল্কে বৈরী নীতির মুখে পড়তে পারে মোদির ভারত
পূর্বাচলে চলছে সেমস-গ্লোবাল আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনী
পুরো বাংলাদেশ শহীদের রক্তে রঞ্জিত - চাঁদপুরে জামায়াতের সরকারি সেক্রেটারি
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শেরপুরে বাজার অভিযানে টাস্কফোর্স কমিটি ও সেনাবাহিনী।
আশুলিয়ায় প্রায় ৫০০ শতাধিক তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
সিপাহী- জনতার বিপ্লব: ৭ নভেম্বর থেকে ৫ আগস্ট
৭ দিনের মধ্যে খুবির জমি অধিগ্রহণের ঘোষণা না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
জুটি ভাঙলেন তাসকিন
'কেন বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রিয়াংকা, এবার ফাঁস করলেন সেই তথ্য'
বৈধতা লাভে বাংলাদেশিদের পাসপোর্ট করিয়ে নেয়ার তাগিদ কনসাল জেনারেলের
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার
গাজীপুরে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রথম সংকেত পাঠাল ইরানের কাওসার ও হুদহুদ উপগ্রহ
মঠবাড়িয়ায় ৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ১৮ হাজার টাকা জরিমানা
বাজপাখির আক্রমণে শিক্ষার্থী আহত
আগামীকাল থেকে বান্দরবানে পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে।