স্বৈরাচারের দোসররা এখনও চাকরিতে বহাল, যা বললেন ফাহাম
০৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম
স্বৈরাচারের দোসরদের এখনও চাকরিতে বহাল নিয়ে বিশিষ্ট লেখক, রাজনীতিবীদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম এক উদ্ধেগ প্রকাশ করেছেন। বুধবার (৬ নভেম্বর) নিজের ভেরিফাইড আইডিতে তিনি এ মন্তব্য করেন। দৈনিক ইনকিলাব পাঠকদের সুবিদ্ধার্ধে তার লেখাটি হুবহু তুলে ধরা হলো-
ফাহাম আব্দুস সালাম লিখেন, জেনারেল ওয়াকার সাহেব, কর্নেল ও ঊর্ধ্বতন কর্মরত অফিসারদের চাকরির মেয়াদ ২ বছর বাড়াতে কাজ শুরু করেছেন। এই কাজটা করলে আওয়ামী অফিসারদের চাকরির মেয়াদ বাড়বে। ন্যাচরাল এট্রিশানের কারণে যাদের চাকরি যেতো, তারাও চাকরি করতে থাকবে। মনে রাখবেন যেসব জেনারেলদের এই মুহূর্তে জেলে থাকা উচিত তাদের অনেকে এখনও বহাল তবিয়তে চাকরি করছেন। এছাড়া এরা আরও লম্বা সময় ধরে চাকরি করবেন তারা।
তিনি আরও লিখেন, জুলাই বিপ্লবের সময় আনসার বাহিনীর প্রধান মেজর জেনরেল আমিনুল হক, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীমের ভাই বলে জেনারেল হয়েছিলেন। উনি আমার কলেজের এক্স-ক্যাডেট এবং ওনার কনটেম্পোরারি প্রত্যেকে বলেন যে- তিনি কর্নেল হওয়ার যোগ্য কোনো অফিসার না। তিনি এখনও চাকরি করছেন। এই যে হেলিকপ্টার থেকে ছাত্রদের ওপর গুলি করা হয়েছিল, এর কারিগর মেজর জেনরেল বাকী এখনও চাকরি করছেন। এমনকী যেই লে. কর্নেল রেদোয়ান সরাসরি ছাত্রদের ওপর গুলি করেছে (ভিডিওতে আছে) সেও চাকরি করছে। যারা আমাদের সন্তানদের হত্যার সহযোগী কিংবা সরাসরি দায়ী। এরা তো চাকরি করছেই, চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়বে। আর মিড লেভেলের যেসব অফিসার ছাত্রদেরকে একচুয়ালি বাঁচিয়েছে, তাদের প্রমোশান দুই বছর আটকে যাবে।
ফাহাম লিখেন, কম করে হলেও সরকারের কয়েকশ’ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এই খরচ বহন করবে ভবিষ্যতের রাজনৈতিক (বিএনপি, জামায়াত, ছাত্র ও জাতীয়) সরকার। মেজর স্টেক হোল্ডারদের সম্মতি না নিয়ে এই ধরনের ভয়ঙ্কর এক্সপেন্সিভ সিদ্ধান্ত নেওয়া উচিত কি না সেই বিষয়ে পলিটিকাল স্টেক হোল্ডারদের আওয়াজ তোলা উচিত। বাজেট করবেন আপনারা আর সিদ্ধান্ত নেবে নন-পলিটিকাল সরকার। এটা একেবারেই অগ্রহণযোগ্য।
ফাহাম লিখেন, বিএনপি, জামায়াত ও ছাত্ররা যদি মনে করেন এই সিদ্ধান্ত দেশের স্বার্থ বিরোধী। আপনাদের স্পষ্ট করে বলা উচিত।বাংলাদেশের সরকার সিরিয়াস একেনমিক সংকোচনের মধ্যে আছে। এই পরিস্থিতিতে মিলিট্ৰি এই ধরনের চিন্তা করে কীভাবে। যার কারণে সরকারের শত শত কোটি টাকা এক্সট্রা খরচ হবে? দুদিন আগে আন্দাজে বলেছিলাম আরও লিউটেনেন্ট জেনরেল পদ ক্রিয়েট করা হবে।গতকাল শুনলাম আসলেই নাকি হচ্ছে। যেই কাজ আগে ব্রিগেডিয়ার করতো সেই একই কাজ এখন লিউটেনেন্ট জেনারেল করবে। এতে সরকারের খরচ হবে কোটি কোটি টাকা (ফর নাথিং)।
ফাহাম লিখেন, বাংলাদেশের পলিটিকাল এক্টররা যদি ভবিষ্যতে দেশ রুল করার ব্যাপারে সিরিয়াস হন, এসব ফাইজলামি বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের এসব ল্যাটকা ইনস্টিটিউশান প্রেম আপনারা আজকে আশকারা দেবেন তো কালকে আপনারাই এর কাফফারা দেবেন। কালকে এরাই আপনাদের বলবে আমাদের আলাদা এয়ারলাইন্স লাগবে, শপিং মল লাগবে, দুইটা উপজেলা লাগবে। মনে রাখবেন, এই আর্মি আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি। আপনাদেরকেও ভবিষ্যতে পারবে না। আপনারা জনস্বার্থে সিদ্ধান্ত নিন। এডাল্টদের মতো আচরণ করুন।
তিনি লিখেন, আমি ইউনুস সাহেব ও বর্তমান সরকারকে অনুরোধ করছি, এসব দেশের স্বার্থবিরোধী অন্যায় আবদার এন্টারটেইন করবেন না। আল্লাহর ওয়াস্তে সিরিয়াস হন। সরকারি খরচ বাড়ে, এমন সিদ্ধান্ত নিয়ে ব্যাড প্রিসিডেন্স তৈরি করবেন না।
উল্লেখ্য, বিমান বাহিনী ও নৌ বাহিনীর ২ বছরের এক্সট্রা চাকরি করার সাথে সমন্বয় করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন