কাকরাইল মসজিদ ও বিশ্ব ইজতেমা একক নিয়ন্ত্রণের ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এলেন জুবায়েরপন্থিরা
১৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
কাকরাইল মসজিদ ও বিশ্ব ইজতেমা একক নিয়ন্ত্রণের ঘোষণা থেকে অবশেষে সরে এসেছেন তাবলিগের জুবায়েরপন্থিরা।আগের নিয়ম মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার রাতে ওলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ থেকে ‘কাকরাইল মসজিদ ও তাবলিগ বিষয়ে জরুরি বিবৃতি’তে এ তথ্য জানানো হয়।
মাওলানা শাহরিয়ার মাহমুদ প্রেরিত ওই বিবৃতিতে বলা হয়, গতকাল (১২ নভেম্বর) বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ওলামা মাশায়েখ বাংলাদেশের নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী ২০২৫ সালের এপ্রিল মাসে তাবলিগের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়
ফলে দেশের বৃহত্তর স্বার্থে এপ্রিল ২০২৫ পর্যন্ত কাকরাইল মসজিদে অবস্থানের বিষয়ে পূর্বের নিয়ম মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার ব্যাপারে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও কাকরাইলের পক্ষ থেকে সবাই একমত পোষণ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, দিল্লির মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসবেন না মর্মে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়। শুরায়ী নেজামের বিশ্ব ইজতেমা আগামী ৩১ জানুয়ারী, ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে ওলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মাওলানা শাহরিয়ার মাহমুদ।
উল্লেখ্য, তাবলিগ-জামাতের বিবাদমান দ্বন্দ্বের পর থেকে বিগত ৭ বছর যাবত প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিগত সরকারের এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাদপন্থিরা।
গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জুবায়েরপন্থিদের সমর্থক ওলামা মাশায়েখ বাংলাদেশের মহাসম্মেলন থেকে কাকরাইল মসজিদ ও টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে করাসহ ৯ দফা দাবি জানানো হয়। ১৫ নভেম্বর কাকরাইল মসজিদ থেকে না সরার ঘোষণা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ওলামা মাশায়েখ বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা কেন্দ্রিক সাদপন্থিদের কোনোরকম সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে ২৪ ঘণ্টার নোটিশে রাজধানী ঢাকা অচল করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বুধবার পালটা সংবাদ সম্মেলনে সাদপন্থিরা জানান, কাকরাইল মসজিদের একটি অংশে এমনিতেই জুবায়েরপন্থিরা সারা বছর মাদরাসার নামে আলাদা অবস্থান নিয়ে থাকেন। কিন্তু হেফাজতপন্থি আলেমদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়েরপন্থিরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল মসজিদ স্থায়ীভাবে দখল নেওয়ার ঘোষণা দেওয়াকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা করছি।
সরকারি সিদ্ধান্ত মেনে উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসন দরকার। এ বিষয়ে বাড়াবাড়ি না করে পূর্বের মতো কাকরাইল মসজিদ, বিশ্ব ইজতেমা ও সারাদেশে আলাদা আলাদা কার্যক্রম পরিচালনা করলে সংঘাত হবে না।
এছাড়া কাকরাইল মার্কাজ (তাবলিগ জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়) সম্পূর্ণভাবে নিজামুদ্দীনের অনুসারীদের হাতে বুঝিয়ে দেওয়াসহ ৭ দফা দাবি জানিয়েছেন মাওলানা সা’দের অনুসারীরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শম্ভুর বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাৎ অভিযোগ
স্কুল থেকে ফেরার পথে তেলবাহী লরির ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর
জামিন পেলেন সেই চার শিশুর বাবা জামাল মিয়া
কাল জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলনের সমাবেশ
ভেনেজুয়েলার বিপক্ষে ব্রজিলের একাদশে একটি পরিবর্তন
ভারতের সাথে সম্পর্ক নিয়ে বাংলাদেশ সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম কী বলেছেন?
ভুল ত্রুটি হয়েছে বলেই আহতরা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে আসে
নির্বাচন কত দ্রুত হবে, তা ঠিক করবে সংস্কারের গতিই : এএফপিকে ড. ইউনূস
বিশ্বনাথ এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু
মানিকগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ভয়াবহ পর্যায়ে পৌঁছালো দিল্লির বায়ুদূষণ, স্থগিত ফ্লাইট
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি সোলাইমান
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ৯
বিমানবন্দরে যাত্রীদের ওয়েটিং লাউঞ্জ চালু হচ্ছে সন্ধ্যায়
বিশেষ পদ্ধতিতে নেয়া ৮টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার যুবক
বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টে ইলহাম আলিয়েভ
বাইডেনের সঙ্গে বৈঠকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত
রাস্তায় নামার পর আহতদের দেখতে গেলেন হাসনাত, ফেসবুকে সমালোচনা
দেশকে বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছিলেন শেখ হাসিনা: রিজভী
বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন