ঢাকা   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১

হজযাত্রায় বিপর্যয়ের আশঙ্কা

Daily Inqilab শামসুল ইসলাম

২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম

.অনেক যাত্রী এখনো পাসপোর্ট পায়নি

. ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধির দাবি

১৪৪৬ হিজরির পবিত্র হজযাত্রায় কোটা পূরণে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আজ সোমবার পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মাত্র ২১ হাজার হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। এর মধ্যে শুক্রবার ও শনিবার সরকারি ছুটি।

 

হজযাত্রীরা ছুটির দু’দিন বাদে আর মাত্র তিন সময় পাচ্ছেন নিবন্ধনের। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর হজে যাওয়ার কথা। প্রাক-নিবন্ধিত আরো ৪৬ হাজার যাত্রী এখনো চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেনি। ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর অনেক দুর্নীতিবাজ কালো টাকার মালিক কোটিপতিরা গা-ঢাকা দিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে অনেকেই নিবন্ধনের টাকা জোগাতে পারছে না।

 

এছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর জেলাসহ বিভিন্ন জেলায় এবার ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা কবলিত জেলার হজযাত্রীরা আর্থিক সঙ্কট এখনো কাটিয়ে উঠতে পারেননি। তা’ই হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে তারা হিমসিম খাচ্ছেন। এছাড়া নতুন ধান আলু এখনো ওঠেনি। অনেক হজযাত্রী নতুন ফসল ঘরে ওঠলে তা’ বিক্রি করে হজের টাকা জমা দেন।

 

গত হজে হজযাত্রীরা ২ লাখ টাকা জমা দিয়েই হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পেরেছিল। ফ্যাসিস্ট হাসিনার পতনের আগের দিন অযৌক্তিকভাবে হজযাত্রী নিবন্ধনের ২ লাখ টাকার স্থলে ৩ লাখ টাকা জমা দিয়ে নিবন্ধনের সিদ্ধান্ত নেয়ায় এক সাথে তিন লাখ টাকা জমা দিয়ে অনেকেই নিবন্ধন করতে নিরুৎসাহিত হচ্ছেন।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী জুনের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের নিযুক্ত বিজনেস অটোমেশনের প্রধান সমন্বয়কারী সাবেক উপ-সচিব বজলুল হক বিশ্বাস আজ সোমবার ইনকিলাবকে জানান, গতকাল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৫৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৩০৭ জন হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে। এখনো ৪৬ হাজার প্রাক-নিবন্ধিত হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেননি। হজ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত অভিজ্ঞ মহল সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন।

 

সরকার এবার দু’টি হজ প্যাকেজ ঘোষণা করেছে এ ক্যাটাগরি হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা এবং বি-ক্যাটাগরি হজ প্যাকেজের মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করেছে (কোরবানি ও খাবার বাদে)। হজ প্যাকেজের মূল্যের বাইরে কোরবানি ও খাবারের টাকা হজযাত্রীদের সাথে নিয়ে যেতে হবে।

 

আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ হজযাত্রী নিবন্ধনে আশানুরুপ সাড়া না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ সোমবার ইনকিলাবকে বলেন, অনেক হজযাত্রী পাসপোর্ট হাতে পেতে বিলম্ব হওয়ায় নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারছেন না।

 

তিনি হজযাত্রী নিবন্ধনে ধীরগতির কারণ উল্লেখ করে বলেন, এবার চট্টগ্রাম, সিলেট, রংপুর বিভাগসহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা কবলিত এলাকার হজযাত্রীরা হজের নিবন্ধনের টাকা জোগাতে হিমসিম খাচ্ছেন। তা’ছাড়া অনেক গ্রামাঞ্চলের কৃষকরা ধান আলু ঘরে ওঠার পর তা’ বিক্রি করে হজে টাকা জমা দেন।

 

এসব কারণে তিনি আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের আশু হস্তক্ষেপ কামনা করেন। হাবের সাবেক মহাসচিব ফরিদ আহমদ মজুমদার রাতে ইনকিলাবকে বলেন, নানা কারণে হজযাত্রী নিবন্ধন কার্যক্রমে আশানুরুপ সাড়া পাওয়া যাচ্ছে না।

 

তিনি বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, অনেক হজযাত্রী নতুন পাসপোর্ট তৈরির জন্য কাগজপত্র জমা দিলেও পাসপোর্ট অধিদপ্তর যথাসময়ে হজযাত্রীদের পাসপোর্ট সরবরাহ করতে পারছে না। তিনি এ বিষয়টি বিবেচনায় নিয়ে হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির জোর দাবি জানান।

 

বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দের সদস্য সচিব মোহাম্মদ আলী আজ রাতে ইনকিলাবকে বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে হজযাত্রীরা নানাভাবে নিগৃহীত হয়ে আসছেন। তিনি বলেন, রুট টু মক্কার নামে হাজীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং লাগেজ পেতে হাজীর চরম বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে।

 

তিনি হজযাত্রীদের সুবিধার্থে রুট টু মক্কার সাথে চুক্তি বাতিল এবং প্রত্যেহ হজ লাইন্সের অনুকূলে হজযাত্রী কোটা পূর্বের ন্যায় ১০০ কোটা নির্ধারণে জোর দাবি জানান। তিনি হজযাত্রীদের বাংলাদেশের কোট পূরণের সুবিধার্থে ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের আশু হস্তক্ষেপ কামনা করেন।

 

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ ) মো.মতিউল ইসলাম আজ তার দপ্তরে ইনকিলাবকে বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় সীমা বৃদ্ধির এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তিনি এ ব্যাপারে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চিন্ময়ের মুক্তির দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

চিন্ময়ের মুক্তির দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

ভারতে ইলিশ রফতানি বন্ধ চেয়ে করা রিট খারিজ

ভারতে ইলিশ রফতানি বন্ধ চেয়ে করা রিট খারিজ

চিন্ময় কৃষ্ণ দাশ আটকের প্রতিক্রিয়ায় শাহবাগে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

চিন্ময় কৃষ্ণ দাশ আটকের প্রতিক্রিয়ায় শাহবাগে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

সেন্টমার্টিনে চলবে পর্যটকবাহী জাহাজ

সেন্টমার্টিনে চলবে পর্যটকবাহী জাহাজ

বরগুনায় বিদেশী পিস্তলসহ ২৭ মামলার আসামী জাকির গ্রেপ্তার: গুলিবিদ্ধ-১

বরগুনায় বিদেশী পিস্তলসহ ২৭ মামলার আসামী জাকির গ্রেপ্তার: গুলিবিদ্ধ-১

শাহবাগে চিন্ময় কৃষ্ণ আটকের প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ

শাহবাগে চিন্ময় কৃষ্ণ আটকের প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ

‘নির্বাচনের ট্রেন চলছে, এমন ধারণা দিতে নতুন কমিশন গঠন করেছে সরকার’

‘নির্বাচনের ট্রেন চলছে, এমন ধারণা দিতে নতুন কমিশন গঠন করেছে সরকার’

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ‘মাদক কারবারি’ আটক

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ‘মাদক কারবারি’ আটক

শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা

শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা

যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার হবে ততই অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে-নুরুল ইসলাম মণি

যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার হবে ততই অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে-নুরুল ইসলাম মণি

পুলিশ শিক্ষার্থীদের মুখোমুখি হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারতো : নাহিদ ইসলাম

পুলিশ শিক্ষার্থীদের মুখোমুখি হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারতো : নাহিদ ইসলাম

বাচ্চারা প্রাপ্ত বয়স্ক হলেই হলিউড ছাড়বেন অ্যাঞ্জেলিনা জোলি

বাচ্চারা প্রাপ্ত বয়স্ক হলেই হলিউড ছাড়বেন অ্যাঞ্জেলিনা জোলি

উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ

উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ

বল হাতে বাংলাদেশের ভালো শুরু

বল হাতে বাংলাদেশের ভালো শুরু

দিনাজপুরের বোচাগঞ্জে ২ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের বোচাগঞ্জে ২ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

কমলো সোনার দাম, ভরি ১ লাখ ৪০ হাজার টাকা

কমলো সোনার দাম, ভরি ১ লাখ ৪০ হাজার টাকা

আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ ৫৯ তম রাউন্ড ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের ফেয়ার ওয়েল অনুষ্ঠিত

আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ ৫৯ তম রাউন্ড ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের ফেয়ার ওয়েল অনুষ্ঠিত

পদ্মা রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার

পদ্মা রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার

সেনবাগ হুফফাযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেনবাগ হুফফাযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানুষের ‘হৃদয় স্পর্শ করার’ ট্রেনিং নিতে স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ

মানুষের ‘হৃদয় স্পর্শ করার’ ট্রেনিং নিতে স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ