হজযাত্রায় বিপর্যয়ের আশঙ্কা
২৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
.অনেক যাত্রী এখনো পাসপোর্ট পায়নি
. ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধির দাবি
১৪৪৬ হিজরির পবিত্র হজযাত্রায় কোটা পূরণে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আজ সোমবার পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মাত্র ২১ হাজার হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। এর মধ্যে শুক্রবার ও শনিবার সরকারি ছুটি।
হজযাত্রীরা ছুটির দু’দিন বাদে আর মাত্র তিন সময় পাচ্ছেন নিবন্ধনের। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর হজে যাওয়ার কথা। প্রাক-নিবন্ধিত আরো ৪৬ হাজার যাত্রী এখনো চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেনি। ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর অনেক দুর্নীতিবাজ কালো টাকার মালিক কোটিপতিরা গা-ঢাকা দিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে অনেকেই নিবন্ধনের টাকা জোগাতে পারছে না।
এছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর জেলাসহ বিভিন্ন জেলায় এবার ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা কবলিত জেলার হজযাত্রীরা আর্থিক সঙ্কট এখনো কাটিয়ে উঠতে পারেননি। তা’ই হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে তারা হিমসিম খাচ্ছেন। এছাড়া নতুন ধান আলু এখনো ওঠেনি। অনেক হজযাত্রী নতুন ফসল ঘরে ওঠলে তা’ বিক্রি করে হজের টাকা জমা দেন।
গত হজে হজযাত্রীরা ২ লাখ টাকা জমা দিয়েই হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পেরেছিল। ফ্যাসিস্ট হাসিনার পতনের আগের দিন অযৌক্তিকভাবে হজযাত্রী নিবন্ধনের ২ লাখ টাকার স্থলে ৩ লাখ টাকা জমা দিয়ে নিবন্ধনের সিদ্ধান্ত নেয়ায় এক সাথে তিন লাখ টাকা জমা দিয়ে অনেকেই নিবন্ধন করতে নিরুৎসাহিত হচ্ছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী জুনের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের নিযুক্ত বিজনেস অটোমেশনের প্রধান সমন্বয়কারী সাবেক উপ-সচিব বজলুল হক বিশ্বাস আজ সোমবার ইনকিলাবকে জানান, গতকাল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৫৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৩০৭ জন হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে। এখনো ৪৬ হাজার প্রাক-নিবন্ধিত হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেননি। হজ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত অভিজ্ঞ মহল সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন।
সরকার এবার দু’টি হজ প্যাকেজ ঘোষণা করেছে এ ক্যাটাগরি হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা এবং বি-ক্যাটাগরি হজ প্যাকেজের মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করেছে (কোরবানি ও খাবার বাদে)। হজ প্যাকেজের মূল্যের বাইরে কোরবানি ও খাবারের টাকা হজযাত্রীদের সাথে নিয়ে যেতে হবে।
আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ হজযাত্রী নিবন্ধনে আশানুরুপ সাড়া না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ সোমবার ইনকিলাবকে বলেন, অনেক হজযাত্রী পাসপোর্ট হাতে পেতে বিলম্ব হওয়ায় নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারছেন না।
তিনি হজযাত্রী নিবন্ধনে ধীরগতির কারণ উল্লেখ করে বলেন, এবার চট্টগ্রাম, সিলেট, রংপুর বিভাগসহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা কবলিত এলাকার হজযাত্রীরা হজের নিবন্ধনের টাকা জোগাতে হিমসিম খাচ্ছেন। তা’ছাড়া অনেক গ্রামাঞ্চলের কৃষকরা ধান আলু ঘরে ওঠার পর তা’ বিক্রি করে হজে টাকা জমা দেন।
এসব কারণে তিনি আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের আশু হস্তক্ষেপ কামনা করেন। হাবের সাবেক মহাসচিব ফরিদ আহমদ মজুমদার রাতে ইনকিলাবকে বলেন, নানা কারণে হজযাত্রী নিবন্ধন কার্যক্রমে আশানুরুপ সাড়া পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, অনেক হজযাত্রী নতুন পাসপোর্ট তৈরির জন্য কাগজপত্র জমা দিলেও পাসপোর্ট অধিদপ্তর যথাসময়ে হজযাত্রীদের পাসপোর্ট সরবরাহ করতে পারছে না। তিনি এ বিষয়টি বিবেচনায় নিয়ে হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির জোর দাবি জানান।
বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দের সদস্য সচিব মোহাম্মদ আলী আজ রাতে ইনকিলাবকে বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে হজযাত্রীরা নানাভাবে নিগৃহীত হয়ে আসছেন। তিনি বলেন, রুট টু মক্কার নামে হাজীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং লাগেজ পেতে হাজীর চরম বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে।
তিনি হজযাত্রীদের সুবিধার্থে রুট টু মক্কার সাথে চুক্তি বাতিল এবং প্রত্যেহ হজ লাইন্সের অনুকূলে হজযাত্রী কোটা পূর্বের ন্যায় ১০০ কোটা নির্ধারণে জোর দাবি জানান। তিনি হজযাত্রীদের বাংলাদেশের কোট পূরণের সুবিধার্থে ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের আশু হস্তক্ষেপ কামনা করেন।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ ) মো.মতিউল ইসলাম আজ তার দপ্তরে ইনকিলাবকে বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় সীমা বৃদ্ধির এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তিনি এ ব্যাপারে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল
বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত