সিনিয়রদের কর্মে জুনিয়রের শাস্তি!
২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
সকলের কাছে অতিপরিচিত মুখ নিউ এজ সম্পাদক নূরুল কবীর। তার পরেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের হয়রানির হাত থেকে রক্ষা পাননি সিনিয়র এই সাংবাদিক। যেখানে নিউ এজ সম্পাদক নূরুল কবীরের মত একজন গ্রহনযোগ্য ব্যক্তির হয়রানির শিকার হতে হয়েছে, সেখানে সাধারন মানুষ কি পরিমান হয়রানির মুখোমুখি হতে হয় ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে তা সকলেরই জানা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনসহ দেশের সকল ইমিগ্রেশনের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের অধিকাংশ পতিত সরকারের ঘনিষ্ট কর্মকর্তা হিসেবে পরিচিত। অন্তবর্তীকালিন সরকারের তিন মাসের অধিক সময় পাড় হলেও অদৃশ্য শক্তি ও মোটা অংকের টাকার কারনে এদের অন্যত্র বদলি করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির ঘটনায় ‘সিনিয়র কর্মকর্তাদের’ বেশি দায় থাকার পরেও সিনিয়রদের কারণে জুনিয়র কর্মকর্তাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে বলেও মনে করেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর। সোমবার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ কথা উল্লেখ করেন তিনি।
পোস্টে নিউ এজ সম্পাদক উল্লেখ করেন, বিমানবন্দরে আমাকে হয়রানির বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে এমন হয়রানির শিকার না হন, সেই বিষয়ে ঘোষণা দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞ। তবে এ হয়রানির ঘটনায় বিমানবন্দরে কর্মরত একজন জুনিয়র ইমিগ্রেশন কর্মকর্তাকে শাস্তি দেয়ার সিদ্ধান্তে আমি হতাশ। তিনি লেখেন, শাস্তি পাওয়া কর্মকর্তা বিমানবন্দরে আমাকে আটকাননি। বিমানবন্দরে আমাকে আটকানোর যে তালিকা, সেটা জুনিয়র ওই কর্মকর্তা করেননি। বরং তিনি আমার প্রতি ভদ্র ও শালীন আচরণ করেছেন। আমি দেখেছি, তিনি ফোনে তার ঊর্ধ্বতনের কাছ থেকে আমার যাত্রার ছাড়পত্রের জন্য অনবরত চেষ্টা করছিলেন। একইভাবে ফেরার সময়ও তিনি আমাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন।
নূরুল কবীর আরও উল্লেখ করেন, ওই ভদ্রলোককে (জুনিয়র কর্মকর্তা) শাস্তি দেওয়া মানে সিনিয়রদের দোষ এড়ানোর জন্য জুনিয়র কর্মকর্তাকে ‘বলির পাঁঠা’ বানানোর সমতুল্য, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সরকারের যথাযথ কর্তৃপক্ষের উচিত বিষয়টি তদন্ত করে শীর্ষপর্যায়ের দায়ীদের খুঁজে বের করা, যারা এ তালিকা তৈরি করেছে এবং স্বৈরাচারী শাসনের পতনের পরও নিরপরাধ যাত্রীদের হয়রানি চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় একজন এসআইকে প্রত্যাহার করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। সেইসঙ্গে এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে এসবি। পরে বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বার্তায় জানানো হয়, এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। অন্তর্বতী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাশত করবে না।
পুলিশের বিশেষ শাখা জানায়, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের ‘ব্লকড লিস্ট’ এর কারণে এ দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। এ তালিকায় কয়েক হাজার লোককে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাতে করে তাদের বিদেশ সফরের সময় আটকে দেওয়া যায় বা বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখা যায়। অন্তর্বতীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের বিশেষ শাখা আগের তালিকা থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ভিন্নমতাবলম্বী, সাংবাদিক ও অধিকারকর্মীদের বাদ দিতে শুরু করেছে। কাজটির বেশিরভাগই হাতে-কলমে করা হচ্ছে। ফলে কিছু ভিন্নমতাবলম্বী ও সাংবাদিকের নাম এখনো রয়ে গেছে। তালিকাটি দ্রুত যাচাই করে সংশোধন করার চেষ্টা করা হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল