অপরাধী যে-ই হোক, তাকে শাস্তি পেতে হবে : হাসান আরিফ
২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম
ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘অপরাধী যে-ই হোক, তাকে শাস্তি পেতে হবে। সে কোনো রেহাই পাবে না।’
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশগ্রহণ শেষে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক আলোচনা সভায় উপদেষ্টা এ কথা বলেন।
একক অপরাধের জন্য কোনো সংগঠন, দল বা কোন গোষ্ঠীর বিরুদ্ধে আঙ্গুল তোলা উচিত নয় মন্তব্য করে উপদেষ্টা এ এফ হাসান আরিফ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারকৃত চিন্ময় কৃষ্ণ দাসের দিকে ইঙ্গিত করে বলেন, অপরাধীর পরিচয় কোনো দল-গোষ্ঠী হিসেবে নয়, অপরাধীর পরিচয় শুধু অপরাধী হিসেবেই হওয়া উচিত।
তিনি বলেন, ‘কোনো একজন ব্যক্তি যদি কোন সন্ত্রাসী কার্যক্রম করে থাকে, তাহলে সে ব্যক্তিটিই দায়ী হবে। তার ব্যক্তি পরিচয়, সামাজিক পরিচয়, ধর্মীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়; কোন কিছুই সামনে আসবে না। উঠে আসবে শুধু এই ব্যক্তি সন্ত্রাসী। তাই কাউকে কোন সংগঠনের বলাটা আমরা পরিহার করি। একক অপরাধের জন্য কোনো সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে আঙ্গুল তোলা উচিত নয়।’
ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘আইন অনুযায়ী সন্ত্রাসী কার্যক্রমের জন্য যে সাজা হওয়া দরকার সেটা রাষ্ট্রদ্রোহিতায় হোক বা এডভোকেট আলিফের হত্যাকাণ্ডের উসকানিদাতা হোক; অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে।
তিনি বলেন, গত ২ মাসের মধ্যে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটে গেছে, ধারাবাহিকভাবে কেউ যদি কোনো সংগঠনের পরিচয়ে অপব্যবহার করে থাকে সেটা তার ব্যক্তিগত অপরাধ। সেই ব্যক্তি দোষী হবেন, কোনো সংগঠন নয়। ওই ব্যক্তির ধর্মীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়, সামাজিক পরিচয় আসবে না; তখন শুধু তার পরিচয় হবে শুধু অপরাধী।’
তিনি আরো বলেন, ‘যারা ছাত্রলীগের কর্মী হিসেবে এই অপরাধ কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে সেই স্বৈরাচারী কর্মকাণ্ডরই তাদের ধারাবাহিকতা। যেহেতু তাদের এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। এজন্য তারা এসব করার সুযোগ পেয়েছে।
এখনই সময় এসেছে যারা নিষিদ্ধ সংগঠনের (ছাত্রলীগ) সদস্য ছিলেন তাদের আইনের আওতায় আনা। তাদের এই মুহূর্তে বাইরে রাখলে, আমাদের আশঙ্কা, সমাজের আশঙ্কা যে তারা এ ধরনের কর্মকাণ্ড করে যাবে। এজন্য আমরা সতর্ক থাকি। পারস্পরিক সৌহার্দ্য যেটা আজীবন ছিল, আগামীতেও থাকবে। সেটা বজায় রাখি এবং সকলে মিলে আমরা একটি সন্ত্রাসমুক্ত সমাজ গড়ি।’
এ সময় বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল- আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হবে। এরপর থেকে এখন পর্যন্ত কোন ধরনের হামলা কিংবা কোন রাজনৈতিক দলের কারণে কোনো আওয়ামী লীগ নেতা তো নয়, কোনো সনাতনী সম্প্রদায়ের নয়, চট্টগ্রাম কোনো নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়নি।’
তিনি বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত বর্বরতার সাথে মধ্যযুগীয় কায়দায় যেভাবে হত্যা করা হয়েছে, সেটা পেশাদার খুনি ছাড়া কেউ করতে পারে না।
ধর্মের নামে সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা এখনো মিছিল করে বেড়াচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আমি মনে করি ধর্ম-বর্ণ-রাজনৈতিক নাম নিয়ে সন্ত্রাসী যেই হোক না কেন, তার কোন দল-ধর্ম-বর্ণ নেই। সে সন্ত্রাসী হিসেবেই পরিচিত হবে।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
‘চিকিৎসা নিতে করাচি যান, ভারতে নয়’, বাংলাদেশিদের ভিসা বাতিলের দাবি শুভেন্দুর
বৃষ্টির কবলে দ. আফ্রিকা-শ্রীলঙ্কা প্রথম টেস্ট
ইসকন দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে - বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন
আওয়ামী নেতাদের নির্দেশে চট্রগ্রামে নৈরাজ্য সৃষ্টির ব্যর্থ চেষ্টা
সাত কলেজ অনার্স প্রথম বর্ষের কালকের পরীক্ষা স্থগিত
নাঙ্গলকোট উপজেলা যুবদলের ১২ নেতাকর্মীর পদত্যাগ কমিটি বাতিলের দাবি
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে মহা জট, ফড়নবিশকে জরুরি তলব দিল্লিতে
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুল ইসলামের
আইনজীবী সাইফুল হত্যাকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার
আইনজীবী হত্যার অবিলম্বে বিচার চাই -ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ
ফ্যাসিবাদের দোসর উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন’কে নিষিদ্ধ করা হোক আলহাজ হাফিজ সাব্বির আহমদ
ভারতের প্রেসক্রিপশনে ইসকন বাংলাদেশে অশান্তি করছে: হাসনাত
ডোমিনোজ পিৎজা এখন মহাখালীতে
বিএনপি জনগণের দল, 'ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন' অধ্যক্ষ সেলিম ভূইয়া
ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত দেশব্যাপী তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ইসকনের মিথ্যাচার ও ভারতীয় মিডিয়ার সিন্ডিকেট নিউজ
ঋণগ্রহীতা মারা যাওয়ার পর পাওনাদার তার পাওনা মাফ করে দেওয়া প্রসঙ্গে।
সংস্কারের প্রাসঙ্গিকতা
আওয়ামী লীগের ফিরে আসা কঠিন