হিন্দুদের বলি, আপনারা হাসিনার পাতা ফাঁদে পা দেবেন না: টুকু
২৯ নভেম্বর ২০২৪, ১২:২৫ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৫ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে আয়োজিত এক জনসভায় হিন্দু সম্প্রদায়কে শেখ হাসিনার ষড়যন্ত্র থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি হিন্দুদের বলি, আপনারা হাসিনার পাতা ফাঁদে পা দেবেন না’ এবং তার একবিন্দু রক্ত থাকতে সিরাজগঞ্জের হিন্দুদের কোনো ক্ষতি হতে দেবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করেন। টুকু আরও বলেন, হাসিনার বর্তমান কর্মকাণ্ড কেবল একটি খেলা এবং তার সকল চেষ্টা ব্যর্থ হবে। জনগণের প্রতি তার দৃঢ়বিশ্বাসের কথা জানিয়ে তিনি সরকার ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও প্রতিরোধের ডাক দেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কামারখন্দ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আল্লাহ বলেছেন, ‘কেউ বেশি বাড়াবাড়ি করোনা’’। কিন্তু হাসিনা এমনভাবে কথা বলতেন যেন তিনি নিজেই আল্লাহ হয়ে গেছেন। আল্লাহ দেখিয়েছেন; হাসিনার ভাত খাওয়ার সময় হয়নি। আজ সবই আছে, কিন্তু তিনি নেই। মাঝে মাঝে টেলিফোনে এলোমেলো কথা বলে, খেলা শুরু করেছে; হাসিনা খেলা শুরু করছে।
টুকু বলেন, ‘আমাকে খুনি হাসিনা সিরাজগঞ্জ ও বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে সরিয়ে দিতে চেয়েছিল। সে চেয়েছিল আমাকে জেলে পুরে দেবে, আর আমি যখন জেল থেকে বের হবো, তখন আর আমার নির্বাচনে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। কিন্তু আমি বলেছিলাম, আমি হাসিনার জেলে যাব না, ইন্টারনেটের মাধ্যমে আন্দোলনের কাজ করে যাব। আজ আমি আপনাদের সামনে বক্তব্য দিতে পারছি। এ সময় আমি গভীরভাবে স্মরণ করি বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদদের প্রতি। সুস্থতা কামনা করি সকল আহতদের।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এখনো কিন্তু যুদ্ধ শেষ হয়নি, আরও যুদ্ধ করতে হবে। আর আমি জানি, আপনারা সেই যুদ্ধ করতে প্রস্তুত। সুতরাং শত্রুকে কখনো ছোট ভাববেন না, শত্রু শত্রুই। সাপ দেখলে যেমন বাড়ি দিয়ে মারতে হয়, শত্রুকে ক্ষেত্রেও তেমনই।’
টুকু বলেন, ‘শহীদ জিয়া গণতন্ত্রে বিশ্বাস করতেন, তাই সবাইকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। তাই আজ আওয়ামী লীগও সুযোগ পেয়েছিল। আওয়ামী লীগ ৭১-৭৫-এ যা করেছিল, তারা গত ১৬ বছরে তার চেয়েও খারাপ করেছে। পরে তো ছেলে-মেয়ে সব নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু এখনো কিছু আওয়ামী লীগ রয়ে গেছে, আমি শুনতে পাই, এখানেও নাকি এমন কিছু আছেন, এবং আমার দলের কিছু নেতার আশ্রয়ে আছেন। যদি এমন হয়, তবে তারা বিএনপি করতে পারবেন না।’
টুকু বলেন, ‘তারা (আ.লীগ) কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। শেখ হাসিনা বলে আবু সাইদের গুলি লেগেছে, তাহলে রক্ত কোথায়? আমি প্রশ্ন করি, যদি আজ জয়ের (হাসিনা পুত্র) এমন গুলি লাগতো, তাহলে তুমি কি এই কথা বলতে পারতে? সাইদের মাকে জিজ্ঞাসা করো, তার কলিজায় কেমন লাগছে।’
তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা জনগণের ভোট ছাড়া কেউ নির্বাচিত হইনি। শহীদ জিয়া আজ নেই, কিন্তু তিনি গণতন্ত্র রেখে গেছেন। এখন খালেদা জিয়ার চেয়ে বড় গণতান্ত্রিক আর কেউ নেই। আরেকজন হলেন তারেক রহমান। একসময় জিয়াউর রহমান এই শ্মশান বাংলাদেশকে সুজলা-সুফলা বাংলাদেশে পরিণত করেছিলেন। আজ তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, হাসিনার আবারও শ্মশানে পরিণত করা দেশকে সুন্দর করার জন্যই তারেক রহমানের এই ৩১ দফা।’
টুকু বলেন, ‘আমি আজ কামারখন্দে এসে মিটিং করছি, এটা তো আমার জন্য স্বপ্ন ছিল। এই কামারখন্দে সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতির ওপর হায়েনার মতো হামলা করা হয়েছিল। অনেকেই আমার পথ আটকে দিত। আজ শহীদদের রক্তে রঞ্জিত পিচ্ছিল রাস্তায় তারা ভেসে গেছে।’
টুকু আরও বলেন, ‘আমার বাবা যেমন সিরাজগঞ্জের মানুষের গোলাম ছিলেন, তেমনই আমিও আপনাদের গোলাম। আমি আপনাদের ভালবাসা নিয়েই এই পৃথিবী ছেড়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন যেন আমার মনবাসনা পূর্ণ হয়।’
কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাতে রাব্বী উথানের পরিচালনায় ও কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
জনসভায় জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে