বাংলাদেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ : হাইকোর্ট
২৯ নভেম্বর ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৩ এএম
বাংলাদেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ। এখানে সব ধর্মের মানুষ বন্ধুত্বপূর্ণভাবে থাকতে ভালোবাসেন। এটি কখনোই ভাঙবে না বলে আমরা বিশ্বাস করি। এমন মন্তব্য করেছেন হাইকোর্ট।
গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করেন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীরর ডিভিশন বেঞ্চ।
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারি গ্রেফতারকে কেন্দ্র করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে-মর্মে জানার এ মন্তব্য করেন আদালত। সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: আসাদ উদ্দিন আদালতকে বলেন, এই ঘটনাটিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে ৩টি মামলা হয়েছে। একটিতে ১৩ জন, একটিতে ১৪ জন ও অপর একটিতে ৪৪ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ৬ জনকে শনাক্ত করা হয়েছে।
এসময় আদালত বলেন, রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এটা শুনে আমরা আশ্বস্ত হলাম। এটাই ওনাদের দায়িত্ব। আশা রাখি সবাই এটা শুনে আশ্বস্ত হবেন। দেশে জানমালের কোনো ক্ষতি না হোক আমরা সেটিই চাই। যেহেতু সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তাই এই মুহূর্তে আদালত আর হস্তক্ষেপ করার প্রয়োজন দেখছে না। আমরা মনে করি আমাদের দেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ। এ দেশে সকল ধর্মের মানুষ বন্ধুত্বপূর্ণভাবে থাকতে ভালোবাসে। সেই ভালোবাসা কখনোই ভাঙবে না। আর আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
এর আগে গতকাল ‘ইসকন’ কি ধরণের সংগঠন, এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কি না, কারা এই সংগঠনের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা জানতে চান হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামানকে এ তথ্য আদালতে জানাতে বলা হয়েছে। গত বুধবার একই আদালত এ আদেশ দেন।
এর আগে ইসকনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের দৃষ্টিতে এনে বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেন সুপ্রিমকোটের অ্যাডভোকেট মো: মনিরউদ্দিন।
এদিকে তরুণ অ্যাডভোকেট আলিফ হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধ চেয়ে মানব বন্ধন করেছে ‘বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ’।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট বার প্রাঙ্গনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অবিলম্বে আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের দাবি জানানো হয়। সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক মো: খালিদ হোসেনের সঞ্চালনে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ, অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, হাবিবুর রহমান, সাজেদুল ইসলাম রুবেল, মমিনুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।
অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী বলেন, নতুন বাংলাদেশে আইনজীবীরা নিরাপত্তাহীনতায় থাকতে পারে না। সরকারি আইন কর্মকর্তাগণ হত্যার শিকার হলে ন্যায়বিচার বিঘিœত হবে। আইন আদালতের প্রতি সাধারণ জনগণের আস্থা কমে যাবে। তাই অবিলম্বে আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ জারি করতে হবে।
তিনি আরও বলেন, ইসকন একটি আন্তর্জাতিক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। বিশ্বের নানা দেশে উগ্রবাদী ও উসকানিমূলক কর্মকাÐের কারণে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও স¤প্রতি চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার দায়ে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। মানববন্ধন শেষে আইনজীবী অধিকার পরিষদ সুপ্রিম কোর্ট চত্বরে একটি বিক্ষোভ মিছিল করে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার