আওয়ামী থাবায় ক্ষতবিক্ষত: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আড়াই কোটি টাকা আত্মসাৎ
০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম
অবৈধ পন্থায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ভুয়া বিল ভাউচার তৈরীর মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ (সিআইপি)সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
মামলাটি পর্যালোচনা শেষে আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।
রবিবার (১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সাহাব উদ্দীন সাহীব।
এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ মুন্সি আব্দুল মজিদের আদালতে মামলাটি দায়ের করেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।
সালাহউদ্দিন আহমদ ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হলেন, সালাহউদ্দিন আহমদের স্ত্রী ও ট্রাস্টি বোর্ডের সদস্য আয়েশা সালাহউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা এ.কে.এম গিয়াস উদ্দীন, উপাচার্য (প্রাক্তন) গোলাম কিবরিয়া ভুঁইয়া ও প্রাক্তন সহকারী পরিচালক (অর্থ) মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী সাহাব উদ্দীন সাহীব ও রাশেদুল ইসলাম মুন্না।
মামলার বাদী লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ২০১৩ সালের ১২ জুন তার আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পরবর্তীতে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সব দপ্তর তাকে "প্রতিষ্ঠাতা" উল্লেখ সূচিপত্র ইস্যু করে।
মুজিবুর রহমান বলেন, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং কর্মকর্তাদের সমন্বয়ে দীর্ঘ ৭ বছর ধরে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। কিন্তু স্বৈরাচারী আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা ব্যবহার করে ২০২০ সালের ২ জুন সশস্ত্র সন্ত্রাসী দিয়ে ইউনিভার্সিটি জবরদখল ও নিজেদের নিয়ন্ত্রণে নেয় আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহমদ।
বিশ্ববিদ্যালয়ের বৈধ বোর্ড অব ট্রাস্টিদের বাদ দিয়ে আওয়ামী লীগের দলীয় কমিটিতে পরিণত করে তিনি। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন বিভাগে শিক্ষক, কর্মকর্তা নিয়োগ দেয়। প্রতারণার মাধ্যমে ভুয়া বিল ভাউচার তৈরি, ব্যক্তিগত প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের টাকা উত্তোলনসহ নানা ধরনের সীমাহীন দুর্নীতির আশ্রয় গ্রহণ করেন তিনি।
সালাহউদ্দিন সিআইপির একক নিয়ন্ত্রণে গঠিত অবৈধ বোর্ড অব ট্রাস্টিজ কোন ধরনের বোর্ড সভা না করে কর্মকর্তা, কর্মচারীদের মাধ্যমে মোবাইল ফোনে যোগাযোগক্রমে নাম দস্তখত নিয়ে বোর্ড সভা দেখায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০, অধীনে নিয়োগ বিধি মোতাবেক শূণ্যপদের জন্য নিয়োগ কমিটি গঠন করেন নি। বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ গাড়ির ড্রাইভার, পিয়ন নিয়োগ দেয়। একক নিয়ন্ত্রণে ব্যক্তিগত ড্রাইভার ও পিয়ন, ব্যক্তিগত সহকারীদের নামে বিশ্ববিদ্যালয়ে অর্জিত ট্রাস্টের আয় হতে ইচ্ছে মাফিক, ভুয়া বিল ভাউচার, বেতন উত্তোলন করে পরস্পর যোগসাজশে লুটপাটের মাধ্যমে ট্রাস্টিজ এর বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন সালাহউদ্দিন। তিনি নিজের বাসা বাড়ির কর্মচারীর বেতন, এমন কি সফর বিনোদনের বিলও বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন। নামে বেনামে অনেক টাকা উত্তোলন করেছেন। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যার চিত্র প্রকাশ হয়েছে লায়ন মুজিব।
বাদী পক্ষের আইনজীবী সাহাব উদ্দীন সাহীব বলেন, সালাহউদ্দিন গং কোন ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ২ কোটি ৪৮ লক্ষ ৪৬ হাজার ৪০১ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। অডিট ফার্মের রিপোর্ট ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদালতে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বেনাপোলের বিএনপির সহ-সভাপতি দ্বীন ইসলামকে হত্যা, সাবেক তিন পুলিশ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
গ্যাস লাইন সংযোগ সহ ১০ দফা দাবিতে সিলেটের জৈন্তাপুরে সাংবাদিক ও নাগরিক সমাজের সাথে মতবিনিময়
৬ দফার ভিত্তিতে মাসব্যাপী কর্মসূচি জাতীয় নাগরিক কমিটির
সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট
উইন্ডিজ শিবিরে নাহিদের জোড়া আঘাত
আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জবির ফিন্যান্স বিভাগ
আগরতলা হাইকমিশনে ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ
বায়তুল মোকাররমের খতিবসহ ১২ আলেমের বিরুদ্ধে সাদপন্থীদের মামলা
নেতাদের ভুল শুধরে নিয়ে জনগণের পাশে থাকার আহবান তারেক রহমানের
‘বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুন্ন করতে জাতিসংঘে সেনাবাহিনীর আহবান করেছে মমতা ব্যানার্জি’
‘উগ্রহিন্দুদের আট দাবিতে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানানোর পরিকল্পনা চলছে’
ফুটবল মাঠে সংঘর্ষ, ৫৬ জন নিহত
বিগ ব্যাশে খেলবেন না রিশাদ
ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা, ঢাবিতে ছাত্র অধিকারের বিক্ষোভ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
খরা ও ভূমি ক্ষয়ের বিরুদ্ধে জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পরিবেশ উপদেষ্টার
যেভাবে আতিথেয়তার পোশাক সরবরাহ করে বিশ্বব্যাপী সাড়া ফেলেছে ক্লোথ স্টুডিও
মাস্টারকার্ড আকর্ষণীয় “ভিক্টরি ফ্ল্যাশ ক্যাম্পেইন” চালু করেছে
প্রাণ-আরএফএল-কে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন ও সাপ্লাই চেইন ফাইন্যান্সিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘ব্যবস্থাপনা দক্ষতা ও নেতৃত্ব’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত