ক্যান্সারে আক্রান্ত হানিফকে বাঁচাতে এগিয়ে আসুন
০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
কানিজ ফাতেমার (রিংকি) তিন সন্তান, দুই মেয়ে ও এক ছেলে। তিনজনই পড়ালেখা করেন। সুখের সংসার। কিন্তু বিপত্তি বাদে যখন জানতে পারেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী মো. হানিফ মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে কানিজ জানান, হানিফ দীর্ঘদিন থেকে হেপাটাইটিস রোগে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ ছাড়াও পাশ্ববর্তী দেশ ভারতে চিকিৎসা করান তিনি। এরপর সুস্থ ছিলেন হানিফ। কিন্তু সম্প্রতি অসুস্থতা বেড়ে যাওয়ায় আবার ভারতে চিকিৎসকের শরনাপন্ন হন কানিজ।
তিনি জানান, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে জানায়, হানিফের লিভারে মরণব্যাধি ক্যান্সার হানা দিয়েছে।
ডাক্তার জানিয়েছে, তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এতে খরচ পরবে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা।
ক্ষুদ্র ব্যবসায়ী হানিফ কোনমতে ব্যবসা করে তিন সন্তানের পড়ালেখার খরচ ও পরিবারের দেখভাল করেন। কিন্তু হঠাৎ মরণব্যাধিতে আক্রান্ত হওয়ায় ভেঙে পড়েছে তার ভবিষ্যৎ।
কানিজ জানান, ‘আমি পাগলের মতো এখানে সেখানে ঘুরতেছি। সে (হানিফ) যদি মারা যায় তাহলে আমার কি হবে, আমাদের ছোট ছোট তিন সন্তানকে কে দেখবে।’
তিনি বলেন, ‘আমার যে দোকান আছে তা বিক্রি করে দিচ্ছি। অনেক টাকা দরকার। সবার সহযোগিতা পেলে হয়তো আমার স্বামীকে বাঁচান সম্ভব।’
হানিফকে খুব তাড়াতাড়ি লিভার ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বিধান সি দাস।
স্বামীকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন কানিজ ফাতেমা। তিনি বলেন, ‘সবাই যদি এক টাকা করেও দেয় তাহলে হয়তো আমার স্বামীকে বাঁচানো যাবে।’
আগ্রহীরা হানিফের চিকিৎসা সংশ্লিষ্ট খোঁজখবর ও সহযোগিতার জন্য কানিজ ফাতেমা (রিংকি) +880 1857-899333 নম্বরে যোগাযোগ করতে পারেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের
সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ : যুক্তরাষ্ট্র
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করলেই সফল হবে জাতিসংঘ
এলোপাতাড়ি গোলাবর্ষণে ১২০ নিহত সুদানে
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সউদীর
দুর্গের মতো পুলিশের ঘেরাটোপে ট্রাম্পের অভিষেকের প্রস্তুতি
প্রথম পর্যায়ে মুক্তি পাবেন এক হাজার ফিলিস্তিনি
প্রশ্ন: চিন্তা কি অপরাধ?