বিতর্কিত ডিসিদের প্রত্যাহারের দাবি : বৈষম্যবিরোধী কর্মচারী ফোরাম
১৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ এএম
প্রতিকার পেতে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ: এপিডি
বিতর্কিত কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম। মাঠ প্রশাসনে কর্মরত বিতর্কিত জেলা প্রশাসককে প্রত্যাহার করে নিরপেক্ষ, সৎ, দক্ষ কর্মকর্তাকে পদায়ন করতে হবে। পূর্বের ফিট লিস্ট বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় ফিট লিস্ট করার দাবি জানানো হয়েছে। এদিকে সরকারি চাকরিতে বঞ্চনার শিকার কর্মকর্তাদের প্রতিকার পেতে আবেদন করার পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগ (এপিডি) মো. ওবায়দুর রহমান।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাগণ জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী কর্মচারী ফোরামের সমন্বয়ক এবিএম ছাত্তার। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী কর্মচারী ফোরামের সমন্বয়ক এবিএম ছাত্তার বলেন, ফ্যাসীবাদী আওয়ামী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত সকল চুক্তিভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে এবং বর্তমান সরকার কর্তৃক চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বির্তকিত কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। সাবেক সচিব ড. জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিটি কর্তৃক দাখিলকৃত রিপোর্টের প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারী না হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ড. মোঃ মোখলেসুর রহমানের অসহযোগিতায় তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সকল বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে নেটওয়ার্ক বৃদ্ধির লক্ষ্যে একটি 'গ্রæপ' তৈরি করার সিদ্ধান্ত এবং এই বিষয়ে ত্বরিত পদক্ষেপ গ্রহণের জন্য এ কে এম এহসানুল হক'কে দায়িত্ব প্রদান করা হয়। পুল বহির্ভূত অন্যান্য ক্যাডার, নন-ক্যাডার এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণের বৈষম্য এবং বঞ্চনার বিষয়টি যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রাখার সুবিধার্থে বর্তমান 'রিভিউ কমিটি'র মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। 'রিভিউ কমিটি'তে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের একজন প্রতিনিধি রাখার প্রস্তাব রাখা হয়। পরে ৭ দফা দাবি করা হয়। দাবী গুলো হচ্ছে, ফ্যাসীবাদী সরকার কর্তৃক পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরসহ সকল স্তরের পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের প্রাপ্য আর্থিক সুবিধা ও জ্যেষ্ঠতাসহ ভ‚তাপেক্ষ পদোন্নতির 'প্রজ্ঞাপন' অবিলম্বে জারী করতে হবে। ফ্যাসীবাদী আওয়ামী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত সকল চুক্তিভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে এবং বর্তমান সরকার কর্তৃক চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বির্তকিত কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। বর্তমানে কর্মরত সাবেক ফ্যাসীবাদী সরকারের দোসর, ছাত্র-জনতা হত্যায় জড়িত স্বেচ্ছাচারী, দুর্নীতিবাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ কাজে লিপ্ত কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহারপূর্বক আইনের আওতায় আনতে হবে। দলবাজ, অদক্ষ ও সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণ/অব্যাহতি প্রদান পূর্বক গত ৫ আগষ্ট ২০২৪ তারিখের পর দীর্ঘদিনের বঞ্চিত কর্মরত যে সমস্ত কর্মকর্তা পদোন্নতি পেয়েও এখনো পদায়ন পাননি তাঁদেরকে দ্রæত উপযুক্ত পদে পদায়ন করতে হবে। মাঠ প্রশাসনে কর্মরত বিতর্কিত জেলা প্রশাসককে প্রত্যাহার করে নিরপেক্ষ, সৎ, দক্ষ কর্মকর্তাকে পদায়ন করতে হবে। পূর্বের ফিট লিস্ট বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় ফিট লিস্ট করতে হবে। বিগত সরকারের সময় যারা দলীয় বিবেচনায় পদোন্নতি পেয়েছে তাদের পদোন্নতি আদেশ বাতিল এবং আর্থিক সুবিধা প্রত্যাহার করতে হবে। বিদেশে বেগম পাড়া'য় বাড়ি ক্রয় সহ অবৈধ সম্পদ অর্জনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে সরকারি চাকরিতে বঞ্চনার শিকার কর্মকর্তাদের প্রতিকার পেতে আবেদন করার পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগ (এপিডি) মো. ওবায়দুর রহমান। মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহŸান জানান। এতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে যথাবিহীত সুপারিশ প্রণয়নের জন্য সরকার কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত নিয়েছে। উল্লিখিত সময়ে বিসিএস প্রশাসন ক্যাডার ব্যতিরেকে অন্যান্য ক্যাডারের তৃতীয় গ্রেড এবং তদূর্ধ্ব পদে (যেসব পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশ প্রযোজ্য) কর্মরত থেকে অবসরে যাওয়া যে বঞ্চিত কর্মকর্তা এ কমিটির মাধ্যমে প্রতিকার পেতে চান তাদের প্রত্যেকের বঞ্চনার ধরন ও কারণ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিবের কাছে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হলো। তবে কমিটির কাজ স্বল্পতম সময় ও সহজে সম্পন্নের সুবিধার্থে আবেদনকারী কর্মকর্তাদের ওই বিজ্ঞপ্তি সঙ্গে সংযুক্ত ছকে তথ্যাদি এবং নিজস্ব পিডিএসের একটি কপি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগে সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান : লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে: রিজওয়ানা হাসান
স্বাধীনতার পর প্রথম অর্থনৈতিক শহীদ পাট : উপদেষ্টা
অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি : মালয়েশিয়া থেকে ফিরতে নিবন্ধন করেছেন ৩১ হাজার বাংলাদেশি
গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিবারসহ ভারতে পালিয়ে গেছে' - শহিদুল ইসলাম বাবুল
হিজরত নিয়ে কটুক্তি করায় শিশির ভট্টাচার্যের শিক্ষকত্ব বাতিল ও ফাঁসির দাবী ঢাবি শিক্ষার্থীদের
ভয়েস কলের সর্বনিম্ন মূল্য কমাতে বিটিআরসিকে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের চিঠি
'রাজপথের বিপ্লব থেকে টিএসসির মঞ্চে একজন মহিউদ্দিন রনি'
ভারতকে নিজ দেশে মানবাধিকার সুরক্ষার প্রতি নজর দেয়ার আহ্বান জানাচ্ছি - খেলাফত মজলিস
৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট মহানগর কৃষকদলের র্যালী ও সমাবেশ
ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -১০
কাল খুলনায় ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র গণসংলাপ
আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি - আফরোজা খানম রিতা
রাঙামাটির জুরাছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সহায়তা প্রদান
স্কুল ব্যাগে পাথর ভরে ডোবায় ফেলে শিশু নাশিতের লাশ
মহেশপুর আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে
ইনকিলাবের নির্বাচনী জরিপে থমকে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলো
তুরস্কে অনুষ্ঠিত ইউরোপ ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি মাহমুদুল প্রথম হয়েছেন
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত