রোববার কার্যকর হচ্ছে গাজা যুদ্ধবিরতি চুক্তি
১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
টানা ১৫ মাস পর অবশেষে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। রোববার থেকে এটি পুরোপুরি কার্যকর হওার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের ঠিক পাঁচ দিন আগে এই মধ্যস্থতা করে নিজের মুখ রক্ষা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন জানিয়েছেন, রোববার থেকেই ইসরাইলের সৈন্যরা গাজা থেকে সরতে শুরু করবে। তিনি আরও বলেছেন, এই চুক্তির ফলে গাজায় লড়াই বন্ধ হবে, ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ সহায়তা বাড়বে এবং বন্দীরা তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবে।
একটি সংবাদ বিবৃতিতে বাইডেন ট্রাম্পের সহায়তার কথাও স্বীকার করেছেন। সোমবার তার শপথ গ্রহণের আগে জিম্মিদের মুক্তি দেওয়ার দাবি করে উভয় পক্ষের উপর চাপ সৃষ্টি করেছিলেন বলে জনিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘গত কয়েকদিন ধরে, আমরা এক দল হিসেবে কথা বলছি, চুক্তির বেশিরভাগ বাস্তবায়ন তার ক্ষসতা ছাড়ার পরেই হবে। তিনি আরও বলেন, ‘নভেম্বরে আমাদের ঐতিহাসিক বিজয়ের ফলেই এটি সম্ভব হয়েছে।’
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এপর্যন্ত নিহত হয়েছে ৪৭ হাজার ফিলিস্তিনি। হামাস নেতা খলিল আল হাইয়া বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের ফসল এই চুক্তি। তিন ধাপের এই চুক্তি গাজায় যুদ্ধবিরতি, সেখান থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং হামাসের হাতে বন্দি বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত। এই মুহুর্তে হামাসের হাতে বন্দি রয়েছে ৯৪ জন ইসরাইলি। চুক্তি মোতাবেক দ্রæত এদের মুক্তি দিতে হবে। হামাস জানিয়েছে, যারা বেঁচে আছেন, তাদের সবাইকেই ফেরত পাঠানো হবে ইসরাইলে।
এদিকে, যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, ইসরাইলের সংসদে অনুমোদন পাওয়ার পর এই চুক্তি কার্যকর হবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, চুক্তির অনেক বিষয় চ‚ড়ান্ত করার আগে আরো কাজ বাকি আছে।
যদিও, এখনো গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পর ইসরাইলি বিমান হামলায় ২০ জনেরও বেশি নিহত হওয়ার তথ্য জানিয়েছে হামাসের সিভিল ডিফেন্স এজেন্সি। তবে, ইসরাইল ও হামাস উভয় পক্ষকে শান্ত থাকার আহŸান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘এখন অগ্রাধিকার হওয়া উচিত এই সংঘাতের ফলে সৃষ্ট ভয়াবহ দুর্ভোগ লাঘব করা।’
চুক্তি অনুযায়ী, গাজার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলো থেকে ইসরাইলি বাহিনী আরো পূর্ব দিকে সরে যাবে। এল ফলে বাস্তুচ্য‚ত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে পারবেন। এছাড়া ত্রাণবাহিনী শত শত ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশের সুযোগ পাবে। চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় স্থান পাবে বাকি বন্দীদের মুক্তি এবং টেকসই শান্তির জন্য ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি। তৃতীয় ও চ‚ড়ান্ত ধাপে আসবে গাজার পুনর্গঠন। এর জন্য বহু বছর লেগে যেতে পারে।
থানি জানিছেন, চুক্তির বিষয়গুলো চ‚ড়ান্ত করার পর কয়েকদিনের মধ্যেই এটি সবিস্তারে জানানো হবে। তিনি বলেন, ‘আমরা আশা করি এটি যুদ্ধের শেষ পৃষ্ঠা হবে এবং আমরা আশা করি যে সমস্ত পক্ষ এই চুক্তির সমস্ত শর্ত বাস্তবায়নে প্রতিশ্রæতিবদ্ধ হবে।’
এরমধ্যে, যুদ্ধবিরতির খবর নিশ্চিত হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু কাকে প্রথমে ফোন করেছিলেন সেটি খুবই লক্ষ্যণীয়। তার কার্যালয় থেকে বলা হয়েছে, নেতানিয়াহু নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলে ইসরাইলকে কয়েক ডজন বন্দী এবং তাদের পরিবারের দুর্দশা দূর করতে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। ওয়াশিংটনে শিগগিরই দুই নেতার দেখা হওয়ার কথা রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান