কোথায় মাঘের শীত!
১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
কথায় বলে ‘মাঘের শীতে বাঘ কাঁপে’। গতকাল বৃহস্পতিবার ভরা শীতকালের মাঘ মাসের দ্বিতীয় তারিখ পার হয়েছে বটে। কিন্তু সেই মাঘের শীতের অনুভ‚তি নেই দেশের কোথাও। নেই মাঘের ঘন কুয়াশাও। মাঝরাত থেকে সকাল পর্যন্ত পড়ছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। নেই উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে হাঁড় কাঁপানো হিমেল হাওয়া। বরং আবহাওয়ায় এখন বিরাজ করছে বসন্তকালীন আমেজ। দিন ও রাতের তাপমাত্রার পারদ রয়েছে মৌসুমের এ সময়ের ‘স্বাভাবিকে’র চেয়ে ঊর্ধ্বে। অবশ্য আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আগামী সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পেতে পারে। যদিও ‘তীব্র শৈত্যপ্রবাহে’র সম্ভাবনা আপাতত নেই।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা (রাতের সর্বনিম্ন তাপমাত্রা) আরো বেড়ে হয়েছে সর্ব-উত্তর জনপদের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১.৪ ডিগ্রি সে.। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৮.৫ এবং সর্বনিম্ন ১৫.৪ ডিগ্রি সে.। চট্টগ্রামে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩১ এবং সর্বনিম্ন ১৬.৬ ডিগ্রি সে.। প্রায় সারা দেশে গতকাল দিনের তাপমাত্রার পারদ ছিল ২৭ থেকে ২৯ ডিগ্রির ঘরে! রাতের সর্বনিম্ন তাপমাত্রাও অধিকাংশ স্থানে ১৪ থেকে ১৬ ডিগ্রিতে! যা মাঘের এ সময়ের হাঁড় কনকনে শীতের পরিবর্তে বসন্তকালীন অনুভ‚তি দিয়েছে। আরো অন্তত দুই দিন তাপমাত্রা মাঘ মাসের এ সময়ের স্বাভাবিকের চেয়ে বাড়তির দিকে থাকারই সম্ভাবনার কথা জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে।
আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুুল ইসলাম জানান, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী রোববার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। এরপরের ৫ দিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান