চব্বিশে তরুণরা অন্যায়-অবিচারের বিরুদ্ধে জেগে ওঠেছে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
২৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশে আমাদের তরুণরা অন্যায়- অবিচারের বিরুদ্ধে জেগে ওঠেছে। আমাদের দায়িত্ব হবে তরুণদের ভাষা ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনা ও বাস্তবায়ন করা।
শনিবার দুপুরে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’-এর অষ্টাদশ জাতীয়যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ৭১-এর পরে যা অমীমাংসিত থেকে গেছে, সেটার ফলে ২৪ হয়েছে। সেই অমীমাংসিত জায়গাগুলো মীমাংসিত করতে আমরা ৭১-এর মুক্তিযোদ্ধারা অনেক কিছু করতে পারিনি। দেশের মাটি পেয়েছিলাম, ফ্ল্যাগ পেয়েছিলাম, গড়তে পারিনি।
দারিদ্রতা নিয়ে তিনি বলেন, কারো শক্তি নাই যে আমাকে বিশ্বাস করানো, আমি দরিদ্র। আর যখন আমি দারিদ্রতাকে অস্বীকার করি, তখন দারিদ্র আমার জীবনে আর অস্তিত্ব পায় না। আমি মনে করি, এতটাই মৌলিক, এতটাই শক্তিশালী ও এতটাই সহজ দারিদ্রকে শেষ করে দেওয়া। অর্থাৎ দারিদ্রকে শেষ করতে হলে প্রথমে মনের জগৎ থেকে দারিদ্রকে মুছে ফেলতে হবে। এবং যে কারণগুলোতে আমি দরিদ্র, সেগুলোকে মুছে ফেলতে হবে। তাহলে রইল আমি ধনবান, আমার প্রাচুর্য আছে, আমার মেধা
আছে, আমার গুণ আছে, আমি পৃথিবী পালটে দিতে পারব।
তরুণদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ২০২৪-এ আমাদের ছেলেমেয়েরা দেশকে ভালোবাসতে শিখেছে, এই মাটিকে ভালোবাসতে শিখেছে, ফ্ল্যাগকে সম্মান করতে শিখেছে। ওরা এবার দেশটাকে গড়বে, যেখানে আমরা পারিনি, সেখানে তাদের শুরু। ৭১-এর উত্তরসূরি তোমরা এবং যে মুক্ত সুন্দর
সমাজ আমরা চেয়েছিলাম, সেটা করার এখনই সময় এবং সকলে মিলে আমরা সেটা করব। আমি ২৪-টাকেও মুক্তিযুদ্ধ মনে করি। আর যদি আমরা এই যুদ্ধে কোনোভাবে পা পিছলে পড়ি, তাহলে জেনে রেখ আরেকটা প্রজন্ম তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক যেমন তোমরা আমাদের বিরুদ্ধে
দাঁড়িয়েছ। অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনার আমলে (সাবেক প্রধানমন্ত্রী) বাকস্বাধীনতা, ভোটের অধিকার, মানবাধিকার ছিল না।
গুরুতর মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, ব্যাংক লুট ছিল। দেশটা দুর্নীতি দুর্বৃত্তায়নের
স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। সুশাসন ও গণতন্ত্র কার্যকর ও সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের সকলের মধ্যে সম্প্রীতি দরকার। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টারিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা বলেন, তরুণেরা সংগ্রাম করছে সকল ধরণের বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। তরুণেরা প্রত্যেকে ছোট ছোট করে সমাজের অসংগতি, অন্যায়, অসমতার পরিবর্তন এনেছে। তিনি বলেন, আমাদের
তরুণরা সকল অন্যায়-অবিচারের বিপক্ষে, সামাজিক অসমতার বিরুদ্ধে। সরকার ও রাষ্ট্রের দায়িত্ব হলো তরুণদের বিকাশের সুযোগ করে দেওয়া।
‘তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে প্রায় ৮ শতাধিক স্বেচ্ছাব্রতী তরুণ অংশ নেন। সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আঞ্চলিক বিতর্কের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্যাথি বার্কের লেখা ‘আই স এ রেভোলিউশন’ (I See a Revolution) বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া আগামী ১ বছরেরজন্য ১১ সদস্য বিশিষ্ট জাতীয় ফোরাম কমিটি ঘোষণা করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম শিকদারের ইন্তেকাল
নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীরের সাথে মোটরবাইকের ধাক্কা, ২ কিশোর নিহত
এস কে সুরের তিন লকারে মিলল বিপুল পরিমাণ স্বর্ণ ও বিদেশি মুদ্রা
আসাদুজ্জামান খান বাংলাদেশের কসাই: প্রেস সচিব
কাজী আনিস ও তার পরিবারের অর্থপাচার এবং সফট পাওয়ার কৌশলে হাসিনার জন্য লবিং
ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা চলাচল বন্ধ
মতলবের মেঘনায় বিশেষ কম্বিং অভিযানে ২টি বেহুন্দী ও ২০ হাজার মি. কারেন্ট জাল জব্ধ
পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ: আইন উপদেষ্টা
জুলাই-আগস্টের সব শক্তিকে একসঙ্গে থাকতে হবে: উপদেষ্টা আদিলুর রহমান
গ্লোবাল কটন সামিট অনুষ্ঠিত
জমকালো আয়োজনে যাত্রা শুরু হলো ক্লাইমেট থিয়েটার ‘অ্যাক্ট বাংলাদেশ’র
মোবারকগঞ্জ সুগারমিল শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২০২৫ ফলাফল গ্রহণ করেনি শ্রম অধিদপ্তর
‘ঘুষ না পেয়ে উচ্ছেদ অভিযান, গরীবের উপর কিসের আইন?’
ফ্যাসিস্ট হাসিনা-রেহানার নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে আলাউদ্দিন নাসিম
পঞ্চগড়ে প্রায় ছয়ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক
এই শতকে অস্ট্রেলিয়ান ওপেনজয়ী যারা
ঢাবির মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি সাদিক
বিপিএলে নবির রেকর্ড
দেশে রাজনৈতিক বিবেচনায় টেলিভিশনের অনুমোদন দেওয়া হয়েছিল: কামাল আহমেদ
হেপাটোলজি সোসাইটির নতুন সভাপতি অধ্যাপক শাহিনুল আলম