ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
২৯ মার্চ ২০২৫, ০৯:০১ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৯:০৭ এএম

দেশের সবচেয়ে ব্যস্ত গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে ঈদ পূর্ব মুহূর্তে নেই চিরচেনা সেই আগের যানজট। এবার দাউদকান্দি অংশে স্বস্তির ঈদ যাত্রা বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ঘরমুখো মানুষ।
গত বছর ঈদ পূর্বে দাউদকান্দি টোলপ্লাজা, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাসষ্ট্যান্ডে যানজটে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছিল। তবে এবারের চিত্র সম্পন্ন ভিন্ন। গুরুত্বপূর্ণ এই তিনটি স্থানে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি।
ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কুমিল্লা জেলা প্রশাসক ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার এর নেতৃত্বে মহাসড়কে বিভিন্ন স্পটে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন। তাদের নেতৃত্বে স্কাউট ও স্বেচ্ছাসেবীরা সড়কে শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন।
মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে বিজ্ঞ তিন (০৩) জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
দাউদকান্দি টোলপ্লাজায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত, গৌরীপুর বাসস্ট্যান্ডে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম এবং ইলিয়টগঞ্জ বাসষ্ট্যান্ডে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খান মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে মনিটরিং করছেন।
এই তিনটি স্পটে ৩৬ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন। দাউদকান্দি টোলাজায় ৮ জন, গৌরীপুর বাসস্ট্যান্ডে ১৬ জন এবং ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে ১২ জন স্বেচ্ছাসেবী সকাল-বিকাল যান চলাচল নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম সার্বক্ষণিক মহাসড়কের তদারকি করছেন।
তার নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ এই তিনটি স্পট ছাড়াও কোথাও কোন প্রকার যানজট অথবা দুর্ঘটনার সংবাদ পেলে দ্রুত ছুটে গিয়ে তাৎক্ষণিক তার সমাধান করছেন।
ইউএনও বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে সড়কে শৃঙ্খলা রাখতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা নিয়োজিত রয়েছেন। পুরো ঈদের সময়টাতে সড়কে শৃঙ্খলা ধরে রাখতে আমরা কাজ করে যাবো। ঈদের যাত্রা নিরাপদ করতে এধরণের কাজ অব্যাহত থাকবে।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদযাত্রা জন ভোগান্তিমুক্ত, যানজটমুক্ত এবং নির্বিঘ্ন করতে মহাসড়কে নিয়োজিত সেচ্ছাসেবী, কমিউনিটি পুলিশিং সদস্য, রোভার স্কাউট ও নিরাপদ সড়ক চাই (নিসচা)'র সদস্যরা আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করছেন।
সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্যরা কাজ করায় স্বস্তি ফিরেছে ঈদ যাত্রায়। যানজট বিহীন নির্বিঘ্নে দাউদকান্দি অতিক্রম করতে পারায় প্রশংসায় ভাসছেন সড়কের দায়িত্ব পালনকারীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দাউদকান্দি তিনটি স্পটে ট্রাফিকের কাজ করছেন সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, স্কাউট ও স্বেচ্ছাসেবীরা। তাদের দায়িত্ব নেওয়ার পর থেকে সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। মহাসড়কের পাশে অবৈধ স্থাপন সরিয়ে দেওয়ায় যান চলাচল কোন বিঘ্ন ঘটেনি।
এছাড়াও সড়ক পারাপারে পদচারীরা গৌরীপুর ফুটওভার ব্রিজ করায় সড়কে যানবাহন চলাচলে গতিরোধ বা বাধাগ্রস্ত হয়নি। ফলে সৃষ্টি হয়নি কোন যানজট।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লা জেলা প্রশাসক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।
ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত ও যানজট মুক্ত এবং নির্বিঘ্ন করতে আমরা স্বেচ্ছাসেবীরা সড়কে রয়েছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

নাদেলের ছবি-নামে সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

নাদেল ও আনোয়ারুজ্জামানের বাসায় হামলা ভাংচুর

আ‘লীগের এক উপদেষ্টাকে গ্রেফতার করলো সুনামগঞ্জ পুলিশ

২০০০ বছরের পুরনো মরদেহের ডিএনএ থেকে জানা গেলো যত চমকপ্রদ তথ্য

আড়াইহাজারে দুটি অস্ত্র উদ্ধার

অস্তিত্ব থেকে মুছে ফেলতে হবে আ‘লীগ ফ্যাসিস্টদের- বিএনপি নেতা মাহবুব চৌধুরী

এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি

একটি রাজনৈতিক দল মানুষের সাথে বারবার ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চায়- ড. শেখ ফরিদ

সুবর্ণচরে সুপেয় পানির সংকট নিরসনে পদযাত্রা ও মানববন্ধন

ভোলায় বিএনপি নেতা হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

কোটালীপাড়ায় চাদেরঁ আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আলেমদের সংবর্ধনা

ভোলায় বিএনপি নেতা হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

বিগত ১৭ বছরে জাতীয়তাবাদী দলের কোন নেতাকর্মীকে ঈদের আনন্দ উপভোগ করতে পারেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী

আনন্দ টেকসই অর্থবহ নির্বাচন দিয়েসরকার গঠন করতে হবে - প্রিন্স

শহীদদের কবর জিয়ারত ও আহতদের সাথে ঈদ শুভেচ্ছা করেন মাজেদ বাবু

সাতক্ষীরায় কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা! স্বামী -স্ত্রী গ্রেপ্তার

সাবেক স্বামীর থেকে পাওয়া সোনা-গহনার জাকাত দেওয়া প্রসঙ্গে?

মোবাইল হতে শিশুদের দূরে রাখুন

বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ

বৈশ্বিক বিভিন্ন সূচকে দেশচিত্র