বৈশ্বিক বিভিন্ন সূচকে দেশচিত্র
০৩ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

‘ওয়ার্ল্ড হ্যাপিনেস ২০২৫’ মতে, ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৪তম। আইকিউএয়ারের ‘বৈশ্বিক বায়ু মান প্রতিবেদন ২০২৪’ মতে, বায়ু দূষণে দেশ হিসাবে বাংলাদেশ দ্বিতীয় এবং নগর হিসাবে ঢাকা তৃতীয়। আইইপির বৈশ্বিক সন্তাসবাদ সূচক-২০২৫ মতে, বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৫তম। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২৪ সালের বিশ্ব গণতান্ত্রিক সূচকে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১০০তম। দ্য ফ্রিডম হাউসের প্রতিবেদন মতে, ২০২৪ সালের স্বাধীনতা সূচকে বাংলাদেশের স্কোর ৪৫। টিআই’র দুর্নীতির ধারণা সূচক-২০২৪ মতে, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতি গ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের সূচক মতে, সামরিক শক্তিতে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৫তম। হেনলি অ্যান্ড পার্ট নার্স’র পাসপোর্ট সূচক-২০২৫ মতে, বাংলাদেশ ১০০তম। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সমন্বিত ডাক উন্নয়ন সূচক-২০২৪ মতে, ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৬৮তম। সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের ‘কান্ট্রিজ উইথ বেস্ট পারফর্মিং এডুকেশন সিস্টেম’ শীর্ষক প্রতিবেদন ২০২৪ মতে, ৯৩টি দেশের শিক্ষামানের সূচকে বাংলাদেশ নেই। এ তালিকায় ভারত ৩৩তম। ১২ ডিসেম্বর ’২৪ প্রকাশিত রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর সাংবাদিকদের জন্য বিপজ্জনক ৯টি দেশের তালিকায় বাংলাদেশ তৃতীয়। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও ওয়েল্ট হাঙ্গার হিলফের যৌথভাবে প্রণীত বিশ্ব ক্ষুধা সূচক-২০২৪ মতে, ১২৭টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম। জিএসএমএ এর ‘দ্য স্টেট অব মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি- ২০২৪’ শীর্ষক প্রতিবেদন মতে, বিশ্বের ৪টি অঞ্চলের ১২টি নি¤œমধ্য আয়ের দেশের মধ্যে স্মার্ট-ফোন মালিকানায় বাংলাদেশের চেয়ে এগিয়ে ৯টি দেশ। মোবাইল ইন্টারনেট ব্যবহারেও বাংলাদেশ তাদের চেয়ে পিছিয়ে। এনআরআইয়ের সূচক-২০২৪ মতে, ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৯তম। সিসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। ২০২৪ সালে বাংলাদেশে সাড়ে তিন কোটির বেশি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে ইউনিসেফ। ইন্টারন্যাশনাল পুলিশ সায়েন্স অ্যাসোসিয়েশনের ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পুলিশ ইনডেক্স-২০২৩ মতে, পুলিশের সেবার মানের ক্ষেএে বিশ্বের ১২৫ দেশের মধ্যে বাংলাদেশ ১০০তম। বিবিসি সায়েন্স ফোকাস সাময়িকীর জানুয়ারি, ২০২৪ প্রকাশিত বিশ্বের শীর্ষ ১০ জনবহুল শহরের তালিকায় ঢাকা ৭ম, মোট লোক সংখ্যা ২ কোটি ২ লাখ। অক্সফামের ‘দ্য কমিটমেন্ট টু রিডিউসিং ইনইক্যুয়ালিটি ইনডেক্স-২০২৪ মতে, ১৬৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে ১৬১তম ও শ্রমিকের অধিকার রক্ষায় ১৫৫তম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’-২০২৪ মতে, ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশ ৯৯তম। ফ্রিডম হাউসের ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৪’ মতে, ইন্টারনেট স্বাধীনতায় বাংলাদেশের পয়েন্ট ৪০। বাংলাদেশ ‘আংশিক মুক্ত’। আইএমএফ’র তথ্য মতে, ২০২৪ সালে বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। জিডিপির পরিমাণ ৪৫৫ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু গড় আয় ২৬৪৬ মার্কিন ডলার।
আইএলওর ১১ জানুয়ারি-২৪ প্রকাশিত তথ্য মতে, বিশ্বের ১৭০টি দেশের মধ্যে সাপ্তাহিক কর্ম ঘণ্টায় শীর্ষে থাকা ১২টি দেশের মধ্যে বাংলাদেশ ১১তম। ফিফা সূচক-২০২৪ মতে, বাংলাদেশের অবস্থান ১৮৬। জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২৪ মতে, ২০২৩ সালে বিশ্বের ১৯৩ দেশের মধ্যে বাংলাদেশ ১০০তম।ই-পার্টিসিপেশন সূচক-২০২৪ মতে, বিশ্বের ১৯৩ দেশের মধ্যে বাংলাদেশ ৭০তম। ক্রিপ্টো কারেন্সি ব্যবহারে ১৫১টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৫তম। আইটিইউ এর ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স-২০২৪ মতে, বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশ রোল মডেলের ৪৬টি দেশের তালিকায় স্থান পেয়েছে। লয়েডস লিস্টের ‘ওয়ান হান্ড্রেড পোর্টস-২০২৪’ শীর্ষক প্রতিবেদন মতে, কনটেইনার পরিবহনের বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দর ৬৭তম। ফোর্বসের বিশ্বের ৬০ শহরের মধ্যে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহর হিসেবে ষষ্ঠ ঢাকা। আইএলওর তথ্য মতে, আনুষ্ঠানিক কর্মসংস্থানে বিশ্বে পিছিয়ে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশ সপ্তম। ইকোনমিস্ট ইমপ্যাক্ট-এর জরিপ অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের ৪০টি দেশের অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য সূচকে বাংলাদেশের অবস্থান সর্বনি¤েœ। সার্ফশার্ক ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স-২০২৩ প্রতিবেদন মতে, ডিজিটাল জীবনমান সূচকে বিশ্বের ১২১ দেশের তালিকায় বাংলাদেশ ৮২তম। আইটিইউ’র ৮ জুলাই-২০২৪ প্রকাশিত বৈশ্বিক ডিজিটাল সূচক মতে, বাংলাদেশের স্কোর ৬২, বৈশ্বিক গড় স্কোর ৭৪.৮ বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার ৩৮.৯% এবং পরিবারে ইন্টারনেট ব্যবহারের হার ৩৮.১%। আইএমএফ প্রণীত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রস্তুতির সূচকে বিশ্বের ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১১৩তম। ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইনডেক্স-এর সর্বশেষ তথ্য মতে, পৃথিবীর যেসব দেশ সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে আছে, তন্মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ অনুযায়ী, বাসযোগ্য বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে ঢাকা ১৬৮তম। যুক্তরাষ্ট্রের ট্রাফিকিং ইন পারসনস প্রতিবেদন-২০২৪ মতে, মানব পাচার নির্মূলের ন্যূনতম মান সম্পূর্ণ অর্জন করতে পারেনি বাংলাদেশ। পর্যটন খাতে বার্ষিক আয় (মার্কিন ডলারে) বাংলাদেশের প্রায় ৭৬.১৯ মিলিয়ন, ভারতের ১০ হাজার ৭২৯ মিলিয়ন, মালদ্বীপের ৬০২ মিলিয়ন, শ্রীলঙ্কায় ৩৮৫ মিলিয়ন ও নেপালে ১৯৮ মিলিয়ন। মাধ্যমিকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন বাংলাদেশে ১৭ হাজার ৫০০ টাকা, ভারতে ৪০ হাজার টাকা, পাকিস্তানে ৩০ হাজার টাকা, শ্রীলঙ্কায় ৩২ হাজার টাকা, নেপালে ৩৫ হাজার টাকা, ভুটানে ৩৯ হাজার টাকা ও মালদ্বীপে ৯০ হাজার টাকা।
আঙ্কটাডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট- ২০২৪ মতে, ২০২৩ সালে এফডিআই কম্বোডিয়ায় ১০.৬১%, ভিয়েতনামে ৩.৩৫% ও পাকিস্তানে ২৪.৩৫% বেড়েছে আর বাংলাদেশে ১৩.৬৭% কমেছে। ‘স্টার্টআপব্লিঙ্ক’ এর ‘গ্লোবাল স্টার্ট আপ ইকো-সিস্টেম ইনডেক্স ২০২৪ মতে, ১০০টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৩তম। গ্লোবাল পিস ইনডেক্স-২০২৪ মতে, ১৬৩ দেশের মধ্যে বাংলাদেশ ৯৩তম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ-২০২৪ মতে, ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশ ৯৯তম। ২০২৪ সালের মে মাসে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন ফিলান্সার নিয়োগের জন্য ৩০টি দেশের তালিকা তৈরি করেছে।তাতে বাংলাদেশ ২৯তম। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস-২০২৫: টপ গ্লোবাল ইউনিভার্সিটিজ’ শীর্ষক বিশ্বের ১,৫০৩ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, এ তালিকায় ভারতের ৩৪টি ও পাকিস্তানের ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দুগ্ধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৩৮তম। জাতি সংঘের মানব উন্নয়ন সূচক-২০২৪ মতে, বাংলাদেশ ১২৯। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রণীত ভ্রমণ ও পর্যটন সূচক-২০২৪ মতে, বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৯তম।
আর্টিকেল নাইনটিনের ‘বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন-২০২৪’ মতে, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বের ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৮তম, স্কোর ১২ ও ‘সংকটজনক’ শ্রেণীভুক্ত। বিশ্বব্যাংকের মে, ২০২৪ প্রকাশিত প্রতিবেদন মতে, ডিজিটাল লেনদেনে ১৫৭ দেশের মধ্যে বাংলাদেশ ১০২তম। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের ‘দ্য মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৪’ মতে, বাংলাদেশে ৮৫% পুরুষ ও ৬৮% নারী মুঠোফোনের মালিক। এছাড়া ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পুরুষ ৪০% ও নারী ২৪%। গত ১৫ মে প্রকাশিত যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাকসেস নাউয়ের ‘সংকোচনশীল গণতন্ত্র, ক্রমবর্ধমান সহিংসতা’ শীর্ষক প্রতিবেদন মতে,২০২৩ সালে ভিন্নমত দমন করতে ইন্টারনেট পরিষেবা বন্ধের দিক দিয়ে ৩৯টি দেশের মধ্যে বাংলাদেশ ১১তম।জাতিসংঘের আইওএম এর ওয়ার্ল্ড মাইগ্রেশন প্রতিবেদন-২০২৪ মতে, বাংলাদেশ অভিবাসী প্রেরণে ষষ্ঠ আর রেমিট্যান্স প্রাপ্তিতে অষ্টম। পিআরআই এর মতে, বর্তমানে বাংলাদেশে উন্নয়ন ব্যয় জিডিপির ১৫.৭৩%, যা নি¤œ আয়ের একটি দেশের গড় ব্যয়ের চেয়েও ৫.৬১% কম। একটি নি¤œ আয়ের দেশেও উন্নয়ন ব্যয় জিডিপির ২১.৩৪%,মধ্যম আয়ের দেশের ব্যয় ৩৬.৫০% এবং বৈশ্বিক গড় ব্যয় ৩৫.২২%। বাংলাদেশে এই ব্যয় হওয়া উচিত ৩৫% ও মধ্যম আয়ের দেশ হতে ব্যয় নিতে হবে ৩৬.৫%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একটি দেশে প্রাতিষ্ঠানিক প্রসব হওয়া উচিত ৮৫%। অস্ত্রোপচারে শিশু জন্ম কোনোভাবেই ১৫ শতাংশের বেশি হওয়া উচিত নয়। বাংলাদেশে স্বাভাবিক প্রক্রিয়ায় শিশু জন্মের হার ৪৯.৩%। আর অস্ত্রোপচারে জন্ম নিচ্ছে ৫০.৭% শিশু। ডাব্লিউআইপিওর উদ্ভাবন সূচক-২০২৩ মতে, ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৫তম। এডিবির ১১ এপিল, ২০২৪ প্রকাশিত প্রতিবেদন মতে, এশিয়ার ৪৬টি দেশের মধ্যে দ্বিতীয় সবোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে ৮.৪%, প্রথমটি পাকিস্তানে ২৫%। ‘ইকোনমিস্ট ইমপ্যাক্ট’-এর জরিপ অনুযায়ী বিশ্বের ছয়টি অঞ্চলের ৪০টি দেশের অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য সূচকে স্কোর হিসাবে বাংলাদেশের অবস্থান সর্বনি¤েœ- ৩০.৮, ভারতের ৫২.৫, চীনের ৭০.৩, আলজেরিয়ার ৩৮.৫, যুক্তরাজ্যের ৯০.৮। স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিসংখ্যান মতে, বাংলাদেশে স্বাস্থ্যসেবা গ্রহণে মোট ব্যয়ের ৪৪% ওষুধে (বৈশ্বিক গড় ব্যয় ১৫%)। যার ৯৪% ব্যক্তির নিজস্ব, সরকারের ৬% উন্নয়ন সহযোগীর ০.৩৭% ও এনজিও’র ০.১২%। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য মতে, প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম বাংলাদেশে ৯২ সেন্ট, চিলিতে ১৪ সেন্ট, হংকংয়ে ১৫ সেন্ট, থাইল্যান্ডে ১০ সেন্ট, চীনে ৮ সেন্ট, নেপালে ৩৪ সেন্ট। এফএও’র ২৩ ডিসেম্বর ’২৩ প্রকাশিত তথ্য মতে, বলেছে, বিশ্বে খাদ্য আমদানি কারক দেশগুলোর মধ্যে চীন ও ফিলিপাইনের পর বাংলাদেশের অবস্থান।
ইউএন উইমেনের ৭ ডিসেম্বর ’২৩ প্রকাশিত প্রতিবেদন মতে, যেসব দেশে বাল্যবিয়ের হার সর্বোচ্চ সে দেশগুলোর কাতারে রয়েছে বাংলাদেশ। এএমএলের এন্টি মানিলন্ডারিং সূচক-২০২৩ মতে, বিশ্বের ১৫২টি দেশের মধ্যে বাংলাদেশ ৪৬তম। বিশ্বব্যাংকের ‘স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি ইনডেক্সে’- ২০২৩ মতে, ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ৫৮.১ পয়েন্টে। সিপিডির তথ্য মতে, গার্মেন্ট খাতে শ্রমিকের ন্যূনতম বেতন চীনে ৩০৩.৫৯ ডলার, ইন্দোনেশিয়ায় ২৪২.৯৪ ডলার, কম্বোডিয়ায় ২০০ ডলার, ভারতে ১৭১.১৮ ডলার ও বাংলাদেশে ৭২.৪২ ডলার। ব্যবসায়িক পরিবেশের সূচক-২০২৩ মতে, ব্যবসায়িক পরিবেশের দিক দিয়ে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৬৮তম। বিশ্ব ব্যাংকের তথ্য মতে,ব্যাংকের খেলাপি ঋণের হার বাংলাদেশে ১০.১১%, পাকিস্তানে ৭.৪%, ভারতে ৩.৯% ও শ্রীলংকায় ১৩.৩৩%। কয়লা থেকে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় প্রতি কিলোওয়াটে বাংলাদেশে ১৩.৯২ টাকা, ভারতে ৫-৮ টাকা, চীনে ৪-৬ ও পাকিস্তানে ১০-১২ টাকা। টিআইবির গত ১ অক্টোবর, ২০২৪ প্রকাশিত গবেষণা রিপোর্ট মতে, পার্লামেন্টে বিল পাসের ক্ষেত্রে আইন প্রণয়ন কার্যক্রমে ব্যয়িত সময়ের হার বাংলাদেশে (জানুয়ারি ২০১৯-এপ্রিল ২০২৩) প্রায় ১৬.৭%, ভারতের লোকসভায়(২০১৮-১৯) ৪৫.০% ও যুক্তরাজ্যে (২০১৯-২০) প্রায় ৪৯.৩%। ইউএন-এসকাপের প্রতিবেদন-২০২৩ মতে, অননুমোদিত যানবাহন চলাচলে এশিয়ার শীর্ষে রয়েছে খুলনায় ৫৮%, ঢাকায় ৫৪%, জাকার্তায় ৫০%, ম্যানিলায় ৩৮%, সুরাটে ৩০%, বান্দুংয়ে ১৭%, নম পেনে ১২.৪%, সুরা বায়ায় ১১% ও জয়পুরে ১১%। ওয়ার্ল্ড ইন ডাটার তথ্য অনুযায়ী, ২০২১ সালে গরু প্রতি মাংসের পরিমাণ বৈশ্বিক গড় ২১৮ কেজি, বাংলাদেশে ৭১ কেজি। নেদারল্যান্ড ভিত্তিক কিডসরাইটস ইনডেক্স-২০২২ মতে,বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে বাংলাদেশ ১০২তম (দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়)। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স-২০২২ মতে, ট্যাপের নিরাপদ পানীয় জলের প্রবেশাধিকারের দিক থেকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৮তম,স্কোর ২৬.৯০ (বিপজ্জনক শ্রেণির অন্তর্ভুক্ত)। বিশ্বব্যাংকের ১ এপ্রিল, ২০২২ প্রকাশিত প্রতিবেদন মতে, বিশ্বে অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এছাড়া, বাংলাদেশ স্বাস্থ্যকর জীবনযাপনের ক্ষেত্রে চতুর্থ, পেনশনের ক্ষেত্রে ষষ্ঠ ও বেতন কাঠামোর ক্ষেত্রে নবম। দ্য ইকোনমিষ্টের বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচক-২০২২ মতে, ১১৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৮০তম এবং খাদ্যের মান ও নিরাপত্তায় ৭১তম। বিশ্ব ব্যাংকের নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সূচক-২০২৩ মতে, বিশ্বের ১৯০টি দেশের মধ্যে স্কোর হিসাবে বাংলাদেশ ১৭৫তম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে শুধু আফগানিস্তান। জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে-২০২৩ মতে, ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১১১তম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০২৪ সালের জরিপ মতে, ভালো সড়কের তালিকায় ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৩তম।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
sardarsiraj1955@gmail.com
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক গ্রেফতার

তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা

ড. ইউনূসকে ‘বস’ ডেকে যা বললেন উপদেষ্টা আসিফ

গণপিটুনিতে নিহত খুনে অভিযুক্ত, বাঁচাতে যেয়ে আহত ৬ পুলিশ

চিকেন’স নেক নিয়ে আতঙ্কে ভারত, নিরাপত্তা জোরদার

মরহুম আতাহার হোসেন স্মৃতি আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক প্রয়োজন ছিল : মির্জা আব্বাস

জকিগঞ্জে অটোরিকশা চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

বিএনপি কারো উপর নির্যাতন করতে চায় না' : শামা ওবায়েদ

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

কারো চোখ রাঙানী আর মেনে নেয়া হবে না-সারজিস আলম

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার কানাডার অধিনায়ক

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে -আমান উল্লাহ আমান

ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন, লাইফ সাপোর্টে মা

ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডনের হাইকোর্ট

ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফেসবুক পোস্টে যা বললেন মোদি