কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণ ঈদ উদযাপন
০২ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পিএম

ঢাকাসহ সারাদেশের জনসাধারণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং চলমান ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে কোন অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে সে জন্য পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। দেশবাসী যখন ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত তখনো পরিবার ছেড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত রয়েছেন তারা। অধিকাংশেরই পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ মেলেনি, মেলেনি আপনজনের হাত ধরে ঈদগাহ ময়দানে নামাজে শরীক হওয়ার সুযোগটুকুও। ডিউটির ফাঁকেই ঈদের জামাতে অংশ নিতে হয়েছে তাদের।
তবে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করতে না পারলেও ঈদের দিন উন্নতমানের খাবারের আয়োজন ছিল মানুষের নিরাপত্তায় নিয়োজিত পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যদের জন্য।অন্যদিকে ঈদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে সেনাবাহিনীর সদস্যরাও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। চলমান ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে দেশের প্রধান শহর ঢাকা ও পার্শ্ববর্তী জেলা-উপজেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সেনাবাহিনী। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড এবং মহাসড়কগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি শিল্পাঞ্চল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও শক্তিশালী করা হয়।
তবে ছুটিতে যাওয়া সাধারণ মানুষের কর্মস্থলে ফিরে আসার আগ পর্যন্ত মহাসড়কের যানজট নিরসন এবং সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্রিয় থাকবে সকল সংস্থার নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারি ছুটিতে বিপুল মানুষ রাজধানী ছেড়ে ঘরমুখো হয়েছেন। এ সময়ে চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা, চাঁদাবাজির আশঙ্কা থাকলেও সকলের সমন্বিত পদক্ষেপের কারণে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে, যা অব্যাহত থাকবে। এ বিষয়ে আইজিপি বাহারুল আলম ইনকিলাবকে বলেন, ঈদুল ফিতরের সার্বিক নিরাপত্তায় পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। হাইওয়ে যানজট মুক্ত রাখতে এবং ডাকাতিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে হাইওয়েতে এক হাজার ফোর্স বাড়ানো হয়েছে। একই সাথে হাইওয়ে কেন্দ্রীক সকল মেট্টোপলিটন ও জেলা পুলিশ যানজট নিরসনে সমন্বয় করে কাজ করছে। পুলিশ সদর দফতরের পাশাপাশি মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করছে।
তবে দায়িত্ব পালনে কোন পুলিশ সদস্য বা কর্মকর্তার কোন গাফিলতি করছে কিনা তাও মনিটরিং করা হচ্ছে। তিনি বলেন, পরিবহন মালিক-শ্রমিক ও সিটি কর্পোরেশনসহ সকলের সহযোগিতায় এখন পর্যন্ত পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় দায়িত্ব পালন করে যাচ্ছে। ইতিমধ্যে বাড়ি ফেরা মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তাদের যানজটমুক্ত এবং কোন প্রকার হয়রানী ছাড়া কর্মস্থলে ফিরতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পুলিশের মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তারাও মাঠে থেকে সার্বিক বিষয়গুলো মনিটরিং করছেন। পুলিশ সদর দফতর থেকে সারাদেশের সাথে সমন্বয় করা হচ্ছে। সাধারন মানুষের নিরাপদে কর্মস্থলে ফিরতে পারলেই পুলিশের এ পরিশ্রম সফল হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে অনুষ্ঠিত সব ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সর্বদা দায়িত্ব পালন করেছে। ঈদের দিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে দ্বায়িত্ব পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মুসল্লিদের ভিড়ে তাকালেই দেখা মেলেছে ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যদের। সোমবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, সংসদ ভবন এলাকা, গুলশানের আজাদ মসজিদ ও মহাখালীস্থ গাউছুল আজম মসজিদসহ যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সব স্থানেই ছিল পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোর থেকেই টহল দেন। এছাড়াও সকাল থেকেই সড়কের গুরুত্বপূর্ণ স্থানে দ্বায়িত্ব পালন করেন তারা। একই সঙ্গে বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে চলেছেন তারা। এছাড়াও ঈদের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছিল চেকপোস্ট। বিশেষ করে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও শনির আখড়া বাস টার্মিনালসহ শহরের প্রবেশ ও বের হওয়ার সড়কগুলোতে তল্লাশি চালানো হয়।
কোনো ধরনের সন্দেহজনক কিছু নজরে এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।এর আগেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদের ছুটিতে রাজধানী থেকে প্রচুর মানুষ গ্রামে চলে যাওয়ায় শহরের বেশকিছু এলাকা ফাঁকা হয়ে গেছে। এ সময় চুরি, ডাকাতি বা অন্যান্য অপরাধ রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের কন্ট্রোল রুম থেকেও সার্বক্ষণিক নজরদারি চালানো হয়েছে।জাতীয় ঈদগাহ ময়দান এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা অন্য এক পুলিশ সদস্য বলেন, শুধু ঈদ নয়, যে কোনো ধরনের অনুষ্ঠানে সাধারণ মানুষ যখন উৎসব আনন্দে ব্যস্ত তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। তেমনই আমাদের ঈদ মানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সড়কে দায়িত্বরত অন্য এক পুলিশ সদস্য বলেন, পরিবার ফেলে রাস্তাতেই ঈদ কাটছে। কাজের ফাঁকে নামাজে অংশ নিয়ে আবারও কাজে ফেরাই আমাদের ঈদ। তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে পারলাম না। সকালে বাড়ির সবার সঙ্গে ফোনকলে কথা বলেছি। ঈদ শুভেচ্ছা জানিয়েছি। এখন দায়িত্ব পালন করছি।
এভাবেই ঈদ কেটে যায় আমাদের।র্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান ইনকিলাবকে বলেন, ঈদে মানুষের নিরাপত্তায় গোয়েন্দা কার্যক্রম ও টহল জোরদার করা হয়। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে র্যাব সদস্যরাও তৎপর রয়েছে। ঈদে নিরাপত্তায় গোয়েন্দা, ফুট প্যাট্রোল, মোবাইল প্যাট্রোল, সাইবার ওয়ার্ল্ডের নজরদারি রয়েছে। এ ছাড়া র্যাবের মোবাইল টিম মাঠে রয়েছে। দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সকল সংস্থার সাথে সমন্বয় করে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের কর্মস্থলে ফিরে আসার পর্যন্ত র্যাবের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যহত থাকবে। ঢাকা রেঞ্জ ডিআইজি একেএম আওলাদ হোসেন ইনকিলাবকে বলেন, ঈদকে সামনে আইন-শৃংখলা নিয়ন্ত্রণ ও হাইওয়ের যানজট নিরসনে সকলের সাথে এক যোগে কাজ করছে ঢাকা রেঞ্জ পুলিশ। রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা মাঠে থেকে মনিটরিং ও সার্বিক নির্দেশনা দিচ্ছেন।
ঢাকা রেঞ্জের ৫জন কর্মকর্তা রেঞ্জের ১৩ জেলার পুলিশ কর্মকর্তাদের সার্বিক কাজের মনিটরিং করছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন যা ঈদের শেষ দিন পর্যন্ত অব্যহত থাকবে বলে আওলাদ হোসেন জানান। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান ইনকিলাবকে বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে সকল সংস্থার সাথে সমন্বয় করে মাঠে দায়িত্ব পালন করছে গাজীপুর মহানগর পুলিশ। যানজট মুক্ত ট্রাফিক নিয়ন্ত্রণে ৩০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুরের যানজট নিরসনের পাশাপাশি সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে সকল সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে। সিলেট রেঞ্জ ডিআইজি মো: মুশফেকুর রহমান ইনকিলাবকে বলেন, ঈদকে সামনে রেখে সিলেট রেঞ্জের সব জেলাগুলোতে সকল সংস্থার সাথে সমন্বয় করে পুলিশ দায়িত্ব পালন করছে।
মহাসড়কে যানজট নিরসনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরনসহ কেপিআই গুলোর নিরাপত্তায় সিলেট রেঞ্জ পুলিশ সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছে।রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ইনকিলাবকে বলেন, যারা ঈদ করতে বাড়ি আসছেন এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরবেন, আমরা তাদের যাত্রাটা নির্বিঘœ করতে চাই। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাতে না হয়, সে জন্য সবাইকে নিয়ে আমরা কাজ করছি। পরিবহন সেক্টরে নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধকল্পে মালিকপক্ষ, পুলিশ, র্যাব, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশকে সার্বিক সহযোগিতা করছেন সাধারণ মানুষ। একই সঙ্গে মলম, অজ্ঞানপার্টি ও চাঁদাবাজির দৌরাত্ম্য যাতে না বাড়ে, সে বিষয়ে সবাই সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন। শেষ সময় পর্যন্ত রংপুর রেঞ্জ পুলিশ সকল সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করে যাবে বলে ডিআইজি আমিনুল ইসলাম মন্তব্য করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

নামেই সিলেট ‘ওয়াসা’ ৩ বছরেও কার্যক্রমহীন: সিলেটের বিষয়ে উদাসীন অন্তর্বর্তীকালীন সরকারও

গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক!

রাউজানে বিশেষ অভিযানে অস্ত্র সহ সন্ত্রাসী গ্রেফতার

লিভারপুলের অপ্রত্যাশিত হারে টিকে থাকল আর্সেনাল

সংস্কার প্রস্তাবে বিএনপি’র মতামত ইতিবাচক

হাসিনাকে ফেরাতে সব প্রক্রিয়াই অনুসরণ করবে দুদক

ঈশ্বরগঞ্জে ভাড়া-নৈরাজ্য ঠেকাতে ১৩ যানবাহন ডাম্পিং-জেল-জরিমানা

কিশোরগঞ্জ শহরে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর আয়োজনে বিশাল ঈদ শোভাযাত্রার আয়োজন

বন্দরে দুর্বৃত্তদের অস্ত্রঘাতে সন্ত্রাসী রনী নিহত

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ ও ইসরাইলি পণ্য বয়কটে উত্তরায় মশাল মিছিল

অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় দুই হোটেলকে জরিমানা

তিন বছরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবতা দেখতে চাই : ড. মামুন

সিরাজদিখানে নিখোঁজের ৫ দিন পর অটো চালকের লাশ উদ্ধার

নদীতে অভিযানের জেরে ভাসমান জেলে পাড়াতে হামলার অভিযোগ, শিশুসহ আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে গলিত লাশ উদ্ধার

গাজাবাসীর হরতালে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পূর্ণ সমর্থন

ঈদ পূর্ণমিলনীতে শেখ হাসিনার সেই নিষ্ঠুর শাসনের স্মৃতিচারণে আবেগাপ্লুত সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা

কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অভিমত সংস্কার প্রস্তাবে বিএনপি’র মতামত ইতিবাচক

“তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন”