শীলার পোশাক নিয়ে কটাক্ষের জবাব দিলেন আসিফ নজরুল

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৪ এপ্রিল ২০২৫, ১০:৪৪ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৪৬ এএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের স্ত্রী শীলাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কটাক্ষ করেছিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সেই কটাক্ষের জবাব দিয়েছেন আসিফ নজরুল।

 

গতকাল বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এর জবাব দেন।

 

পোস্টে আসিফ নজরুল বলেন, ‘শীলার সঙ্গে আমার বিয়ে হয় ২০১২ সালে। বিয়ের দুবছর পরে আমাদের কন্যা আরিনার জন্ম হয়। এর কিছুদিন পর থেকে ও হিজাব করা শুরু করে। আমাদের তখন একটাই প্রাইভেট গাড়ি ছিল (এখনো তাই)। সেটা প্রায় সারাদিন ব্যস্ত থাকতো আমাদের আগের সংসারের তিন সন্তানকে স্কুলে আনা-নেওয়ার কাজে। শীলা ও আমাকে প্রায়ই সিএনজি বা রিকশায় চড়তে হতো। আমার সমস্যা হতো না তাতে। কিন্তু লম্বা ও ঘনচুল হিজাবে ঢাকা থাকার কারণে মাথা ভিজে শীলা অসুস্থ হয়ে যেত। এটা নিয়ে আমার মন খারাপ থাকত। কিন্তু শীলা নিজ সিদ্ধান্তে অনঢ় থাকে, কোনো অবস্থাতেই হিজাব করা ছাড়েনি কখনো।’

 

তিনি লেখেন, ‘হিজাব শুরুর কিছুদিন পর একটা দাওয়াতে আমরা যাই। সেখানে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ও দেশের স্বনামধন্য একজন আইনজীবী আমার দিকে ভৎসনার চোখে তাকালেন। আমি বুঝলাম তিনি ভাবছেন শীলা বোধহয় আমার কারণেই হিজাব করতে বাধ্য হচ্ছে। এরপর সমাজের নামীদামী বহু মানুষ এভাবে আমার দিকে তাকিয়েছে। আমার একটু অদ্ভূত লাগত। মানুষ কেন ভাবতে পারে না যে একটা মেয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছেয় ইসলামী জীবন বেছে নিতে পারে, হিজাবও করতে পারে!’

 

তিনি আরও লেখেন, ‘শীলা একসময় অভিনয় করত। ১৯৯৫ সালে ১৪ বছর বয়েসে নিজের ইচ্ছেয় সে অভিনয় ছেড়ে দেয়। সে বছর অভিনয়ে জাতীয় পুরস্কার পেলে সেটা গ্রহণ করতে পর্যন্ত যায়নি ও। এর বছর পাঁচেক পর ২০০০ সালে দাদার স্কুলের জন্য ফান্ড তৈরির কথা বলে তার বাবা তাকে একটামাত্র নাটকে অভিনয়ে রাজি করাতে পারে। এরপর কোনোদিন অভিনয়ের ধারেকাছে যায়নি সে বহু অনুরোধ পাওয়ার পরও। কিন্তু মানুষ তার অভিনেত্রী পরিচয়টা আজো মনে রেখেছে। অভিনয় না করে সে অনেক কিছু হারালো ভেবে সমবেদনায় উদ্বেল হয়েছে।’

 

আইন উপদেষ্টা লেখেন, ‘অথচ এ নিয়ে তার বিন্দুমাত্র দুঃখবোধ নেই। এক সময় অভিনয় করত এটা মনে করতেও চায় না। সে খুশি আছে তার নিজের জীবন নিয়ে। অর্থনীতিতে দুটো ফাস্টক্লাস ছিল তার। বড় বড় প্রতিষ্ঠানে অত্যন্ত সম্মানজনক পদে চাকরি করেছে, এখন কাজ করছে ‘‘ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল স্পেশালিস্ট’’ হিসেবে সবচেয়ে প্রভাবশালী দূতাবাসে।

 

প্রখর মেধা, প্রবল আত্মমর্যাদাবোধ আর কঠোর ঔচিত্যবোধ সম্পন্ন এবং পেশাগত জীবনে অত্যন্ত সফল একজন মানুষ ও। অথচ এই সমাজের কিছু মানুষের কাছে শুধু ‘আহা অভিনেত্রী’ আর ‘আহা হিজাব’ হয়ে রয়েছে আজও। কারো কারো কাছে এজন্য দায়ী মানুষটা আর কেউ না, আমি!’

 

আসিফ নজরুল লিখেছেন, ‘সত্য হচ্ছে, শীলাই বরং আমাকে ধর্মের পথে নিয়ে গেছে। এখনো ফজরের আজান হলে সে আমাকে ঘুম থেকে টেনে তুলে, ঠিকমতো যাকাত দিচ্ছি কিনা সেই হিসেব নেয়, দুই বছর আগে সেই আমাকে বুঝিয়ে-শুনিয়ে হজ করতে নিয়ে গেছে।

 

আমি জীবনে কোনোদিন অসৎ উপার্জন করিনি আর মানুষের উপকার করার চেষ্টা করেছি সারাজীবন। এগুলো আমার জন্মগত। কিন্তু এ ছাড়া জীবনে যতো ভালো কিছু শিখেছি সব তার কাছে থেকে শেখা, যা কিছু ভালো করেছি সব তার অনুপ্রেরণায় করা’।

 

তিনি আরও বলেন, ‘আমার লাভ হয়েছে আরো অনেক। আমার মা ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ। কখনো প্রচণ্ড বিপদে পড়লে মাকে বলতাম, আম্মা আমার জন্য দোয়া করেন। আমার ভয় কেটে যেতো, মনে হতো শেষ পর্যন্ত সব বিপদ কেটে যাবে আমার। শীলার সঙ্গে বিয়ের কিছুদিন পর আম্মা মারা গেলেন। পরদিন কবরে গিয়ে অনেক কাঁদলাম। স্বার্থপরের মতো মনে হলো এখন আমার জন্য কে দোয়া করবে! কাকে বলব দোয়া করতে।’

 

আসিফ নজরুল বলেন, ‘আল্লাহ্ আমাকে সেই মানুষ দিয়েছেন। অপবাদ, মিথ্যাচার, হুমকি, ষড়যন্ত্র আমাকে যদি একটুও বিচলিত করে বা মর্মাহত, আমার স্ত্রী চুপচাপ কুরআন নিয়ে বসে, অনেকক্ষণ বসে থাকে জায়নামাজে। শেষ পর্যন্ত কোনো বিপদ থাকে না আমার, থাকবেও না ইনশাল্লাহ্!’

 

আইন উপদেষ্টা সবশেষে লেখেন, ‘তসলিমা নাসরিন, আপনি গতকাল আমাদের নিয়ে একটা পোস্ট দিয়েছেন। দোয়া করি, আপনার জীবনে হেদায়েত আসুক, কোনো একদিন আল্লাহ ক্ষমা করুন আপনাকে। আপনি সেদিন বুঝবেন এই রেষারেষির জীবনের খ্যাতি, ধনমান, ক্ষমতা এসবের চেয়ে অনেক বিশাল আল্লাহর দয়া। আমি সেটা এখনো পাইনি পুরোপুরি। কিন্তু আমার স্ত্রী পেয়েছেন। সে কতটা ঐশ্বর্যবান, তার হৃদয়ে কতোটা প্রশান্তি -এটা আপনি কোনোদিন ধারণা করতে পারবেন না। তবু আপনি ভালো থাকুন।’

 

প্রসঙ্গত, বুধবার ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন শীলা এবং আসিফ নজরুলের একটি ছবি পোস্ট করে দাবি করেন, ‘মেয়েটাকে দেখলেই আমার দুঃখ লাগে। অসম্ভব প্রতিভা ছিল অভিনেত্রী হওয়ার, কিন্তু সমস্ত প্রতিভা বিসর্জন দিয়ে এক শঠের গৃহবধূ হয়েছেন। ধর্মমুক্ত একজন প্রতিভাবান লেখকের কন্যা তিনি, অথচ চুল ঢাকেন হিজাব দিয়ে, এমন কী ফুলহাতা ব্লাউজ পরেন। মনে হচ্ছে নিজের রুচি, সৌন্দর্যবোধ, নীতি, আদর্শ বিসর্জন দিয়ে মামলা ব্যবসায়ী ধর্মবাদীর আদেশ মেনে চলছেন। হাজিটির কিন্তু মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই। হাজিটির জীবন কিন্তু যেমন ছিল তেমনই আছে। গায়ে বাড়তি কিছু চাপাতে হয়নি, প্রতিভাও বিসর্জন দিতে হয়নি। এভাবে যে কত লক্ষ গুণী বিদুষী প্রতিভাময়ীকে এই সমাজ বুবস আর ভ্যাজাইনাতে রিডিউস করেছে!’


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা
ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের
বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত
৯০ দিনের জন্য শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি
আরও
X

আরও পড়ুন

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন

সড়কের মৃত্যুদূত মোটরসাইকেল

সড়কের মৃত্যুদূত মোটরসাইকেল

দায়ের করলেন ‘গোপন অভিযোগ’ দুদকে হঠাৎ হাসনাত-সারজিস

দায়ের করলেন ‘গোপন অভিযোগ’ দুদকে হঠাৎ হাসনাত-সারজিস

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের সঙ্গে একমত নয় বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের সঙ্গে একমত নয় বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসির

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসির