বাংলাদেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেল যে কান্না
০৯ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পিএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পিএম

৪ কোটি মানুষ বাঁচে দিনে ১০০ টাকায়- এ কথা বলতেই কাঁদলেন ড. মুহাম্মদ ইউনূস। বিদেশি নামিদামি অতিথিদের সামনে প্রকাশ্যেই কাঁদেলন। তবে ফ্যাসিস্ট হাসিনার মতো স্বজন হারানোর বেদনায় কান্না করেননি তিনি। দেশের মানুষের দুর্দশার কথা স্মরণ করতে গিয়ে কেঁদে ফেললেন প্রধান উপদেষ্টা। এমন একজন সরকার প্রধান পেয়ে মনখোলা কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরা।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশের দুর্ভিক্ষের সময় মানুষের নিদারুণ কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই কান্না হৃদয় ছুঁয়ে যায় মানুষের। আরও একবার বাংলাদেশিদের মন জয় করলেন এই নোবেলবিজয়ী।
মুহুর্তেই সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে প্রশংসায় ভাসছেন ড. ইউসূস। দুর্ভিক্ষের সময় মানুষের নিদারুণ কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওই সময় প্রায় ১৫ লাখ মানুষ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করে।’ এ কথা বলেই আবেগাপ্লুত হয়ে নীরব হয়ে যান প্রধান উপদেষ্টা।এক পর্যায়ে কেঁদেও ফেলেন তিনি।
এসময় উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, স্যরি। পরে চোখ ছলছল অবস্থায় আবারও বলতে শুরু করেন। অধ্যাপক ইউনূস ক্ষুদ্রঋণের মাধ্যমে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়নের কথাও বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘ক্ষুধায় মানুষ মারা গেছে। আমাদের দেশের অনেক বড় একটা দুর্ভিক্ষ ছিল। ১৫ লাখ মানুষ মারা গেছে। তখন স্বাধীন বাংলাদেশ ছিল।
ফেসবুকে সাদিকুর রহমান খান লিখেছেন, সমস্যা হলো, অন্যান্য পলিটিশিয়া'নদের মতো উনি কান্না ম্যানেজ করতে পারেন না। কথা বলতে বলতে হুট করে থেমে যান। কথাই বলতে পারেন না। মানুষের জন্য আমাদের পলিটিশিয়ানরা কখনোই কান্নাকা'টি করেন নাই। উনারা কান্নাকা'টি করেন নিজের পরিবারের জন্য, মেট্রোরেল বা উন্নয়নের জন্য, বড় জোর নিজের দলের কর্মীদের জন্য।দেশ কতটা উন্নতি হয়েছে, কত মানুষ খাইতে পারতেছে, এসব বলে গর্ব করাই রাজনীতিবিদদের প্র্যাকটিস। দারিদ্র লুকাইয়া ফেলো, মানুষ মরে সাফ হয়ে যাক, নিজের সম্মান ঠিক রাখো।
এই প্রথম কোন রাষ্ট্র প্রধান বিজনেস সামিটে উইঠা চোখের পানি ফেললেন, বললেন, আমার দেশের মানুষ দরিদ্র।আসলেই তো, এরচে সরল স্বীকারোক্তি আর কী আছে?...আমি এর আগে এই লোককে কখনোই এতো আন্তরিকতার সাথে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে ওউন করতে দেখিনি।
যুগে যুগে মানুষের দারিদ্র ঢেকে রাজনৈতিক নেতারা নিজেদের ইমেজ রক্ষা করতেন। এই প্রথমবারের মতো কোন রাষ্ট্রপ্রধান নিজের মানুষের দারিদ্রকে ওউন করে নিজের ইমেজ বিসর্জন দিলেন।জুলাই শুধু আমাদের একটা প্রজন্মকেই বদলে দেয়নি, জুলাই খুব সম্ভবত ডক্টর ইউনূসকেও বদলে দিয়েছে অনেকখানি।
মোঃ পারভেজ উদ্দিন লিখেছেন, ড. ইউনূস কাঁদতেছেন। এদেশের মানুষের ক্ষুধা ও দারিদ্রতার কথা বলতে গিয়ে বিনিয়োগ সম্মেলনে কেঁদে দিয়েছেন, মানুষের মৃত্যু আর সংগ্রাম নিয়ে কথা বলতে গিয়ে চরম শক্ত মানুষটা নিয়ন্ত্রণ হারিয়ে বলছেন..‘সরি মাই ওয়ার্ডস। আই ক্যান নট ব্রিঙ মাই ওয়ার্ডস।’ তিনি তার নিজের জন্য কাঁদেননি, না কেঁদেছেন তার পরিবারের জন্য। তিনি কেঁদেছেন তার জাতির জন্য, কেঁদেছেন কেবলই একজন বাচ্চার মতো করে।আমি অনেক রাজনীতি দেখেছি, বেঁচে থাকলে হয়তো আরও অনেক দেখব। কিন্তু এমন একটা 'স্তব্ধ' করে দেয়া মূহুর্ত আর দেখব কিনা জানি না।
মোহাম্মাদ হোসাইন লিখেছেন, আলহামদুলিল্লাহ!পার্থক্যটা শুধু এখানেই!কোন কুলাঙ্গার রাজনীতিবিদরা দেশের জন্য এভাবে কান্না করেছে কখনো?শুধু নিজের ফ্যামিলির জন্য আর নিজের চেতনা বিক্রির জন্য কান্নাকাটি করেছে দেশের জন্য কিছুই করেনি!আরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তারা!
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

দেশের বাজারে পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫এক্স

প্রথম মা-বাবা হতে যাওয়া দম্পতির স্বাস্থ্যসেবা উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়

গিগাবাইটের জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজ বাজারে

জিম্বাবুয়ে সিরিজ দেখাবে বিটিভি

হাঙ্গেরি ও ভারতের দাবাড়ুর সঙ্গে তাহসিনের ড্র

বিদ্রোহী ৮ ফুটবলারের সঙ্গে সহসাই চুক্তি বাফুফের

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

কাজাখস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

নতুন কমিটি হলেও সুখবর নেই কুস্তিতে

ভালো লড়াইয়ের আভাস উইলিয়ামসের

ভেঙে ফেললেন ফুটবল ট্রফি

তারবিহীন উড়ন্ত রোবট তৈরি

চুরি ৭ জরিমানা ৭০ হাজার ডলার

বেনাপোল বন্দর দিয়ে পাঁচ মাসে ২১ হাজার ৩৬০ টন চাল আমদানি

হবিগঞ্জে ট্রাক পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

মধ্যরাতে কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে গুলি

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মধ্যাহ্নভোজে দুই উপদেষ্টা

বর্বর ইসরাইলীদের সকল পণ্য বিক্রি ও কেনা বন্ধ করুন : চট্টগ্রামে মাওলানা নূরী

এ বছর হজের খরচ অনেকাংশে কমিয়েছি : হবিগঞ্জে ধর্ম উপদেষ্টা

ফরিদপুরে প্রেমের ফাঁদে ভুয়া মেজর আটক!