নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে খোশগল্পে সাকিব, সোশ্যাল মিডিয়াজুড়ে তোলপাড়!
১৩ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম

একসময় যে সাকিব আল হাসানকে আইডল মানতো তরুণরা তারাই আজ সাকিবের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটকে সাকিব যতটা না দিয়েছেন তার চেয়ে যেনো অনেক বেশিই কেঁড়ে নিয়েছেন বাঙ্গালীদের কাছে। ফ্যাসিস্ট হাসিনার দলের সাবেক এই এমপি ২৪ এর ছাত্র আন্দোলনে হাসিনার নির্বিচারে ছাত্র জনতা হত্যার সময়ও ছিলেন নিশ্চুপ। তার বিরুদ্ধে মামলাও হয়েছে ইতোমধ্যে, এসব নিয়ে যেনো সাকিবের কোন মাথাব্যথা নেই। তার কাছে এখন সবচেয়ে বেশি প্রিয় ফ্যাসিস্ট হাসিনার দলের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। তাইতো এত এত বিতর্কের মাঝেও সাকিব কে দেখা গেছে নিষিদ্ধ এই সংগঠনের নেতাদের সাথে।
সাকিব বর্তমানে অবস্থান করছেন আমেরিকায় আর সেখানেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে খোশগল্পে মজেছিলেন তিনি। শুধু তাই নয় এসব ছবি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল এখন। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। ২৪ এর গণঅভ্যুত্থানের সময় সাকিব হাসিনার দলের সংসদ সদস্য ছিলেন। হাসিনা ৫ আগষ্ট চোরের মত পালিয়ে গেলেও সাকিব একবারও ক্ষমা চাননি জাতির কাছে ভুলও শিকার করেননি কোনভাবেই। হয়তো তার কাছে ফ্যাসিস্ট হাসিনার কর্মকান্ডগুলোই ঠিক মনে হয়েছিলো, এমন সব মন্তব্যই করছেন নেট নাগরিকরা।
অনেকেই আবার দাবি জানাচ্ছেন তার সম্পদ বাজেয়াপ্ত করার, কেউ কেউ তো আরও একধাপ এগিয়ে বলছেন সাকিবের ক্রিকেটিয় সব অর্জন মুছে ফেলতে। জাকিয়া রহমান নামের একজন সামাজিক মাধ্যমে সাকিবকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ভাই আপনার বোধহয় লজ্জা নেই, টাকা পেলে আপনি সব করতে পারেন। ২৪ এর পর যেখানে আপনার উচিৎ ছিলো আমজনতার কাছে ক্ষমা চাওয়া তা না করে ওল্টো আবারও আপনি খুনি ছাত্রলীগের নেতাদের সাথেই মিশছেন। আইসিসির উচিৎ ছাত্র জনতা হত্যার অভিযোগে আপনার সব রেকর্ড ও অর্জন মুছে ফেলা। আপনার মতো বেঈমান এক সাকিব আল হাসান না থাকলে এদেশের কিছু যায় আসবে না।’
মোঃ হৃদয় খান নামের একজন সাকিবের ভাইরাল হওয়া ছবি পোষ্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি সাকিবের অনেক বড় ভক্ত ছিলাম, কিন্তু সাকিব একটা খুনি, নির্লজ্জ বেহায়া। তার সব সম্পদ বাজেয়াপ্ত করে একটি ক্রিকেট স্টেডিয়াম বানানোর দাবি জানাচ্ছি ইউনূস সরকারের কাছে।’ সাকিবের সাথে যেনো বিতর্ক শব্দটি খুব প্রত্যন্তভাবে জড়িত। জুয়ার বিজ্ঞাপন থেকে শুরু করে অশোভন আচরণ আর সবশেষ ফ্যাসিস্ট হাসিনার দলের সাথে যুক্ত হওয়া সব মিলে মানুষ থেকে যেনো অন্য কিছুতে পরিণত হয়েছেন তিনি।
শুধু সাকিব নয় বিভিন্ন সময় তার পরিবারের সদস্যরাও অনেকেই জড়িয়েছেন বিতর্কিত সব কর্মকান্ডে। গত বছর ভারতের আলোচিত মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে জড়িয়ে গেছিলো সাকিবের বোন জান্নাতুল হাসানের নাম। সুরজ চোখানি নামের একজন তখন দাবি করেছিলেন সেই বিনিয়োগেই বড় অংশীদারিত্ব ছিল সাকিবের বোনের। কিন্তু অনেকেরই দাবি এটির বিনিয়োগ তার বোনের নয় বরং ছিলো স্বয়ং সাকিব আল হাসানের। ইতিপূর্বে ফিক্সিং কেলেঙ্কারিতেও জড়িয়েছেন সাকিব, শুধু তাই নয় নিষিদ্ধ হয়েছিলেন আইসিসি থেকেও। মূলত জুয়ারিদের থেকে পাওয়া ম্যাচ ফিক্সিং এর অফারের কথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর দুর্নীতি দমন ইউনিট আকসুকে কে না জানানোই এই নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।
এদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পূর্ব মুহুর্তে সাকিবের কর্মকান্ড সকলের মনে থাকার কথা। সাকিব সেসময়ও একটি নেক্কারজনক ঘটনার জন্ম দিয়েছিলো। ফ্যাসিস্ট হাসিনার আরেক দোসরা তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে মিলে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটার, ওপেনার তামিম ইকবালকে ছেঁটে ফেলেছিলেন দল থেকেই। অথচ সেই তামিমের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মত স্বপ্ন দেখেছিলো বিশ্বকাপ জয়ের। একসময়ের সবচেয়ে কাছের ভালো বন্ধু তামিমের সাথে সাকিব সেদিন যা করেছিলো তা চিরকাল দাগ কেটে থাকবে এদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে। শুধু এসবই নয় অশোভন আচরণ থেকে শুরু করে দর্শক পিটিয়ে বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
এদিকে সম্প্রতি ছাত্রলীগের নেতাদের সাথে সাকিবের ভাইরাল হওয়া ছবিগুলো সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নীল খান। সেসব ছবিতে ছাত্রলীগ নেতাদের সঙ্গে হাসিমুখে দেখা যায় তাকে। পোস্টের ক্যাপশনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা স্বপ্নীল লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাই!’ অন্যদিকে দুর্নীতি দমন কমিশন দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

সদরপুরে পুকুরে ডুবে ভাই বোনের সলিল সমাধি

যে কারনে সড়কে ব্যারিকেট দিলো সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক আবদুল মালেকের ৫ ও স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বরাষ্ট্র সচিবের আকস্মিক থানা পরিদর্শনের পরই রামুতে ইয়াবা সহ পুলিশ সদস্য আটক

পুঠিয়ায় যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

বরিশালে ‘শেখ কামাল ও জয়’এর নামে গড়ে তোলা ‘স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’টি চালু হবে কবে ?

আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনায় চলন্ত ট্রেন আটকে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোক্তভোগীদের সেবায় যে সুবিধা শুরু করলো এসএমপি

ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ

দীর্ঘ এক দশক পর মালয়েশিয়ায় শি জিনপিংয়ের সফর, সম্পর্কের নতুন দিগন্ত

চীন উপহার দেবে ৩ হাসপাতাল, স্থাপিত হবে কোথায়?

শ্রীনগরে বিদেশী অস্ত্র উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প ১৪ এর অতি ঝুঁকিপূর্ণ ১৫০ পরিবারকে সরিয়ে নিতে নতুন শেড নির্মাণের উদ্যোগ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

শিল্পী মানবেন্দ্রের বাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন: সংস্কৃতি উপদেষ্টা

দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান করলো দুদক

নাসিরনগরে প্রায় ২০০ বছর ধরে চলছে ব্যতিক্রমী বৈশাখী শুঁটকি মেলা!

নতুন মামলায় গ্রেপ্তার মোজাম্মেল বাবু-ফারজানা রুপা ও শাকিল আহমেদ

ছয় দফা দাবিতে রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা