জীবন দিয়ে যৌতুকের প্রতিবাদ!
বিয়ে ঠিক হয়েছে দুই বছর আগে। তখন কোন দাবি ছিলো না বর পক্ষের। বিয়ে আগে হঠাৎ করে বরযাত্রীর খরচ হিসাবে দুই লাখ টাকা দাবি করা হয়। কোন মতে টাকা জোগাড় করে হবু বরের পিতার হাতে তুলে দেন কন্যার পিতা। এরপর চাওয়া হয় আসবাবপত্র। তাও মেহেদি অনুষ্ঠানের আগেই তা বাড়ি পৌঁছে দেওয়ার আবদার হবু বরের। এ নিয়ে পাত্রীর সাথে টেলিফোনে কথা...